আমাদের চোখে ওয়াশিংটন রাজ্যের অলিম্পিক ন্যাশনাল পার্ক ( Olympic National Park )

যদি কেউ একটি জাতীয় উদ্যানের বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ দেখতে চায় , সমুদ্রের ধারে থাকতে চায়  বা রেইনফরেস্ট ঘুরে বেড়াতে চায় , তাহলে অবশ্যই সেটা হতে পারে অলিম্পিক ন্যাশনাল পার্ক । তাই আমরা তিনজন আমি , বেবি ও আমার ছোট ছেলে অর্ঘ সকাল সকাল গাড়ী   নিয়ে বেড়িয়ে পড়লাম সিয়াটেল থেকে ১৩৮ মাইল দূরে অলিম্পিক ন্যাশনাল পার্ক চাক্ষুষ করতে ।গাড়ীতে সময় লাগলো তিন ঘণ্টা ।  1938 সালে প্রতিষ্ঠিত ওয়াশিংটন রাজ্যে অবস্থিত অলিম্পিক ন্যাশনাল পার্ক প্রকৃতিপ্রেমী বা এডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে  একটি অসাধারণ গন্তব্য । এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং একটি আন্তর্জাতিক বায়োস্ফিয়ার রিজার্ভ উভয় দ্বারা মনোনীত। প্রশান্ত মহাসাগর এবং ক্যাসকেড পর্বতমালার মধ্যে অবস্থিত অলিম্পিক ন্যাশনাল পার্ক প্রায় এক মিলিয়ন একর জায়গা জুড়ে বিস্তৃত । পর্যটকদের উপভোগ করার জন্য রয়েছে প্রচুর  বহিরঙ্গন কার্যকলাপ যেমন হাইকিং, ক্যাম্পিং, মাছ ধরা, পাখি দেখা এবং বন্যপ্রাণী দেখা । এটি চারটি স্বতন্ত্র অঞ্চলকে বেষ্টন করে আছে যেমন  রুক্ষ প্রশান্ত মহাসাগরীয় উপকূলরেখা, নাতিশীতোষ্ণ রেইনফরেস্ট, হিমবাহ-ঢাকা পর্বত শৃঙ্গ এবং আদিম আলপাইন তৃণভূমি । পার্কের উপকূলরেখাটি 73 মাইল পর্যন্ত প্রসারিত। প্রথমে চলে গেছিলাম অলিম্পিক ন্যাশনাল ফরেস্টের অংশ হিসাবে পার্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে Quinault লেক , Quinault নদী এবং এই নদী ও লেকের দ্বারা তৈরি উপত্যকায় বিশাল Quinault রেইনফরেস্ট দেখতে ।তারপর ওখান থেকে প্রশান্ত মহাসাগরের পাশ দিয়ে আরও ৭২ মাইল দূরে চলে গেছিলাম অলিম্পিক ন্যাশনাল পার্কের পশ্চিমাঞ্চলে চারটি রেইন ফরেস্টের মধ্যে সবচেয়ে বড় Hoh Rainforest দেখতে যেখানে বছরে গড়ে 140 ইঞ্চি বৃষ্টিপাত হয়।   রাস্তায় দেখা হোল একটা এল্ক মনের সুখে ঘাস খাচ্ছে ।  তারপর ওখান থেকে ৬২ মাইল দূরে পাহাড় সমুদ্রকে সাথে নিয়ে চলে গেছিলাম কানাডা-মার্কিন সীমান্তে  Neah Bay ও Cape flattery তে।  Neah Bay ও Cape flattery অবশ্য অলিম্পিক ন্যাশনাল পার্কের অংশ নয় ।ওখান থেকে কানাডা খুব পরিষ্কার দেখা যায় এবং আমাদের উদ্দেশ্য ছিল ওয়াশিংটনের নেহ বে শহরে এবং তার আশেপাশে বাস করে The Makah Indian Tribe দের সাথে দেখা করা।   প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুসারে মাকাহ লোকেরা 3,800 বছরেরও বেশি সময় ধরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই নেহ বে অঞ্চলে বসবাস করছে।অনেকক্ষণ ওখানে কাটিয়ে ফিরে আসলাম প্রশান্ত মহাসাগরের ধারে  Ocean Crest Resort এ রাত কাটানোর জন্য । সকালে অনেকক্ষণ সমুদ্রের ধারে বিশাল সৈকতে হাঁটাহাঁটি করে প্রতরাশ সেরে রওনা হলাম ওখান থেকে তিন ঘণ্টা দূরে ১৬৮ মাইল পাহাড়ের ওপরে অলিম্পিক ন্যাশনাল পার্কের কেন্দ্রস্থলে Hurricane ridge এ।  যেখান থেকে এই এলাকার মুকুট রত্ন মাউন্ট অলিম্পাস যার উচ্চতা 7,980 ফুট সুন্দর দেখা যায় । রাস্তার কাজ হওয়ার জন্য ১৩ মাইল আগে থেকে আমাদের ফিরে আসতে হোল সিয়াটেলে । অলিম্পিক ন্যাশনাল পার্কের সাথে আমাদের ওয়াশিংটন রাজ্যের প্রায় সমস্ত দর্শনীয় স্থান দেখা শেষ হোল ।  

Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos

Leave a comment