জন্মদিনের টাইমজোনের সমস্যা – সুপ্রিয় রায়

জন্মদিনের টাইমজোনের সমস্যা – সুপ্রিয় রায়

আমার জন্ম উত্তরবঙ্গের ডুয়ার্সে, ১৭ই সেপ্টেম্বর। সেই থেকে প্রতিবছর এই তারিখে প্রিয়জনরা আমার জন্মদিন পালন করে আসছে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এক বড় সমস্যা এসে হাজির হয়েছে—আমার মার্কিন জীবনের টাইমজোন!

সমস্যা হোল , ভারতে যখন ১৭ই সেপ্টেম্বর , আমেরিকায় তখনো ১৬ তারিখ চলছে। আবার আমেরিকায় যখন ক্যালেন্ডারে ১৭ তারিখ , তখন ভারতে দিব্যি ১৮ তারিখ!

মানে দাঁড়াল, আমার জন্মদিন যেন দু’টো দেশে আলাদা দিনে পড়ছে। এক দেশে ১৭ই, আরেক দেশে ১৭ই + ১ = ১৮ই!

জন্মদিন না “জন্ম-দুই-দিন”? জন্মদিন যেন পর পর দু’দিন ।

ভাবো তো – বয়সটা যেভাবে বেড়ে যাচ্ছে, তার উপর আবার এক জন্মদিন যদি দু’দিন ধরে আসে , তাহলে তো বয়সটা তাড়াতাড়ি বেড়ে যাবে । এই বয়সে এসে কি সমস্যায় পড়লাম ।

বুঝতে পারছি না – GMT ধ’রে উদযাপন করা উচিৎ , নাকি , UTC সময় ধরে কেক কাটা উচিৎ ।

তবে মন থেকে কোনটাই না করার ইচ্ছা আমার । কারণ এই বয়সে এসে শুধু মনে হয়— জন্মদিন না আসুক বা অনেকদিন বাদে বাদে আসুক !

তাই এবার ভাবছি – জন্মদিন টাইমজোনে নয়, মুড-জোনে হবে।

যেদিন মন চাইবে, সেদিনই হবে কেক কাটা, গান গাওয়া, মোমবাতিতে ফুঁ দেওয়া।

অন্তত এক জন্মদিনে পর পর দু’দিন বুড়িয়ে যাওয়ার ভয় থেকে বাঁচা যাবে!

38 thoughts on “জন্মদিনের টাইমজোনের সমস্যা – সুপ্রিয় রায়

  1. Lipika Roy

    যদিও USA র সময় অনুযায়ী তোমার জন্মদিন আগামীকাল পড়ছে কিন্তু আমাদের দেশের সময় অনুযায়ী আজকে তোমার জন্মদিন পড়েছে সেজন্য আজকেও তোমাকে শুভ জন্মদিন জানাচ্ছি কালকেও জানাবো। শুভ জন্মদিন তুমি ভালো থেকো সুস্থ থেকে এই কামনাই কাম্য। তুমি ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকবো।

    Like

  2. Satyabrata Gupta

    শুভ জন্মদিন দাদা। আপনি সবসময় চির নবীন থাকবেন কেননা আপনার মন কখনও আপনাকে বুড়ো হতে দেবেনা। সুস্থ থাকুন আনন্দে থাকুন আর সবাইকে নিয়ে হৈ হৈ করে জন্মদিন উপভোগ করুন।💐🎂🌹

    Like

  3. Ratnabali Chatterjee

    আজ এখানে ইংরেজি মতে ১৭ ই সেপ্টেম্বর।তাই ইংরেজি মতে আজ আপনাকে জন্মদিনের শুভকামনা জানালাম। আপনার আগামী দিনগুলো সুস্থতায় আর আনন্দে কাটুক এই কামনা করি।যদিও এখনো বাংলা মতে ১৬ই সেপ্টেম্বর শেষ হয় নি।

    আপনার টাইম জোনের তফাৎ এর জন্য সমস্যা হচ্ছে, কিন্তু আমার মা ,ঠাকুমার ও সমস্যা হ’ত ,কারণ আমার জন্মদিন বাংলা ক্যালেন্ডার মতে ২২ শে ফাল্গুন, ইংরেজি ক্যালেন্ডার মতে ৬ই মার্চ।এবার বেশিরভাগ বছরেই ৬ ই মার্চ ২২ শে ফাল্গুন পড়তো না।মা সমস্যায় পড়তেন বাংলা ক্যালেন্ডার মতে জন্মদিন পালন করবেন না ইংরেজি ক্যালেন্ডার মতে।শেষে সমাধান এই হল যে দুদিনই আমাদের দুই বোনের জন্মদিন পালন করা হবে। বাঙলা ক্যালেন্ডার মতে জন্মদিনে পায়েস খাওয়া হবে আর ইংরেজি ক্যালেন্ডার মতে জন্মদিনে কেক কাটা হবে।

    Like

  4. Sarmistha Ghosh

    এই সমস‍্যার একটাই সমাধান. যদি USA এ ১৭ তারিখ সকালে পালন করা হয় তাহলে দু দিক ই ঠিক বজায় থাকে কারন তখন ভারতে ১৭ বিকাল . যেহেতু আপনি USAতে তাই ১৭ বিকালে পালন করুন . বৌদিকে বলুন ঐ সময় পায়েস খায়াতে . আমরা তাই করি . কাছে থাকলে আমরা পালন করতাম

    Like

  5. Swapan Sarkar

    দাদা, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।

    আপনার সমস্যা নিয়ে লিখেছেন সেই প্রসঙ্গে বলি আপনি যে দেশে আছেন ওখানকার time zone অনুযায়ী চলা ঠিক। আমরা বলে থাকি “When you are in Rome be Roman”

    Like

  6. Papia Kargupta

    শুভ জন্মদিন লালদা প্রতি বছর এই দিনটা যেন ফিরে ফিরে আসে এই কামনা করি

    সুস্থ থাকিস আনন্দের সাথে কাটুক আজকের এই দিনটি❤❤❤❤

    Like

  7. Tumpa Dasgupta

    শুভ জন্মদিন দাদা… ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ ও নীরোগ থাকুন… উত্তরোত্তর বৃদ্ধি পাক আপনার কলমের গতি…. খুব খুব ভালো থাকুন….

    Like

  8. Aparajita Sengupta

    আমার মনে হয় তুমি দুদিন ই জন্মদিন কর ,একদিন দেশের মতে আর একদিন আমেরিকান মতে ।আমরা দুদিন ই শুভেচ্ছা জানাবো। এমন সুযোগ ই বা কজন পায়। ভালো থেকো, আনন্দে থেকো। 🧡❤

    Like

  9. Santwana Bhattacharyya

    শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা রইল 🌹🌹😊 সুস্থ ও ভালো থেকো।আর এভাবেই আনন্দ করে থেকো। দুদিন ই পালন করো তোমার শুভ জন্মদিন।🎂🎂🌹🌹

    Like

  10. Sudhir Bagchi

    দারুন দারুন। এই রকম সৌভাগ্য ক’জনের হয়, দুদিন ধরে জন্মদিন পালন করা। তবে ভাই পালন হোক আর নাই হোক বয়স দাঁড়িয়ে থাকবে না। কাজেই তোমার কথাই ঠিক, যে দিন ইচ্ছে হবে সেদিন কেক কাটলেই হবে। খুব ভাল থাকো ভাই সুস্থ থাকো আনন্দে থাকো সবাইকে নিয়ে। শত বর্ষ আয়ূ হোক এই কামনা করি ঈশ্বরের কাছে।

    Like

Leave a reply to supriyoroy Cancel reply