গত ০৬/০৯/২০২৫ তারিখ আমরা সান ফ্রান্সিসকো এসেছি। সানফ্রানসিসকোর ভ্রমণ কাহিনী পরে লিখবো। তার আগে একটা দারুন অভিজ্ঞতা হলো এখানে , সেটা জানতে প্রথমে ইচ্ছা হলো । ছয় তারিখ রাতে আমরা ঠিক করলাম ভারতীয় খাবার খাবো , তাই সান ফ্রান্সিসকোর হোটেল থেকে বাইরে খেতে যাবো বলে ঠিক করলাম । আমাদের নিজের গাড়ি ছিল , কিন্তু ছেলে বলল— চল তোমাদের একটা নতুন অভিজ্ঞতা করাই।
ও মোবাইল থেকে একটা গাড়ি বুক করল। আমরা যখন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি একটা চকচকে গাড়ি এসে সামনে দাঁড়াল। ছেলে বলল— চল, উঠো।
গাড়ির দরজা খুলে উঠতেই দেখি ভেতরে কেউ নেই! আমি অবাক হয়ে ছেলেকে জিজ্ঞেস করলাম— ড্রাইভার কোথায় গেল?
ছেলে হেসে বলল— Seat belt বেঁধে বসো, ড্রাইভার আসবে।
আমরা সিটে বসে তাই করলাম। একটু পর স্ক্রিনে বড় হরফে ভেসে উঠল— Start Riding
ছেলে সিট থেকে বোতাম টিপতেই—গাড়ি দিব্যি চলতে শুরু করল। সিগনালে থামছে, বাঁক নিচ্ছে, একেবারে পাক্কা চালকের মতো! আমরা অবাক হয়ে চেয়ে রইলাম।
ঠিক জায়গায় এসে গাড়ি থেমে গেল। আমরা নেমে দরজা বন্ধ করলাম, আর গাড়ি আবার অন্য যাত্রীর খোঁজে এগিয়ে গেল।
আমি তাড়াতাড়ি ছেলেকে জিজ্ঞাসা করলাম— ভাড়া দিলি না?
সে হেসে উত্তর দিল— আগেই অ্যাপে কেটে নিয়েছে।
তখনই বুঝলাম—এই শহরে ড্রাইভার নেই, ভাড়া কিন্তু ঠিকই নেয়! ছেলের কাছে শুনলাম চায়না আর আমেরিকাতে এই রকম ট্যাক্সি চলে।
Prokash Bhowmick
Asaadharan abhiggata Chhabi saha sundar barnana khub bhalo laglo
LikeLike
Tapasi Sengupta
Enjoy lots
LikeLike
Naru Mahato
Good morning
খুব সুন্দর অভিজ্ঞতা হলো।
LikeLike
Krishnasis Chatterjee
অবাক আমরা কিন্তু ওরা নয়. কতো কিছু অজানা
LikeLike
Sudhir Bagchi
অসাধারণ ভাই অসাধারণ। সত্যি কত কিছু যে তুমি আমাদের দেখালে অনেক ধন্যবাদ ভাই।
LikeLike
Ananya Saha Mandal
বাহ্।। দারুন ব্যাপার তো
LikeLike
Dipanwita Ganguly
Darun baper




LikeLike
Probodh Pal
Driver বিহীন ট্যাক্সি কথা তো আমি শুনেছিলাম। আজ তুমি কনফার্ম করে দিলে। দারুন অভিজ্ঞতা। তুমি life টা কে খুব ভালোভাবে ইনজয় করছো।।

LikeLike
Aparna Mukherjee
Darun experience.
LikeLike
Tanima Goswami
Ashadharan experience.
Darun bornona o photo.
LikeLike
Samarendra Nath Sarkar
Darun…. darun protibedon pore janlam sathik advancements ki….
LikeLike
Chaitalee Roy
Darun to
LikeLike
Goutam Choudhury
অপূর্ব অভিজ্ঞতা।
LikeLike
Dodul Naskar
This is called ADAS SYSTEM. আমাদের মারুতি সুজুকি ভিক্টরিস থেকে এটা আছে গাড়িটি এ মাসেই লঞ্চ করেছে। বাট এখনো আরেকটু ফিচাস আপডেট করলে তবে এটা আসবে
LikeLike
Balaka Samaddar
Great experience
LikeLike
Ratnabali Chatterjee
চালকবিহীন গাড়ির সওয়ার হবার অভিজ্ঞতার ছবি দেখে সত্যি অবাক হতে হয়।এ যেন এক ভৌতিক গাড়ি চালাচ্ছে এক অদৃশ্য ভৌতিক চালক।বেশ মজার আর অভিনব ব্যপার।এমন চালকবিহীন গাড়ি ইউ এস এতে চলে ,তা শোনা ছিল,আজ আপনার সৌজন্যে তা দেখতেও পেলাম।অনেকানেক ধন্যবাদ সেইজন্য।
LikeLike
Biman Kumar Chatterjee
Great experience!
LikeLike
Aparajita Sengupta
বিজ্ঞান ও প্রযুক্তি র এত উন্নতি দেখে খুব ভালো লাগল। সবই তো মানুষের সৃষ্টি, এটা ভাবতেই ভীষণ ভালো লাগে। খুব ভালো অভিজ্ঞতা শেয়ার করলে আমাদের সাথে। পরবর্তী আকর্ষণের অপেক্ষায় রইলাম। খুব আনন্দে দিন কাটাও।

LikeLike
Dalia Deb
Omg





LikeLike
Soma Dasgupta
কি অদ্ভুত ব্যাপার
LikeLike
Sanjoy Das
দাদা, দারুন ব্যাপার। এ এক নতুন অভিজ্ঞতা।
LikeLike
Souvik Dasgupta
এ এক নতুন অভিজ্ঞতা




। খুব ভালো লাগলো।
LikeLike
Sucheta Sen
Ki odbhut byper e ak darun obhigyata
LikeLike
Kanika Dasgupta
Khub sundor sab picture.
LikeLike
Asit Chakrabarti
আমরা এখন Albuquerque তে। গত সপ্তাহে Los Angeles o Las Vegas ঘুরে এলাম। ওখানেও চাল্আক বিহিন uber dekhlam.
LikeLike
Mohan Lal Ghose
You have achieved a very good experience of autonomous car. Very soon we will get the same in our kolkata metro rly.
LikeLike
Partha Pratim Dasgupta
ড্রাইভার বিহীন গাড়ির কথা শুনি কিন্তু আজ তোমার পাঠানো ভিডিও দেখে মন চলে গেল গাড়ির ভেতর যেন আমিও চলেছি তোমার সাথে।
LikeLike
Anindita Majumdar
Driver bihin gari darun obhiggota..
LikeLike
Anindita Majumdar
Dadar lekha pore onek kichu jante parchi,amader o onek obhiggota hochhe..
LikeLike
Krishna Kumar Ganguly
Darun bappar
LikeLike
Jayanta Chatterjee
আমরা তো এসব চিন্তাই করতে পারিনা
LikeLike