গত শনিবার ১লা জুলাই অ্যানাকোর্টস থেকে বেশ কিছুটা দূরে রাত্রের খাবার খেতে এসেছিলাম একটা ভারতীয় রেস্তোরায় । ফেরার পথে আমাদের ছোট ছেলে স্বস্তিক বা অর্ঘের নজরে পড়লো পূর্ণচন্দ্রের দিকে । বেশ বোঝা যাচ্ছিল চারিদিকে চাঁদের আলো । বুঝলাম আশে পাশেই পূর্ণিমা । ছেলে বলল কাল সকালে সূর্যের আলোয় মাউন্ট বেকার ও মাউন্ট শুকসান না দেখে এই রাত্রে পূর্ণিমার চাঁদের আলোয় বরফে আবৃত পাহাড়ের চুড়া দেখলে কেমন হয় । সকালের আলোয় পাহাড় অনেক দেখেছি কিন্তু পূর্ণিমার চাঁদের আলোয় পাহাড় দেখা হয়নি । আমরাও সাথে সাথেই রাজি হয়ে গেলাম । আমাদের গাড়ী ছুটে চলল নির্জন জঙ্গলের মধ্য দিয়ে ৮৭ মাইল দূরে আর্টিস্ট পয়েন্টের দিকে ।রাস্তায় আর কোন গাড়ীর দেখা পাইনি , শুধু ছুটে চলছিল আমাদের গাড়ী লক্ষ্য আর্টিস্ট পয়েন্ট । আর্টিস্ট পয়েন্ট হল একটি সেরা জায়গা যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের উত্তর ক্যাসকেড পর্বতমালায় অবস্থিত 10,781 ফুট (3,286 মিটার)উঁচু মাউন্ট বেকার ও 9,131 ফুট (2,783 মিটার) উঁচু মাউন্ট শুকসান খুব পরিষ্কারভাবে দেখা যায় । মাউন্ট বেকার একটি সক্রিয় স্ট্র্যাটোভোলকানো এবং এর তুষারময় ঢালের জন্য পরিচিত । মাউন্ট শুকসান অত্যাশ্চর্য হিমবাহের জন্য পরিচিত।রাত ১২ টা নাগাদ আমদের গাড়ী এসে পৌছাল পাহাড়ের অনেকটা ওপরে ৫১০০ ফুট উঁচুতে আর্টিস্ট পয়েন্টে । চারিদিকে পাহাড়ের মাঝে আর্টিস্ট পয়েন্ট বেশ অনেকটাই সমতল জায়গা । দেখলাম আরও কয়েকটা গাড়ী আমাদের আগেই এসে পৌছেছে । গাড়ী থেকে নামতেই দেখলাম থিক থিক করছে চারিদিকে বরফ । চাঁদের আলোয় মনে হচ্ছিল সারা পাহাড় যেন কেউ সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে । একদিকে দেখলাম সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাদা মাউন্ট বেকারের তুষার-ঢাকা চূড়া আর আরেকদিকে দেখলাম মাউন্ট শুকসানের শঙ্কু আকৃতির মনোরম শিখর ।চাঁদের আলোয় বরফের এই রূপ এক কথায় অনন্য ।এত ঠাণ্ডা ছিল যে আমরা দুজন বেশিক্ষণ পাহাড়ের ওপর দাঁড়াতে পারছিলাম না । আমরা গাড়িতে বসলাম আর ছেলে তার ক্যামেরা নিয়ে অনেক ছবি তুললো ।তারপর ফিরে আসলাম অ্যানাকোর্টসে, হোটেলে । তখন আমাদের ঘড়িতে বাজে রাত সাড়ে তিনটে ।
Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos