গতকাল বিকালে আমাদের সিয়াটেলের বাড়ির কাছেই এখানকার আইফেল টাওয়ার যার পোশাকি নাম স্পেস নিডেল ( SPACE NEEDLE) দেখতে চলে গেছিলাম । স্পেস নিডেল হোল ৬০৭.৮৮ ফুট উঁচু মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটেলের একটি পর্যবেক্ষণ টাওয়ার। এটি 1962 সালের বিশ্ব মেলার জন্য সিয়াটেল সেন্টারে নির্মিত হয়েছিল ।টিকিট কেটে লিফটে করে মুহূর্তের মধ্যে উঠে গেলাম ওপরে । লিফট থেকে নামতেই উপর থেকে সারা সিয়াটেল শহরটা চোখের সামনে ভেসে উঠলো ।যেহেতু এই স্পেস নিডেলটি গোলাকার তাই উপর থেকে সিয়াটেল শহরের একটা আসাধারন সুন্দর ৩৬০ ডিগ্রি ভিউ পাচ্ছিলাম ।একদিকে যেমন দেখতে পাচ্ছিলাম সিয়াটেলের downtown এর উঁচু উঁচু সব বাড়ি ,আরেকদিকে প্রশান্তমহাসাগরের নীল জলরাশি । মাঝে ওয়াশিংটন লেক ও সাউথ ইউনিয়ন লেক । অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য । যেহেতু স্পেস নিডেলের ওপরের অংশটা পরিষ্কার কাঁচ দিয়ে ঘেরা , তাই ছবি তুলতে বা প্রাকৃতিক দৃশ্য দেখতে কোন অসুবিধাই হচ্ছিল না । Top floor থেকে তার ঠিক নিচের floor এ সিঁড়ি দিয়ে নামতেই আমাদের জন্য আরও চমক অপেক্ষা করছিল । দেখি floorটা আস্তে আস্তে ঘুরছে আর মেঝের মাঝামাঝি অংশটা কাচের তৈরি । অত উঁচু থেকে নিচের সব পরিষ্কার দেখা যাচ্ছিল ।অনেককেই দেখছিলাম ভয়ে কিছুতেই মাঝের অংশে পা রাখছিল না । ধীরে ধীরে অন্ধকার নামলো আর এক এক করে চারিদিকে আলো জ্বলে উঠতে লাগলো । ঐ মুহূর্তকে ধরে রাখার জন্য চারিদিক থেকে একসঙ্গে অনেক ক্যামেরা ঝলসিয়ে উঠলো । এই দৃশ্যকে আরও মনোরম করার জন্য প্রকৃতিও পিছিয়ে রইলো না । আকাশ জুড়ে এক গোলাকার বিশাল চাঁদ just like as Super Moon উপহার দিল । খালি চোখে এই দৃশ্য ভোলার নয় ।
Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos