মানুষের ভালোবাসা নিয়ে হাজারো কথা বলা যায়। কেউ বলে সে তার পরিবারকে সবচেয়ে ভালোবাসে, কেউ বলে প্রিয় মানুষটিকে, কেউবা আবার ধর্ম, দেশ, বা স্বপ্নকে। কিন্তু একটু গভীরে তাকালে আমরা বুঝি—মানুষ আসলে সবচেয়ে বেশি নিজেকেই ভালোবাসে।
হ্যাঁ, এটা নিঃস্বার্থ নয়। বরং, বলা যায় সার্থকভাবে সত্য।
এই ভালোবাসা লুকিয়ে থাকে আমাদের পছন্দের মধ্যে। আমি যে গানটা শুনে শান্তি পাই, যে বইটা বারবার পড়ি, যে খাবারে তৃপ্তি মেলে—সেগুলো আসলে আমার নিজেরই প্রতিবিম্ব। আমার ভালো লাগার জগৎটা আমি নিজেই তো বানিয়ে নিই!
আবার আমরা ভালোবাসি নিজের বিচারবুদ্ধিকে।
আমার যেটা ঠিক মনে হয়, সেটাকেই সবচেয়ে সঠিক বলে মনে করি। যদিও অন্যের চোখে সেটা ভুলও হতে পারে। তবুও নিজের যুক্তিকে আমরা আঁকড়ে ধরি, কারণ সেটাই আমাদের চিন্তার শিকড়।
তেমনই আমরা ভালোবাসি নিজের বানানো সম্পর্কগুলোকে।
বন্ধু, সঙ্গী, সংগ্রামের সাথী , এমনকি ভার্চুয়াল কোনো পাঠক বা শ্রোতা—যাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে ধীরে ধীরে, যত্নে-ভালোবাসায়, তাদের আমরা হৃদয়ের গভীরতম জায়গা থেকে ভালোবাসি। কারণ, ওই সম্পর্কগুলোতে নিজের একটা অংশ ঢেলে দিয়েছি আমরা।
এই ‘নিজেকে ভালোবাসা’ আত্মকেন্দ্রিক নয়, বরং সচেতন, সংবেদনশীল আর সম্মানপূর্ণ, তবে এটাই হতে পারে সব ভালোবাসার শুদ্ধতম রূপ।
কারণ, যে নিজেকে বোঝে, সে-ই অন্যকে ভালোবাসতে শেখে।
যে নিজেকে সম্মান করে, সে-ই অন্যকে সম্মান দিতে পারে।
তাই বলতেই হয়—
মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে,
নিজের পছন্দকে, নিজের বিচারকে,
আর নিজের গড়া সম্পর্ককে।
এটাই মানুষের হৃদয়ের সবচেয়ে কাছের জায়গা।
Aparajita Sengupta
খুব সুন্দর হয়েছে শ্রুতি নাটক টা। সত্যি তো আমরা যদি নিজেকে ভালোবাসতে পারি তবেই আমার চারপাশের সকলকে ভালো রাখবো।তোমার গলার modulation সুন্দর হয়েছে। সেতারের সুর মূর্ছনা দারুণ লাগল।



LikeLike
Sumita Chatterjee
Khub sundor uposthapona.
LikeLike
Madhuparna Chaudhuri
Bah darun hoyeche voice and editing
LikeLike
Ashis Dutta
নিজের থেকে আর কাউকে বেশি ভালো বোধ হয় মানুষ বাসতে পারে না। আর উপলব্ধি তখন ঘটে যখন সে সামনে থেকে বিদায় মুহূর্ত দেখতে পায়।
LikeLike
Bijaya Chatterjee
Khub valo
LikeLike
Dipanwita Ganguly
দারুন দারুন দাদা আপনার জবাব নেই

LikeLike
Mohan Lal Ghose
Excellent ! Self love is the foundation of healthy and good relationship.
LikeLike
Ratnabali Chatterjee
খুব সত্যি কথার বেশ নাটকীয় উপস্থাপনা।বেশ লাগল।আপনি প্রত্যেক সময় নতুন ও বিচিত্র বিষয় নিয়ে কাজ করেন সেটা আমায় খুব আকৃষ্ট করে। আপনাদের বাড়িতে যখন আমায়
এই প্রশ্নটা করেছিলেন, আমারও উত্তর ছিল মানুষ নিজেকে সব চেয়ে বেশি ভালবাসে।আর ভালবাসে নিজের অহঙবোধকে।তবে পৃথিবীর কোটিকে
গুটিক মানুষ বোধকরি নিজের এই
স্বপ্রেমের ঊর্ধ্বে উঠে দেশকে, মানুষকে বা ঈশ্বরকে ভালবাসতে পারেন।
LikeLike
Lipika Roy
উরিবাবা এতদিন জানতাম আমাকেই বেশী ভালোবাসে এখন দেখছি নিজেকেই বেশী ভালোবাসে


LikeLike
Gautam Chaki
খুব ভালো লাগলো তিলক এরকম একটা বিষয়বস্তুর উপর শ্রুতি নাটক সত্যিই চিন্তা করা যায় না ,ব্যাকগ্রাউন্ড সংগীত খুবই ভালো।
LikeLike
Tapas Banerjee
খুব ভালো লাগলো। এটাই সত্যি।
LikeLike
Dalia Deb
Amar amike valobasa!!!!!!!babare….ki kothin….tui paris….tobe duto voice er differentiate korar je effect diechis……tar sathe starting music & solo monarchy…..eta ashadharon chintar bohiprokash…………sob miliye valo laglo













LikeLike
Chaitalee Roy
Sotti kotha Lalda
LikeLike
Bani Paul
এটাই সত্যি।…… অপূর্ব পরিবেশনা

LikeLike
Mamata Sengupta
এটা তো সত্যি কথা, মানুষ নিজেকেই বেশী ভালবাসে। খুব ভাল লাগল সব মিলিয়ে।
LikeLike
Tapashi Banerjee
কি সুন্দর উপস্থাপনা ও পরিবেশনা। খুব ভালো লাগলো
LikeLike
Mitali Samadder
কোন দিন ভাবিনি এটা নিয়ে , এখন মনে হচ্ছে এটাই সত্যি।
LikeLike
Sudhir Bagchi
দারুন দারুন। খুব ভাল হয়েছে সুপ্রিয়। ঠিক, আমরা আসলে নিজেকেই সবচেয়ে বেশী ভালোবাসি।
LikeLike
Soma Dasgupta
ভীষণ ভালো লাগলো। কাকে ভালোবাসি সেটাও এতোদিন অজানা ছিলো।
LikeLike
Subhas Modak
ভালো হয়েছে।
LikeLike
Saikat Sengupta
Sotti ata to vebe dekhini age
LikeLike