ড্রাইভার বিহীন ট্যাক্সি – সুপ্রিয় রায়

গত ০৬/০৯/২০২৫ তারিখ আমরা সান ফ্রান্সিসকো এসেছি। সানফ্রানসিসকোর ভ্রমণ কাহিনী পরে লিখবো। তার আগে একটা দারুন অভিজ্ঞতা হলো এখানে , সেটা জানতে প্রথমে ইচ্ছা হলো । ছয় তারিখ রাতে আমরা ঠিক করলাম ভারতীয় খাবার খাবো , তাই সান ফ্রান্সিসকোর হোটেল থেকে বাইরে খেতে যাবো বলে ঠিক করলাম । আমাদের নিজের গাড়ি ছিল , কিন্তু ছেলে বলল— চল তোমাদের একটা নতুন অভিজ্ঞতা করাই।

ও মোবাইল থেকে একটা গাড়ি বুক করল। আমরা যখন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি একটা চকচকে গাড়ি এসে সামনে দাঁড়াল। ছেলে বলল— চল, উঠো।

গাড়ির দরজা খুলে উঠতেই দেখি ভেতরে কেউ নেই! আমি অবাক হয়ে ছেলেকে জিজ্ঞেস করলাম— ড্রাইভার কোথায় গেল?

ছেলে হেসে বলল— Seat belt বেঁধে বসো, ড্রাইভার আসবে।

আমরা সিটে বসে তাই করলাম। একটু পর স্ক্রিনে বড় হরফে ভেসে উঠল— Start Riding

ছেলে সিট থেকে বোতাম টিপতেই—গাড়ি দিব্যি চলতে শুরু করল। সিগনালে থামছে, বাঁক নিচ্ছে, একেবারে পাক্কা চালকের মতো! আমরা অবাক হয়ে চেয়ে রইলাম।

ঠিক জায়গায় এসে গাড়ি থেমে গেল। আমরা নেমে দরজা বন্ধ করলাম, আর গাড়ি আবার অন্য যাত্রীর খোঁজে এগিয়ে গেল।

আমি তাড়াতাড়ি ছেলেকে জিজ্ঞাসা করলাম— ভাড়া দিলি না?

সে হেসে উত্তর দিল— আগেই অ্যাপে কেটে নিয়েছে।

তখনই বুঝলাম—এই শহরে ড্রাইভার নেই, ভাড়া কিন্তু ঠিকই নেয়! ছেলের কাছে শুনলাম চায়না আর আমেরিকাতে এই রকম ট্যাক্সি চলে।

31 thoughts on “ড্রাইভার বিহীন ট্যাক্সি – সুপ্রিয় রায়

  1. Probodh Pal

    Driver বিহীন ট্যাক্সি কথা তো আমি শুনেছিলাম। আজ তুমি কনফার্ম করে দিলে। দারুন অভিজ্ঞতা। তুমি life টা কে খুব ভালোভাবে ইনজয় করছো।।👍👍

    Like

  2. Dodul Naskar

    This is called ADAS SYSTEM. আমাদের মারুতি সুজুকি ভিক্টরিস থেকে এটা আছে গাড়িটি এ মাসেই লঞ্চ করেছে। বাট এখনো আরেকটু ফিচাস আপডেট করলে তবে এটা আসবে

    Like

  3. Ratnabali Chatterjee

    চালকবিহীন গাড়ির সওয়ার হবার অভিজ্ঞতার ছবি দেখে সত্যি অবাক হতে হয়।এ যেন এক ভৌতিক গাড়ি চালাচ্ছে এক অদৃশ্য ভৌতিক চালক।বেশ মজার আর অভিনব ব্যপার।এমন চালকবিহীন গাড়ি ইউ এস এতে চলে ,তা শোনা ছিল,আজ আপনার সৌজন্যে তা দেখতেও পেলাম।অনেকানেক ধন্যবাদ সেইজন্য।

    Like

  4. Aparajita Sengupta

    বিজ্ঞান ও প্রযুক্তি র এত উন্নতি দেখে খুব ভালো লাগল। সবই তো মানুষের সৃষ্টি, এটা ভাবতেই ভীষণ ভালো লাগে। খুব ভালো অভিজ্ঞতা শেয়ার করলে আমাদের সাথে। পরবর্তী আকর্ষণের অপেক্ষায় রইলাম। খুব আনন্দে দিন কাটাও।🧡❤

    Like

  5. Partha Pratim Dasgupta

    ড্রাইভার বিহীন গাড়ির কথা শুনি কিন্তু আজ তোমার পাঠানো ভিডিও দেখে মন চলে গেল গাড়ির ভেতর যেন আমিও চলেছি তোমার সাথে।

    Like

Leave a comment