খালি বোতল ফেরত দিলেই টাকা! – সুপ্রিয় রায়

খালি বোতল ফেরত দিলেই টাকা! – সুপ্রিয় রায়

ফিনল্যান্ডে প্রথম কয়েকদিন আমি অবাক হয়ে দেখেছি, রাস্তায় কোথাও বোতল বা ক্যান পড়ে নেই। না, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়—এর পেছনে আছে এক চমৎকার পরিকল্পনা।
এখানে সুপারমার্কেট বা পাবলিক জায়গায় বিশেষ মেশিন বসানো আছে, দেখতে অনেকটা এটিএম মেশিনের মতো। মানুষ খালি প্লাস্টিক বোতল বা খালি ক্যান সেখানে ঢুকিয়ে দেয়, আর মেশিন সঙ্গে সঙ্গে হিসাব করে কত ফেরত পাওয়া যাবে সেটা জানিয়ে দেয় । সেই মূল্যটা চাইলে নগদ নেওয়া যায়, চাইলে বাজারের বিল থেকে কমানো যায়।

এর ফলে—

  • কেউ বোতল ফেলে দেয় না, কারণ এর অর্থমূল্য আছে
  • প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম প্রক্রিয়াজাত হয়ে নতুন পণ্য তৈরিতে ব্যবহৃত হয়
  • রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকে, পরিবেশ বাঁচে

এই উদ্যোগে ফিনল্যান্ডে প্রায় ৯০% এর বেশি বোতল-ক্যান পুনর্ব্যবহার হয়। শহরগুলো থাকে পরিচ্ছন্ন, ল্যান্ডফিল কম ভরে, এবং কার্বন ফুটপ্রিন্টও কমে।

আমাদের দেশেও কি এরকম সম্ভব হতে পারে না ? যদি আমাদের দেশেও এরকম মেশিন প্রতিটি বাজারে বা মল-এ লাগানো যায় , তাহলে

  • আমাদের দেশে কেউ খালি প্লাস্টিকের বোতল বা ক্যান এদিক-ওদিক ফেলবে না ।
  • প্লাস্টিক দূষণ কমবে
  • বর্জ্য ব্যবস্থাপনায় বিপ্লব ঘটবে

যদি পরিবেশ ও পরিচ্ছন্নতা সত্যিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে ফিনল্যান্ডের এই মডেল কি আমরা অনুসরণ করতে পারি না । শুধু সরকারের নীতি আর ব্যবসায়ীদের সহযোগিতাই দরকার। বোতলকে আবর্জনা নয়, সম্পদ হিসেবে দেখার অভ্যাস গড়ে তুলি — কারণ দেশটা  আমাদের সবার।

18 thoughts on “খালি বোতল ফেরত দিলেই টাকা! – সুপ্রিয় রায়

  1. Sudhir Bagchi

    দারুন দারুন। সত্যি ভাই তোমার বিদেশ ভ্রমন থেকে কত কিছু যে জানতে পারি , খুব ভাল লাগে।

    Like

  2. অনিল দে

    এটা ভারতবর্ষ এখানে পলিটিক্স ছাড়া অন্য কিছু চিন্তা করার সময় কোথায় সংসদে বা রাজভবনে? পাশের দেশ ভুটান কে দেখুন,কি পরিস্কার।

    Like

Leave a comment