আমাদের সবার জীবনে চলার পথে অনেকের সাথে পরিচয় ঘটে , তারমধ্যে অনেকে হারিয়ে যায় আবার অনেকে চিরকাল মনের গভীরে থেকে যায় । যাদের ভালবাসা আমরা অনুভব করেছি বা করছি — তারা আমাদের হৃদয়ে জায়গা করে নেয় কোমলভাবে । আর যাদের হিংসা বা বৈরীভাব আমরা উপলব্ধি করেছি বা করছি — তারা থাকে মনের অন্য কোণে , একধরনের প্রতিচ্ছবি হয়ে।এই দুই ধরনের মানুষই আমাদের আবেগের স্মৃতি হয়ে থেকে যায়। একজন হাসি এনে দেয়, আর একজন ব্যথা কিন্তু এই ভালোবাসা আর বিরোধ দুটোই আমদের জীবন গড়ে তোলার ব্যপারে প্রয়োজনীয় শিক্ষা দেয় । আজ আমরা আমাদের সব প্রিয় মানুষের উদ্দেশে এই কবিতাটা নিবেদন করছি ।
হারিয়ে গিয়েও চিরকাল থেকে যায়
জীবনের পথে আমরা হেঁটে চলি—একাকী নয়, বহু মানুষের ছায়া নিয়ে।
কারও সঙ্গে হাত ধরি কিছুদূর, কারও সঙ্গে চোখে চোখ রেখে কথা বলি কিছুক্ষণ।
আবার কেউ আসে, নীরবে পাশে দাঁড়ায়, তারপর একদিন হারিয়ে যায়—ঠিক যেন ঝরাপাতার মতো।
আমরা সবাই খুঁজি আপন মানুষের ছায়া।
কিন্তু সময়ের সাথে সাথে কিছু মুখ ঝাপসা হয়ে যায়, কিছু নাম ভুলে যাই।
তবু কিছু মানুষ থাকে—মনে, হৃদয়ে, অনুভবে।
তারা থাকুক বা না থাকুক বাস্তবে, তাদের স্মৃতি আমাদের ভেতরে বেঁচে থাকে নিঃশব্দে।
সব সম্পর্ক নাম পায় না।
সব কথা চিহ্ন রাখে না।
তবু কিছু মানুষ, কিছু মুহূর্ত—মনের গহীনে আঁকা হয়ে থাকে,
যাদেরকে হারিয়েও পুরোপুরি হারানো যায় না।
যে মানুষটা একদিন বলেছিল, “ভালো থেকো”—সে হয়তো আর খোঁজ নেয় না।
তবু তার বলা ছোট্ট কথাটাই অনেক রাতের একাকীত্ব ভেঙে দেয়।
এটাই তো সম্পর্কের মায়া—সব সময় চোখে দেখা যায় না, কিন্তু মনে ঠিক বসে থাকে।
জীবন থেকে অনেকে হারিয়ে যায়,
কিন্তু সবাই হারিয়ে যায় না।
কেউ কেউ রয়ে যায় চিরকাল…
হৃদয়ের নির্জন উঠোনে, এক টুকরো নরম আলো হয়ে।
তাইতো
কিছু মানুষ হারিয়ে গিয়েও…
চিরকাল থেকে যায়।।
Sumita Chatterjee
খুব ভালো লাগলো পড়ে।
LikeLike
Rinki Sen
Khub sundor laglo — lekha r chobi dutoi opurbo
LikeLike
Subrata Roy
ওহ দারুন লাগলো।হৃদয় ছুঁয়ে যাওয়া।
LikeLike
Ratnabali Chatterjee
লেখাটা বিশেষতঃ কবিতাটা মনকে খুব খুব ছুঁয়ে গেল।এত সুন্দর তোদের আত্মোপলব্ধি যে আমারো স্মৃতিতে কত যে পুরোনো কথা হুড়োহুড়ি করে জায়গা করে নিল তা বলার নয়। কবিতাটা এত সুন্দর ভাবে মনের অনুভূতিকে প্রকাশ করেছে যে বাঁধিয়ে রাখার মতো
LikeLike
Apurba Neogi
Superb post by expressing the feelings of beautiful mind wonderfully.
LikeLike
Mita Sengupta
Very nice
LikeLike
Niranjan Bhattacharya
খুব সুন্দর লিখেছেন আমাদের সবার জীবনের প্রতিচ্ছবি। ভালো থাকবেন সুস্থ থাকবেন
LikeLike
Kanika Dasgupta
Khub sundor upner lekha .Sathe apurba kobita o beautiful picture
LikeLike
Debabrata Bhattacharyya
দারুন লেখাটা
LikeLike
Papia Kargupta
Lekha ta R chhobi dutoi eke onner poripurok
LikeLike
Mohan Lal Ghose
Wonderful!
LikeLike
Jp Bose
The poem is beautiful and readable.it conveys message.
LikeLike
Probodh Pal
সত্যি তোমার লেখা পড়ে খুবই ভালো লাগে। তুমি সব সময় বাস্তব নিয়ে লেখো। তুমি সব সময় হৃদয়ের মধ্যেই থাকবে। তোমরা দুজনেই ভালো থেকো সুস্থ থেকো।
LikeLike
Mitali Samadder
খুব ভালো লাগলো । আমি থাকবো তো তোর মনে?
LikeLike
Lipika Roy
আজকে আমাদের পোস্ট টা পার্টিকুলার কোনো বিষয় বস্তুর ওপর নয়,এটা সম্পূর্ণ হৃদয়ের কথা,প্রাণের ভাষায় আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। আমরা মনে করি এই লেখা শুধু আমাদের সকল আবেগপূর্ণ মানুষের জন্য একটা সংবেদনশীল বার্তা।
ছবিটা শুধু আমাদের পরিচিতির জন্য।।
LikeLike
গীতশ্রী সিনহা
এই লেখার কলম তোমার দাদা, তবে তুমি আমাদের অনেকের কথা একাই বলে দিলে বাস্তবের মোড়কে জড়ানো আয়না ফেলে !
একেই জীবন পথ বলে —- জীবন এইভাবেই কখনও কারও সাথে সখ্যতা আবার কারও সাথে সখ্যতার আড়ালে ছায়া ফেলে — হয়তো দেখা হয় না, কথা হয় না অথচ মনের মণিকোঠায় উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলে থাকে সম্পর্কের উপস্থিতি ! বড় ভালো পর্যবেক্ষণ গো দাদা ! আর প্রসঙ্গের কথায় গেলে অনিবার্য বাস্তব প্রসঙ্গ অবতারণা করলে ।
শ্রদ্ধা জানাই দাদা !
ছবি এখানে নিজেদের চিহ্নিত করছে ! ছবির উপস্থিতি অনিবার্য।
LikeLike
Abhijit Samadder
খুব সুন্দর একটা মনের কথা। অসাধারণ চিরকালীন কবিতা। খুব ভালো লাগল।
LikeLike
Gautam Chaki
খুব ভালো লাগলো এবং খুব সুন্দর লিখেছিস।
LikeLike
Kanti S
Tomra khub bhalo theko anonde theko Sundar lekha sange photo
LikeLike
Prokash Bhowmick
Apurba sundar drishyapate sundar jugal chhabi Sathe gabhir anubhuti o bhabpurna asaadharan lekha
LikeLike
অনিল দে
একদম খাঁটি। Very nice article.
LikeLike
Tanima Goswami
Apurbooo lekhacho tilokda.Darun darun.
LikeLike
Udayan Kumar Mukherjee
একদম বাস্তব। খুব সুন্দর লিখেছো
LikeLike
Tapashi Banerjee
যে মানুষ টা একদিন বলেছিল ভালো থেকো সে হয়তো আর খোজ নেয় না। তবু তার ছোট্ট কথা টাই অনেক রাতের একাকিত্ব ভেঙে দেয়। এই কথাগুলো মনে র গভীরে থেকে গেল।
LikeLike
Madhuri Guha Neogi
দারুন লেখা!! অনেক ভাল থাকো
LikeLike
Aparna Mukherjee
Ki shundar kobita. Moner chinta vabna ke tumi ato shundar roop dite paro tomar lekhoni diye je ami tomar lekhar akjon baro vakto. Lekha thamiyo na. Amra pore dhonyo hoi. Tomar chinta vabna gulo unique. Hats off.
LikeLike
Sudhir Bagchi
বাহ্ ভাই বাহ্ খুব সুন্দর খুব ভাল লাগল। সত্যি তাই জীবনে চলার পথে কত লোকের সঙ্গে পরিচয় হয় সবাই মনে একভাবে দাগ ফেলে না। কিন্তু জীবন সবাইকে নিয়েই নানা অভিজ্ঞতা অর্জন করে এগিয়ে চলে। খুব ভাল থাকো ভাই চির নবীন জুটি। ঈশ্বর সর্বদা কৃপা দৃষ্টি রাখুন আনন্দে রাখুন তোমাদের এই প্রার্থনা করি।
LikeLike
Naru Mahato
সুপ্রভাত।
খুব ভাল লাগল কবিতাটি।
ভালবাসা ভালোলাগা সুন্দর করে ফুটে উঠেছে।
LikeLike
Bani Paul
বেশ, মন ছুয়ে গেল, প্রত্যেকের মনেই বোধহয় এই রকম হয় কিন্তু প্রকাশ করতে পারে না, তুমি খুব সুন্দর ভাবে প্রকাশ করেছে, খুবই ভালো লাগলো।
LikeLike
Tapashi Banerjee
অপূর্ব লিখেছ। এক কথায় অনবদ্য।
LikeLike
Tapas Banerjee
অপূর্ব লেখা
LikeLike
Biman Kumar Chatterjee
অপূর্ব চলন তোমার এই লেখাটি। আরে, আমি কি তোমার “চিরকাল” এর লিষ্টে আছি?? তুমি কিন্তু আমার কাছে সেই ই আছো। আমার মনে পড়ে ৩০/০৯/১৯৯৩ এর দার্জিলিং মেলের এসি কামরা বা বেহালা র সেই গোয়ানীজ ছেলেটি র ( নাম মনে পড়ছে না) ফ্ল্যাট এ বিরাট লাঞ্চ এর ব্যাবস্থা।
LikeLike