আমাদের চোখে ফিনল্যান্ডের গ্রাম পুউমালা(PUUMALA)

আমাদের চোখে ফিনল্যান্ডের গ্রাম পুউমালা(PUUMALA)

আমাদের চোখে ফিনল্যান্ডের গ্রাম পুউমালা(PUUMALA) 
২৮শে এপ্রিল ছিল শনিবার , ২৯ রবিবার  আর ১লা মে সোমবার ফিনল্যান্ডে VAPPU DAY হিসাবে ছিল ছুটি । তাই এই তিনদিনের ছুটি উপভোগ করতে আমরা অর্থাৎ আমি , আমার স্ত্রী লিপিকা , আমার বড় ছেলে সায়ক, আমার বৌমা মধুপর্ণা , আমার ছেলের বন্ধু দেবাশীষ , দেবাশীষের স্ত্রী  মুন , ওদের ছেলে আরিন আর আমার ছেলের ছোটবেলার বন্ধু পাবলো দুটো গাড়ি নিয়ে চললাম ৩০০ কিমি দূরে ফিনল্যান্ডের গ্রামে যার নাম পুউমালা(PUUMALA) । পুউমালা হল ফিনল্যান্ডের দক্ষিণ অংশে সাইমা হ্রদের একটি উপদ্বীপে দক্ষিণ সাভোনিয়া অঞ্চলে অবস্থিত । সায়মা হ্রদে বিশ্বের দীর্ঘতম হ্রদ উপকূলরেখা রয়েছে । এটি ফিনল্যান্ডের বৃহত্তম হ্রদ এবং এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক মিষ্টি জলের হ্রদ।
পুউমালা(PUUMALA) তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, এর সীমানার মধ্যে অসংখ্য হ্রদ, বন এবং দ্বীপ রয়েছে।ভাবতে অবাক লাগে যে ফিনল্যান্ডে ছোট , বড় মিলিয়ে প্রায় 187,888 লেক আছে । 
আমরা সকাল ১১ টায় দুটো গাড়ি নিয়ে বেড়িয়ে রাস্তায় বিভিন্ন আকর্ষণীয় জায়গায় থামতে থামতে পুউমালা গিয়ে পৌছালাম সন্ধ্যা ৭ টা নাগাদ। বাইরে তখন রীতিমতো আলো । নির্জন জঙ্গলের মধ্যে দেখলাম শুধু আমাদের সুন্দর একটা কাঠের কটেজ আর তার সামনে ছোট্ট একটা ঘাসের লন পেরিয়ে শান্ত বিশাল বড় লেক ।কটেজের ভিতরে ঢুকে দেখলাম শহরে যা যা সুবিধা পাওয়া যায় তার সবই আছে ।সুন্দর সাজানো গোছানো একটা three bedroom বাড়ি ।রান্না ঘরে সব সুবিধাই আছে । নৌকা বিহার করারও সব ব্যবস্থা আছে তবে মাঝি নেই , নিজেদেরকেই দাড় টানতে হবে । এগুলি সাধারণত এখানকার সামার কটেজ । লোকে আসে আর লেকের জলে চুটিয়ে স্নান করে । আমাদের ওখানকার পার্সোনাল বিচের মতো । এছাড়া এই জায়গাটা  হাইকিং, ফিশিং, বোটিং এবং কায়াকিংয়ের মতো বহিরঙ্গন কার্যকলাপের জন্য জনপ্রিয় ।দুদিন পরে ছিল পূর্ণিমা , তাই রাত্রে চাঁদের আলোয় লেকের সৌন্দর্য অপরূপ হয়ে উঠেছিল । পুউমালার অন্যতম প্রধান আকর্ষণ হল পুউমালা চার্চ, যা 18 শতকে নির্মিত হয়েছিল এবং ফিনল্যান্ডের সবচেয়ে সুন্দর কাঠের চার্চগুলির মধ্যে একটি। আমরা দুটো দিন সবাই মিলে মুখরোচক খাওয়া দাওয়ার সাথে দারুন আনন্দ করে ১লা মে সন্ধ্যার মধ্যে চলে আসলাম হেলসিঙ্কি সেন্টারে বাপ্পু (Vappu)উৎসবে নিজেদেরকে সামিল করতে । বেশ কিছুক্ষণ হেলসিঙ্কি সেন্টারে কাটিয়ে ফিরে আসলাম যার যার নিজ গৃহে ।   

25 thoughts on “আমাদের চোখে ফিনল্যান্ডের গ্রাম পুউমালা(PUUMALA)

  1. Debabrata Mukherjee
    Tomar chokhe metai ami deshbhromoner nesha. Ami Italy theke Finland hoye Europe r rup dekhechi. Austria hoye Paris er chobi mone ekechi.

    Like

  2. Sanjoy Das
    দাদা, যেমন তোমার ভ্রমণ বিবরণী তেমনই সুন্দর সুন্দর ছবি দেখে মনমুগ্ধ হয়ে যায়। খুব ভালো লাগলো।

    Like

  3. Krishnasis Chatterjee
    বাঃ কি সুন্দর জায়গা। অপূর্ব ছবিগুলো। আর সাথে তোর নিবিড় পর্যবেক্ষণ। ভালো থাকিস সুস্থ থাকিস। ফিরলে একবার যোগাযোগ করিস।

    Like

  4. Partha Pratim Dasgupta
    এই সুন্দর পৃথিবীর কত অজানা তথ্য তোমার মাধ্যমে জানতে পারছি।

    Like

  5. Aparna Delahiri
    দারুন সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আপনাদের সঙ্গে আমাদেরও মানস ভ্রমণ হয়ে গেল। 🙏

    Like

  6. Gautam Chaki
    ভ্রমন বৃত্তান্ত দারুন তথ্যসমৃদ্ধ,মনে হয় স্থানগুলো চাক্ষুষ উপভোগ করছি,লেখা চালিয়ে যা।

    Like

  7. Aparajita Sengupta
    খুব ভালো লাগল লেখা টা পড়ে। ছবিগুলো খুব সুন্দর লাগছে।

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s