ফিনল্যান্ডে থাকাকালীন দারুন ভাল এক অভিজ্ঞতা হয়েছিল। রেস্টুরেন্টে খাওয়ার পর বা অনলাইনে খাবার আনালে দেখেছি ওখানে কেউ টিপস দেয় না বা কেউ আবার নেয়ও না। শুনেছি , নতুন নতুন আসার পর প্রথম দিকে একজন একবার ফিনল্যান্ডে রেস্টুরেন্টে খেয়ে উঠে অভ্যাস বশত টিপস দিতে গিয়েছিল— ওয়েটার এমনভাবে তাকিয়েছিল , যেন মনে হচ্ছিল ও ওদের ঘুষ দিতে চাইছে ! টিপস ছাড়াই পরিষেবা ওখানে বরাবরই একেবারে নির্ভুল। কারণ সেখানে কাজটাই পেশাগত দায়িত্ব, আর কর্মীরা ন্যায্য বেতন পান। ফলে তাঁদের মুখে হাসিটাও বেতনের সঙ্গে প্যাকেজে থাকে!
আমাদের দেশেও অনলাইনে খাবার বা জিনিস আনালে টিপস না দিলেও চলে। তবে রেস্টুরেন্টে খাওয়ার পর টিপস দেওয়াটা একটা সামাজিক প্রথা । টিপস না দিলে ওয়েটারের দৃষ্টি এমন হয় যেন আমি আমার শ্বশুরবাড়িতে খালি হাতে গিয়েছি !
এবার আমেরিকার কথা বলি। এখানে টিপস না দিলে মনে হয়, ওয়েটার হয়তো পরের জন্মেও আমার খোজ করবে! অনলাইনে খাবার আসুক বা জিনিস আসুক — সব জায়গায় টিপস যেন এক অঘোষিত ট্যাক্স।
ভালো ব্যবহার বা পরিষেবা কখনোই বাড়তি পয়সার ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। বরং সেটা আসা উচিত পেশাদারিত্ব আর মানবিকতা থেকে। তাতে কর্মীর সম্মানও থাকে, আবার আমাদেরকেও ক্যালকুলেটরে বসে ১৮%–২০% টিপস হিসাব করতে হয় না!
আপনারা কী বলেন? টিপস দিয়ে হাসি কিনব, না কি টিপস ছাড়াই হাসিটা ফ্রি পাওয়া উচিত?
কিছুদিন আগে সুপ্রয়দার ফিনল্যান্ডের নো টিপস নিয়মটি নিয়ে লেখাটি পড়ে খুব ভাল লেগেছিল,দেশটির এই নিয়মটি জেনে।আবার এই লেখাতে পড়লাম ইউ এস এ তে ঠিক তার উল্টো নিয়মটির কথা।
যেখানে ওয়েটারদের মাইনে তাদের পরিষেবার তুলনায় কম সেখানে টিপস্ দিলে হয়তো তাদের কিছুটা অর্থনৈতিক সুবিধা হয় কিন্তু যেখানে তারা পরিষেবার তুলনায় যথেষ্ট মাইনে পায় সেখানে এই টিপস্ দেবার নিয়মটি তাদের অর্থলোভী করে তোলে বলেই মনে হয়।আর হাসিমুখে পরিষেবা দেওয়াটা টিপসের ওপর নির্ভর করা উচিত নয় হাসিমুখে পরিষেবা দিলে একটা ফিল গুড ফ্যাক্টার তৈরি হয় যা বোধকরি খাবারকে আরো স্বাদু করে তোলে।
বেশ নতুন নতুন বিষয় নিয়ে সুপ্রিয়দার উপস্থাপনা সত্যিই প্রশংসনীয়।
LikeLike
Tanima Goswami
Khub sundor laglo tomader photo gulo.
Amader deshe seta hoe na.
LikeLike
Sukhendu Ray
খুব আনন্দ করে বেড়াচ্ছিস দেখে আমার ভীষণ ভালো লাগছে। তোর লেখা পড়ে বিদেশ সম্পর্কে কিছু জানতে পারছি। এটাই আমাদের পাওনা।
LikeLike
Sanjoy Das
দাদা, খুব দারুন লাগছে তোমাদেরকে দেখে। খুব আনন্দ করো।
LikeLike
Samarendra Nath Sarkar
Great picture
sundor muhurto gulo niye hasi khusi jibon kamona kori….valo laglo 
LikeLike
Caroline Smith
Totally agree with you about the tips in the USA.
LikeLike
Dalia Deb
Tips chara hasi chai chai chai















LikeLike
Sudhir Bagchi
শুভ সকাল শুভ দীপাবলি। অনেক অভিজ্ঞতা অর্জন করলে ভাই
LikeLike
Probodh Pal
ট্রিপ ছাড়াই হাসিটা পাওয়া উচিত।
LikeLike
Mohan Lal Ghose
In India We mostly tip to the waiters. Actually in dilemma this should be or not
LikeLike
Abani Banerjee
টিপস এর সাথে আমাদের বোধ অনুযায়ী মানবিকতাও জড়িয়ে আছে!
LikeLike
Ashim Kumar Dan
শুভ দীপাবলি। একেই বোধহয় সামাজিক মুল্যবোধ বলে!
LikeLike
Jaharlal Purkait
পাড়ার একটা ছেলে (বখাটে) সকালে পেপার দেয়।
৮টার আগে পেপার দিলে জানবে আজ দিনটা কাটবে ভালো। অনেকবার পেপার নেবনা ধমকি দিয়েও কাজ হয়নি।পেপার ওয়ালা ডেলিভারি মান চেঞ্জ করে দিলো।প্রতিদিন সাড়ে সাত তার মধ্যে পেপার।অনেকদিন খুশি ছিলাম।পুজোর একসপ্তাহ আগে আবার হাজির সেই ছোকরা।সময় পেপার দিচ্ছে,কোনো অসুবিধা নেই।দুদিন পরে এসে হাজির বখশিস দাও।
বললাম:পেপারটাতো টাইমে দিসনা
কিসের বখশিস?কিছুদূর গিয়ে সাইকেল থেকে এমন ভাবে তাকালো বুঝতে পারলনা,বখশিস চাইছিল না হপ্তা উসুলি করতে এসেছিল।যাহোক পেপারওয়ালা হাতদিয়ে বখশিস পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হলাম।
LikeLike
Partha Pratim Dasgupta
সবাই তার কাজের জায়গায় তার কর্তব্য পালন করে পরিবর্তে কতৃপক্ষ তার বিনিময় মূল্য দিয়ে থাকে। এটাই নিয়ম। সেখানে ওয়েটারকে টিপস দেবেই বা কেন আর সে নেবেই বা কেন ? ব্যাপারটা কখনোই সমর্থন যোগ্য নয় এবং দৃষ্টিকটু ও বটে।
LikeLike
Krishnasis Chatterjee
ভালো প্রশ্ন উত্তর অজানা
LikeLike
Prokash Bhowmick
Khub sundar chhabigulo dekhe khub bhalo laglo bishesh kore chhaikel arohi hisebe Tathyapurna sundar barnana Tips ekts aghoshita utkoch Finland er sanskriti anukaran keno amader deshe hoi na
LikeLike