সেদিন সকালে ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালির আকাশ ছিল একেবারে ঝকঝকে । আমরা তিনজন— আমি, আমার স্ত্রী আর আমাদের ছোট ছেলে—Sunnyvale থেকে গাড়িতে রওনা হলাম। মনটা তখনো ভীষণ উচ্ছ্বসিত, কারণ আজকের দিনটা একেবারেই অন্যরকম হতে চলেছে। শহরের কোলাহল পেরিয়ে যখন আমরা সিলিকন ভ্যালির ব্যস্ত রাস্তা ছেড়ে সবুজ পাহাড়ি রাস্তা ধরলাম, মনে হচ্ছিল এই ভ্রমণ যেন শুধু ঘুরতে যাওয়া নয়, বরং প্রকৃতির সাথে এক নতুন করে পরিচয়।
প্রথম গন্তব্য ছিল সান্তা ক্রুজের বিখ্যাত Mystery Spot। গাড়ি যখন ঘন সবুজ বনানীর ভেতর দিয়ে ঢুকল, হঠাৎই যেন চারপাশে রহস্য নেমে এল। টিকেট কেটে ঢুকতেই এক অদ্ভুত কৌতূহল তৈরি হলো—এখানে নাকি মাধ্যাকর্ষণ অন্যভাবে কাজ করে!
গাইড আমাদের নিয়ে গেলেন সেই বিখ্যাত ঢালু বাড়ির ভেতর। ভেতরে ঢুকেই শরীর কেমন যেন টলমল করতে লাগল। মনে হচ্ছিল সোজা দাঁড়িয়ে আছি, অথচ সবাই হেসে বলছিল আমি কাত হয়ে আছি।
জল উপরের দিকে গড়িয়ে যাচ্ছে, মানুষ দেয়ালের কোণে দাঁড়িয়েও পড়ে যাচ্ছে না—এসব দেখে আমরা তিনজনই খুব অবাক হয়ে যাই । পরে এটা শুধু দৃষ্টিভ্রম জানলেও, বাস্তবে অভিজ্ঞতা ছিল একেবারে অবিশ্বাস্য ।
Mystery Spot ঘুরে আমরা সিদ্ধান্ত নিলাম, সমুদ্র না দেখে দিন শেষ করা যাবে না। তাই গাড়ি ঘুরিয়ে Mystery Spot-এর বিস্ময়ময় অভিজ্ঞতা শেষ করে আমরা গাড়ি চালিয়ে এগোলাম Monterey-এর দিকে। পাহাড়ি রাস্তা পেরোতে পেরোতে গাড়ির জানালা দিয়ে ভেসে আসছিল সমুদ্রের গর্জন। দূরে নীলাভ জলের ঢেউ পাহাড়ের গায়ে ধাক্কা মারছে, যেন পাহাড়কেও মনে করিয়ে দিচ্ছে— “আমি আছি, আমি অশেষ।”
Monterey পৌঁছে যখন আমরা সমুদ্রের ধারে দাঁড়ালাম, তখন সূর্যের আলোয় জলের রঙ ক্রমে বদলাচ্ছিল—কখনো সবুজাভ নীল, কখনো আবার গভীর নীলচে কালো। ঢেউগুলো এসে তটে আছড়ে পড়ছে, তার শব্দে মনে হচ্ছিল প্রকৃতির এক সিম্ফনি বেজে চলেছে। আমরা সমুদ্রের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য চুপ করে গেলাম—এই সৌন্দর্য কথায় প্রকাশ করা যায় না।
সন্ধ্যা নামতেই আমরা গাড়িতে ফিরলাম। সমুদ্রের হাওয়া তখনো চুলে খেলছিল, আর মনটা ভরে ছিল রহস্য, আনন্দ আর প্রকৃতির অসীম সৌন্দর্যে। Sunnyvale ফেরার পথে গাড়ির ভেতরেই আলোচনায় জমে গেল—
Mystery Spot-এর অদ্ভুত অভিজ্ঞতা? নাকি সমুদ্রের রঙের খেলা?
তিনজনের তিন রকম উত্তর হলেও, একটা বিষয়ে সবারই একমত—এ ভ্রমণ আমাদের জীবনের স্মৃতির ঝাঁপিতে এক উজ্জ্বল রঙ হয়ে রইল।
Udayan Kumar Mukherjee
Darun experience
LikeLike
Sudhir Bagchi
দারুন দারুন। কত সুন্দর অভিজ্ঞতা হলো তোমাদের, দারুন।
LikeLike
Prokash Bhowmick
Asaadharan abhiggata r apurba sundar barnana sathe sundar chhabi
LikeLike
Naru Mahato
খুব সুন্দর ভ্রমণ কাহিনী।
LikeLike
Aparna Mukherjee
Mystery Spot er experience darun laglo. Kintu amar mone tomar oi upomar vasha ta daag kete achhe, ” Somudrer Hawa Takhon O Chule Khelchhilo.”
LikeLike
Krishna Kumar Ganguly
Khub sundor
LikeLike
Dodul Naskar
খুব সুন্দর অভিজ্ঞতা স্যার হলো। বা যেখানে উল্টো লাগছিল সেই ছবিগুলো দেখতে পেলাম না
LikeLike
Mohan Lal Ghose
Very good presentation !You all have faced the optical illusion and gravitational anomalies in the gravity house of mystery spot.I knew it but thanks for very beautiful live presentation.
LikeLike
Mitali Samadder
অসাধারণ অভিজ্ঞতা । তোরা এইভাবে আনন্দ করে থাক ।
LikeLike
Partha Pratim Dasgupta
কি আর বলি ! কিছু বলার নেই। আসলে আমাদের ওপরের শরীরের মধ্যে যে আর একটা শরীর আছে যাকে বলে মন। আর এই মনের শরীরের মূল উপাদান হলো অনুভূতি। সেই অনুভূতির ক্ষমতাবলে তোমার অসাধারণ ভ্রমণ বৃত্তান্ত ছবি, ভিডিও সহযোগে বিছানায় শুয়ে শুয়ে কখন যে দেশ থেকে দেশান্তরে চ’লে যাই তোমার সঙ্গী হয়ে !!
তবে বুঝতে পারছি অনেক ছবি তোমার স্টকে আছে যেগুলো পরে দেখার অপেক্ষায় রইলাম।
LikeLike
Tapas Banerjee
অসাধারণ অভিজ্ঞতা। ছবি ও খুব সুন্দর।
LikeLike
Ratnabali Chatterjee
এক অসাধারণ অভিজ্ঞতার কথা জানলাম।মিস্ট্রি স্পট এর অভিজ্ঞতাটা কি অদ্ভুত! শুধু বিভ্রম সৃষ্টি করে এমন অদ্ভুতভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, সত্যি ভাবা যায় না।এ যেন পি .সি সরকারের ম্যাজিক।
সমুদ্রের রঙ রূপের সত্যি তুলনা পাওয়া ভার।এক এক দেশের এক এক সাগর মহাসাগরের এক এক রকম রং রূপ।আমার থাইল্যান্ড ও কেপটাউন ভ্রমণে সমুদ্রের নানা রং রূপ দেখার সুযোগ হয়েছিল।সুপ্রিয়দার সমুদ্র দেখার অভিজ্ঞতার অনবদ্য ভাষায় বর্ণনা আমায় সেই স্মৃতি মনে করিয়ে দিল। সঙ্গে র ছবিগুলিও অসাধারণ!বিশেষ করে সমুদ্রের ছবিগুলি।
LikeLike
Tapashi Banerjee
Darun experience. Khub sunder barnona. Satty jibon ekta journey.
LikeLike
Samarendra Nath Sarkar
Beautiful moments… great experience share
LikeLike
Sumita Chatterjee
খুব সুন্দর ভ্রমণ কাহিনী টা লাগলো পড়ে।
LikeLike
Tanima Goswami
Great experience.
LikeLike
Santwana Bhattacharyya
Darun darun experience. . really tomader kache akta opurbo valo laga. Sokoler sathe likhe je vabe share korecho. Khubee valo laglo.

LikeLike