যেখানে বরফের কবিতা গলছে উষ্ণ বাস্তবতায় – সুপ্রিয় রায়

একদিন ছিল —
যখন ফিনল্যান্ড মানেই ছিল এক বিশাল শুভ্র চাদরে মোড়া দেশ,
যেখানে আকাশ থেকে টুপটাপ নেমে আসত তুষার,
সেই তুষারে ছুটে চলত স্লেজ কুকুরের গাড়ি,
আর মানুষ আশ্রয় নিত ইগলু নামের বরফের ঘরে।
সেই জমাট বরফ, যুগের পর যুগ জমে তৈরি করেছিল
বিশাল গর্ত —
যেগুলো আজ রূপ নিয়েছে নীলাভ লেকে,
আর সে কারণেই ফিনল্যান্ডের আরেক নাম হয়েছে লেকল্যান্ড” — লেকের দেশ।

দেশজুড়ে ছড়িয়ে আছে ১,৮৮,০০০-এরও বেশি লেক,
আর ৭৩% এলাকা জুড়ে রয়েছে ঘন বন।
এ এক বিস্ময়কর ভারসাম্য —
জল আর বৃক্ষ মিলিয়ে প্রকৃতির এক সুনিপুণ রচনার দেশ।

তবু আজ সেই সুরে ব্যাঘাত।
জুলাই মাসে ফিনল্যান্ডের পশ্চিমাঞ্চলে
তাপমাত্রা ছুঁয়ে ফেলছে ৩০ ডিগ্রি সেলসিয়াস!
এই তো সেদিনও যেখানে গ্রীষ্ম মানেই ১৫-২০ ডিগ্রি,
সেখানে আজ সূর্য যেন জ্বলে উঠেছে আরও তীব্র, আরও দীর্ঘ সময় ধরে।
বরফ গলে যাচ্ছে আগেভাগেই,
লেকের জল গরম হয়ে উঠছে অস্বাভাবিকভাবে।

বিশ্ব উষ্ণায়নের বাস্তব চিত্র যেন ফুটে উঠেছে এই নিঃশব্দ উত্তর দেশে।
বনভূমি আর লেক — যারা এতদিন ধরে তাপ শোষণ করে
পৃথিবীর শীতলতা ধরে রেখেছিল,
তাদেরই ক্ষমতা আজ হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে।


এ শুধু ফিনল্যান্ড নয়,
এ আমাদের পৃথিবীরই প্রতিচ্ছবি।
বরফের দেশেও যখন ৩০ ডিগ্রির দহন,
তখন বোঝা যায়,
গ্লোবাল ওয়ারমিং কোনো ভবিষ্যৎ ভাবনা নয় —
এ তো চলমান এক উত্তপ্ত বাস্তবতা।

এটা শুধু “পৃথিবী একটু গরম হচ্ছে” — এতটা সরল নয়।
এটা একটা জটিল, গভীর সংকট —
যার ইঙ্গিত আমরা পাচ্ছি ঠিক এইসব নীরব দেশেই।

18 thoughts on “যেখানে বরফের কবিতা গলছে উষ্ণ বাস্তবতায় – সুপ্রিয় রায়

  1. Lipika Roy

    স্লেজ গাড়ির ভিডিওটা প্রায় দশ বছর আগে আমি করেছিলাম। এখনো দেখলে খুব ভালো লাগে, মন টা খুশীতে ভরে যায়।

    Like

  2. Lipika Roy

    ল্যাপল্যান্ডে সান্তাক্লসের ভিলেজে সান্তাক্লসের সাথে আমরা ছবি তুলেছিলাম। সে এক দারুন অভিজ্ঞতা।

    Like

  3. Ratnabali Chatterjee

    সত্যিই,স্লেজের ছবিটা খুব interesting.খুব ভাল লাগল।

    আমরা দুধের স্বাদ ঘোলে মিটিয়েছিলাম কাশ্মীরের শোন মার্গে ,যেখানে একজন ছোট ছেলে স্লেজের মতো একটা গাড়িতে বসিয়ে সেটা নিজেই বরফের ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল।

    খুব বাস্তব একটা সমস্যা নিয়ে লেখা।এই সমস্যাটা ঠান্ডার দেশে আরো বেশি করে অনুভব করা যায় আবহাওয়ার এত পরিবর্তনের পরিপ্রেক্ষিতে।এত নিত্যনতুন বিষয় নিয়ে লেখা ভারি উপভোগ্য।

    Like

  4. Partha Pratim Dasgupta

    বরফ গলছে মানে অবস্থার পরিবর্তন হচ্ছে। তবে পরিবর্তনের দুটোদিক যেমন অতীতে কি ছিল আর বর্তমানে কি হোল সেটা তুমি যে কাব্যিক রূপে তুলে ধরলে সেটা অসাধারণ ।

    Like

  5. গীতশ্রী সিনহা

    ছবিগুলো দূর থেকে দেখে কাছে চলে এলাম গো দাদা ! যেন মনে হচ্ছে আমাদের উপস্থিতি জানিয়ে চলেছে ! অসাধারণ সব ছবি মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো।

    এবার দাদা, তোমার লেখার কথায় আসি একটু !

    লেখাটা কিন্তু ছবির পরিপূরক হয়ে উঠেছে একান্তভাবে । কলম ও ছবি নিজের নিজের জায়গা দখল করে আছে নিজেদের অস্তিত্ব বজায় রেখে।

    স্যালুট গো দাদা !

    বেবি তুই আমাদের সকলের ভালোবাসা নিস রে। আমাদের বৌমা আর ছেলের জন্য অফুরন্ত ভালোবাসা আশীর্বাদ রইল।

    ❤️💙❤️💙❤️💙❤️💙 ( ছেলে বউমার জন্য লাভ সিম্বল গুলো )!

    Like

Leave a reply to supriyoroy Cancel reply