ফিনল্যান্ডে প্রথম কয়েকদিন আমি অবাক হয়ে দেখেছি, রাস্তায় কোথাও বোতল বা ক্যান পড়ে নেই। না, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়—এর পেছনে আছে এক চমৎকার পরিকল্পনা।
এখানে সুপারমার্কেট বা পাবলিক জায়গায় বিশেষ মেশিন বসানো আছে, দেখতে অনেকটা এটিএম মেশিনের মতো। মানুষ খালি প্লাস্টিক বোতল বা খালি ক্যান সেখানে ঢুকিয়ে দেয়, আর মেশিন সঙ্গে সঙ্গে হিসাব করে কত ফেরত পাওয়া যাবে সেটা জানিয়ে দেয় । সেই মূল্যটা চাইলে নগদ নেওয়া যায়, চাইলে বাজারের বিল থেকে কমানো যায়।
এর ফলে—
- কেউ বোতল ফেলে দেয় না, কারণ এর অর্থমূল্য আছে
- প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম প্রক্রিয়াজাত হয়ে নতুন পণ্য তৈরিতে ব্যবহৃত হয়
- রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকে, পরিবেশ বাঁচে
এই উদ্যোগে ফিনল্যান্ডে প্রায় ৯০% এর বেশি বোতল-ক্যান পুনর্ব্যবহার হয়। শহরগুলো থাকে পরিচ্ছন্ন, ল্যান্ডফিল কম ভরে, এবং কার্বন ফুটপ্রিন্টও কমে।
আমাদের দেশেও কি এরকম সম্ভব হতে পারে না ? যদি আমাদের দেশেও এরকম মেশিন প্রতিটি বাজারে বা মল-এ লাগানো যায় , তাহলে
- আমাদের দেশে কেউ খালি প্লাস্টিকের বোতল বা ক্যান এদিক-ওদিক ফেলবে না ।
- প্লাস্টিক দূষণ কমবে
- বর্জ্য ব্যবস্থাপনায় বিপ্লব ঘটবে
যদি পরিবেশ ও পরিচ্ছন্নতা সত্যিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে ফিনল্যান্ডের এই মডেল কি আমরা অনুসরণ করতে পারি না । শুধু সরকারের নীতি আর ব্যবসায়ীদের সহযোগিতাই দরকার। বোতলকে আবর্জনা নয়, সম্পদ হিসেবে দেখার অভ্যাস গড়ে তুলি — কারণ দেশটা আমাদের সবার।
Saikat Sengupta
Bah darun system to
LikeLike
Aparajita Sengupta
দারুণ ভাবনা, এই নির্দেশ আমাদের দেশে চালু হলে সকল দেশবাসী উপকৃত হব।
LikeLike
Mohan Lal Ghose
A proverb in hindi ” Kura karkat mey dher sona”
Gold is in rubbish. We should apply it as in Finland to make our place clean.
LikeLike
Tapashi Banerjee
Ki sunder system. Mone hoy amra kano parina.
LikeLike
Sanjukta Mohanty
We can implement here easily I think।
LikeLike
Jp Bose
Most of the advanced foreign cities are neat and clean .penalty is imposed if any one is seen to throw waste material into public place
LikeLike
Udayan Kumar Mukherjee
Darun bybostha Berlin eo erom
LikeLike
Tapas Sarkar
Awesome
LikeLike
Saroj Chhetri
Koto taka pelen da? wish you happy tour
LikeLike
Anita Sengupta
দারুন
LikeLike
Reena Dasgupta
দারুন
LikeLike
Mita Sengupta
Khub bhalo system.
LikeLike
Sumita Chatterjee
Khub sundor likhechhen.
LikeLike
Aparna Mukherjee
Germanyr Barlin eo eirakam babostha.
LikeLike
Sudhir Bagchi
দারুন দারুন। সত্যি ভাই তোমার বিদেশ ভ্রমন থেকে কত কিছু যে জানতে পারি , খুব ভাল লাগে।
LikeLike
অনিল দে
এটা ভারতবর্ষ এখানে পলিটিক্স ছাড়া অন্য কিছু চিন্তা করার সময় কোথায় সংসদে বা রাজভবনে? পাশের দেশ ভুটান কে দেখুন,কি পরিস্কার।
LikeLike
Ananda Ghosh
Khub valo hobe dada
LikeLike
Mita Sengupta
Are bah!!
Khub bhalo
LikeLike