আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে মে দিবস অর্থাৎ ১লা মে হোল আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটা বিশ্বের অনেক দেশে প্রতি বছর ১লা মে উদযাপিত হয় । আমরা এও জানি যে এটি শ্রমজীবী মানুষের সংগ্রামকে সম্মান জানানোর এবং তাদের অধিকার ও কাজের অবস্থার আরও উন্নতির আহ্বান জানানোর দিন। মে দিবস হল শ্রমজীবী মানুষের অতীতের অধিকার অর্জনগুলি উদযাপন করার এবং সবার জন্য একটি ভাল ভবিষ্যত গড়ে তোলার প্রতিশ্রুতি করার দিন। কিন্তু ফিনল্যান্ডে মে দিবস পালিত হতে দেখলাম একদমই অন্যরকমভাবে ।
ফিনল্যান্ডে মে দিবস বাপ্পু নামে পরিচিত । ফিনল্যান্ডে এটা বসন্তের আগমন এবং গ্রীষ্মের শুরুকে চিহ্নিত করার জন্য একটি উৎসব । এই উৎসব দেখলাম 30শে এপ্রিল সন্ধ্যায় শুরু হল ও পরের দিন অর্থাৎ ১ লা মে পর্যন্ত চলতে থাকলো ।ক্রিসমাস এবং ইস্টারের পাশাপাশি এই উৎসবও সারা ফিনল্যান্ডের একটা বড় ছুটির দিন ।
ফিনল্যান্ডে, মে দিবসটি মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুব আনন্দের সাথে উদযাপন করে। তারা একসঙ্গে সাদা ক্যাপ ও ওভারল (overall dress) পোশাক পরিধান করে রাস্তায় নেমে আসে। সাদা ক্যাপ ও ওভারল (overall dress) পোশাক পরার ঐতিহ্য ১৯ শতকের আগে যখন হেলসিঙ্কির ইঞ্জিনিয়ারিং ছাত্ররা তাদের মর্যাদার প্রতীক হিসাবে পরা শুরু করেছিল।
উৎসব পালন করতে 30 শে এপ্রিল সন্ধ্যায় এবং ১লা মে সারাদিন হেলসিঙ্কিতে প্রচুর মানুষ খাবার, পানীয় এবং লাইভ মিউজিক উপভোগ করতে শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়। আবার অনেকে পিকনিক, বারবিকিউ এবং অন্যান্য বহিরঙ্গন কার্যকলাপের দ্বারা এই উৎসব পালন করে । ছাত্রদের পাশাপাশি, পরিবার এবং অন্যান্য গোষ্ঠীগুলিও উদযাপনে অংশ নেয়। কোন বেলুন হাতির মতো বা কোন বেলুন ঘোড়ার মতো দেখতে এইরকম বিভিন্ন আকারের বেলুন নিয়ে বাচ্চাদের আনন্দ করতে দেখা যায় । পরিবার , বন্ধু- বান্ধব নিয়ে অনেককে পার্টির মাধ্যমে এই উৎসব পালন করতে দেখা যায় ।এই দিনে ছাত্ররা নানা রকম খেলার আয়োজন করে ।
মে দিবস হল ফিনিশ জনগণের একত্রিত হওয়ার এবং বসন্তের আগমন এবং একটি নতুন ঋতুর সূচনা উদযাপন করার একটি সময়। এটি আনন্দ এবং সুখে ভরা একটি দিন, যেখানে লোকেরা তাদের উদ্বেগগুলি ভুলে বন্ধু এবং পরিবারের সাথে এই দিনটিকে উপভোগ করে ।
Like this:
Like Loading...
Amalesh Kumar Ghosh
১লা মে লেবার ডে থেকে অনেক পরিবর্তন হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে। শীতল যুদ্ধ তা ব্যাপক।
লেবার ডে অনেক দেশে অন্য দিনে পালন করা হয়।
ইউরোপে অনেক জায়গায় ১ লা মে উৎসব নিজস্ব ভঙ্গিমায়।Besides urban life county life more diverse and different.
বসন্ত আসার আনন্দ এখানে অনেক অনেক। শীতে কি নিদারুন কষ্ট, তাই বসন্তের উৎসব রঙিন 👍👍🙏
LikeLike
Sanjoy Das
দাদা, ফিনল্যান্ডের মে দিবস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। খুব ভালো লাগলো।
LikeLike
Debjani Banerjee Chaudhuri
Eto bochor por o ma nanan kichu niye proshno kortei thake, bhule jaye🙂 Kal Vappu niye porechilo, tomar lekhata pathiye dilam, mone holo khub sohoj bhashaye bojhano ache.
LikeLike
Tapashi Banerjee
Anek kichu jante parlam. Very nice.
LikeLike
Debabrata Mukherjee
Darun. Helsinki khelar jagat e ekta porichito nam.,
LikeLike
Naru Mahato
মে দিবস সম্বন্ধে গুরুত্বপূর্ণ অনেক কথা জানতে পারলাম। অনেক ধন্যবাদ।
LikeLike
Tapasi Sengupta
Tilok sundore lekha tomer lekha theke anek kechu jante pari.
LikeLike
Probodh Pal
Thank you for sharing the information👍
LikeLike
Partha Pratim Dasgupta
আগে শ্রমিক ছিল শুধুই শ্রমনির্ভর। কাইক শ্রম নির্ভর কাজ যারা করতো তাদের শ্রমিক বলা হতো। এখন কাজের কনসেপ্ট টা পাল্টে গেছে। এখন সবকিছুই প্রযুক্তি নির্ভর তাই তারা এখন প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত শ্রমিক। এভাবেই হয়তো মে দিবস এখন আনন্দ উৎসবে পরিণত হয়েছে।
LikeLike
Jaba Sengupta
Informative write up.Thanks a lot.Munmun and her family will team up with you soon.Big fun awaiting!!
LikeLike
Apurba Neogi
Thanks for enlighting us about the amazing way to celebrate the May Day in Finland..
LikeLike