পশ্চিমবঙ্গে প্রবীণদের জন্য পয়সার বিনিময়ে সহায়ক পরিষেবা- সুপ্রিয় রায়

আজকের ব্যস্ত জীবনে পরিবারের সকলেই নিজের কাজ, সময় ও দৌড়ঝাঁপে ডুবে থাকেন। এর মাঝে বাড়ির প্রবীণ সদস্যদের শারীরিক ও মানসিক যত্ন নেওয়া কঠিন হয়ে পড়ে। অনেকেই একাকীত্ব, অসুস্থতা বা নিরাপত্তাহীনতায় ভোগেন। বিদেশে যেমন “elder care” বা “paid senior support services” আছে, পশ্চিমবঙ্গেও এখন তেমন বেশ কিছু সংস্থা গড়ে উঠেছে, যারা প্রবীণদের পাশে দাঁড়াতে চায়—পয়সার বিনিময়ে হলেও আন্তরিকতার সঙ্গে।

এই লেখায় আমি চেষ্টা করছি জানাতে পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য সংগঠন ও তাদের পরিষেবা সম্পর্কে, যাতে প্রয়োজন হলে আপনার বা আপনার পরিবারের প্রবীণ সদস্যরা উপকৃত হতে পারেন।

কেন প্রয়োজন এমন পরিষেবার?

  • পরিবারের অন্য সদস্যদের সময় ও উপস্থিতির অভাব
  • বার্ধক্যজনিত অসুস্থতা বা চলাফেরায় অসুবিধা
  • একাকীত্ব বা মানসিক অবসাদ
  • চিকিৎসা ও জরুরি সহায়তার প্রয়োজন
  • নিজের জীবনযাত্রায় স্বনির্ভরতা বজায় রাখার ইচ্ছে

পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য সংস্থা

১. Dignity Foundation

অবস্থান: কলকাতা সহ বিভিন্ন শহর
যোগাযোগ: www.dignityfoundation.com | হেল্পলাইন: 1800 267 8780

২. HelpAge India (Eastern Regional Office)

অবস্থান: কলকাতা
যোগাযোগ: www.helpageindia.org | ফোন: +91-33-2284 4536

৩. Tribeca Care

অবস্থান: কলকাতা, হাওড়া, নিউ টাউন ইত্যাদি
যোগাযোগ: www.tribecacare.com | হেল্পলাইন: +91-33-4020-9650

৪. Anvayaa Kin-Care

অবস্থান: কলকাতাসহ বড় বড় শহরে অনলাইন পরিষেবা
যোগাযোগ: www.anvayaa.com | হেল্পলাইন: +91-7288-812-812

এই পরিষেবাগুলির ধরন  – চিকিৎসা সহায়তা , দৈনন্দিন সহায়তা , ইমার্জেন্সি সাপোর্ট, সামাজিক সম্পৃক্ততা  এবং মানসিক সাপোর্ট ।

বয়স বাড়ার অর্থ জীবনের গতি থেমে যাওয়া নয়। যদি আমরা সময়ের অভাবে পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গ দিতে না পারি, তবে এইরকম সৎ ও বিশ্বস্ত পেশাদার পরিষেবার সাহায্য নিয়ে তাদের জীবনে স্বস্তি ও সাহচর্য ফিরিয়ে দিতে পারি। সচেতনতা ও সদিচ্ছা থাকলেই প্রবীণদের জীবন আরও নিরাপদ ও সম্মানজনক হতে পারে।

12 thoughts on “পশ্চিমবঙ্গে প্রবীণদের জন্য পয়সার বিনিময়ে সহায়ক পরিষেবা- সুপ্রিয় রায়

  1. Niharranjan Basu

    সমাজ সুরক্ষা ব্যবস্থার শক্ত ভীত গড়ে তোলার স্বার্থে এর চেয়ে ভালো কাজ আর কী হতে পারে! সুপ্রিয় – তোর এই মহতি উদ্যোগ স্বার্থক হোক।

    Like

Leave a comment