ফিনল্যান্ড আর ভারতবর্ষ: মিল-অমিলের মজার কাহিনি – সুপ্রিয় রায়

দুই দেশ যেন দুই দুনিয়া—একজন বরফে ঢাকা শান্ত রাজপুত্র, আরেকজন রোদে-গরমে কোলাহলপ্রিয় রঙিন মেলা। তবু এদের ভেতরে মজার মিলও আছে। চলো একবার ঘুরে আসা যাক এই দুই দেশের গল্প থেকে।

  • ফিনল্যান্ডে শীতে বাইরে বেরোলে মনে হয় ফ্রিজে ঢুকে গেছি। মাইনাস ২০ ডিগ্রিতে হাতে গ্লাভস ছাড়া বেরোলে হাতের সঙ্গে মনও জমে যায়।
    অন্যদিকে ভারতে গরমকালে মনে হয় যেন ওভেনের ভেতরে বসে আছি। পাখা চলুক আর না চলুক, গরমের রাগে সবার মুখ লাল।
    তবে দু’জায়গাতেই মানুষ হাসিমুখে বেঁচে থাকে—এটাই আসল মিল।
  • ভারতের বেশীরভাগ শহরে অটোওয়ালাকে বলুন, “দাদা, মিটারে চলুন”—উনি আপনাকে এমন হাসি দেবেন, যেন আপনিই পৃথিবীর সবচেয়ে বড় রসিক। ফিনল্যান্ডে ট্যাক্সি ড্রাইভার আবার এত ভদ্র যে ভাড়া দেওয়ার পর নিজেই খুচরো টাকা ফেরত গুনে দেবেন।
  • ভারতে দুর্গাপূজা মানেই প্যান্ডেল হপিং, আলো, মেলা, ভিড় আর খাওয়া-দাওয়া।
    ফিনল্যান্ডে আবার মিডসামার মানেই হ্রদের ধারে আগুন জ্বালানো, গান আর শান্ত পরিবেশে আনন্দ।
    একজন হইচই ভালোবাসে, আরেকজন নিরিবিলি আনন্দ—তবু দু’জনেই উৎসব ছাড়া থাকতে পারে না।
  • ভারতে বাচ্চারা স্কুলের হোমওয়ার্কে হাপিত্যেশ করে, আর পরীক্ষার আগে সবার চোখে দুশ্চিন্তার ছাপ।
    ফিনল্যান্ডে আবার স্কুলে পড়াশোনা এত মজা করে হয় যে বাচ্চারা টিফিনের মতো পড়াশোনাও উপভোগ করে।
    তবে দুই দেশেই বাবা-মায়ের একটাই ইচ্ছে—“আমার ছেলে/মেয়ে মানুষ হোক।”
  • ফিনল্যান্ডে সব কিছু শান্ত, ধীর, নিয়মমাফিক। আর আমাদের দেশ  সেখানে প্রতিদিন যেন একেকটা মেলা—বাসের ভিড়, হকারের হাঁকডাক, বাজারের কোলাহল—সব মিলিয়ে এক অন্য রকম রঙিন জীবন।
  • ভৌগোলিক ও সংস্কৃতিগত ফারাক অনেক হলেও ফিনল্যান্ড আর ভারতবর্ষের  দু’দেশই মিশ্র অর্থনীতি, ধর্মনিরপেক্ষতা আর বহুদলীয় গণতন্ত্র (বাম, ডান, মধ্যমপন্থী ) — এই মিলগুলোয় একে অপরের সঙ্গে সংযুক্ত।

দেখতে আলাদা, থাকতে আলাদা, আবহাওয়ায় আকাশ-পাতাল ফারাক হলেও মিল আছে মানুষের অনুভূতিতে—সব জায়গার মানুষই প্রকৃতি ভালোবাসে, উৎসব ভালোবাসে, আর ভালো জীবন চায়। তাই বলা যায়, ফিনল্যান্ড আর ভারতবর্ষ দুই ভিন্ন পৃথিবী হলেও মানবতার বন্ধন এক করে রেখেছে।

25 thoughts on “ফিনল্যান্ড আর ভারতবর্ষ: মিল-অমিলের মজার কাহিনি – সুপ্রিয় রায়

  1. Aparajita Sengupta

    দুই দেশের এত মিল ও অমিল থাকলেও দুজনে নিজের মত করে সুন্দর। সুন্দর করে তথ্য জানতে পেরে ভালো লাগল। ছবিগুলো সুন্দর হয়েছে। ❤🧡

    Like

  2. Gobinda Chakravarty

    ফিনল্যান্ড যাওয়া হবে না হয়তো কখনো। আপনার চোখ দিয়েই ফিনল্যান্ডকে দেখতে পেলাম যেন পূর্ণ রূপে।

    ভারী সুন্দর লিখেছেন…

    Like

  3. Champak Mitra

    বেশ সুন্দর যোগসূত্র একজন ভিষন ঠান্ডা আর দ্বিতীয় জন মারাত্মক গরম, একজন কোলাহলে মেতে আর একজন ধীরস্থির কিন্তু উৎসবে মাতোয়ারা ‌বৈচিত্রের মদ্ধে একতার মিলন উভয় জগতে বিদ্যমান।আর আমারা ঘরে বসে উপভোগ করছি এটা কম বিনোদনের কথা নয়।

    Like

  4. Probodh Pal

    ভারী সুন্দর লাগলো পড়ে প্রতিটি জিনিসের তুলনামূলক ভাবে বর্ণনা দিয়েছো।👍 পড়াশোনার স্ট্যান্ডার্ড কি? যেমন আমার এখানে ফুল ফাইনাল থেকে শুরু হয় সেইভাবে ওখানে কি?

    Like

Leave a reply to supriyoroy Cancel reply