গত শনিবার ১লা জুলাই দুপুরবেলা আহার সেরে ১২ টা নাগাদ সিয়াটেল থেকে গাড়ী নিয়ে আমি , আমার স্ত্রী লিপিকা বা বেবি আর আমাদের ছোট ছেলে স্বস্তিক বা অর্ঘ বেড়িয়ে পড়লাম ৮০ মাইল দূরে অ্যানাকোর্টসে (Anacortes)।আড়াইটা নাগাদ পৌঁছে গেলাম অ্যানাকোর্টসে । প্যাসিফিক উত্তর-পশ্চিমের কেন্দ্রে ফিডালগো দ্বীপে অবস্থিত অ্যানাকোর্টস ওয়াশিংটন রাজ্যের একটি মনোমুগ্ধকর উপকূলীয় শহর। এছাড়া অ্যানাকোর্টস, প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমের স্যালিশ সাগরের সান জুয়ান দ্বীপপুঞ্জের প্রবেশদ্বার । এখানে দূর দূর থেকে প্রকৃতি প্রেমীরা আসে ফেরিতে চড়ে দ্বীপগুলি ঘুরে বেড়াতে , বোটে করে সমুদ্রের অনেকটা দূরে তিমি(অরকাস, হাম্পব্যাক, গ্রে এবং/অথবা মিঙ্কস) দেখতে, কায়াকিং এবং বোটিং অ্যাডভেঞ্চার করতে । গাড়ী ফেরিতে নিয়ে গিয়েও দ্বীপগুলি ঘোরা যায় ।সান জুয়ান দ্বীপপুঞ্জের চারটি প্রধান আবাসিক দ্বীপ রয়েছে । সান জুয়ান ( San Juan ) , অরকাস( Orcas) , লোপেজ( Lopez) এবং শ়় (Shaw) । প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক তাত্পর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শান্ত জীবনধারার একটি সুরেলা মিশ্রণ পাওয়া যায় এই সকল দ্বীপে । আমাদের সাড়ে তিনটেয় তিমি দেখতে যাওয়ার জন্য বোটের টিকিট কাটা ছিল । ৪ টা নাগাদ ২৮ জন পর্যটককে নিয়ে আমাদের বোট ডান দিকে , বাদিকে সব দ্বীপগুলোর পাশ কাটিয়ে তীব্র গতিতে ছুটে চলল সমুদ্রের নীল জলে । দ্বীপের পাশ দিয়ে যেতে যেতে কোথাও দেখলাম হরিণ ঘুরে বেড়াচ্ছে দ্বীপে , কোথাও আবার খাওয়ারের সন্ধানে গাছে বসে আছে ঈগল ও শকুন । জলে আপনমনে খেলে বেড়াচ্ছে Sea lion । জলের মধ্যে দেড় ঘণ্টা জার্নি করে বোট এসে দাঁড়াল সমুদ্রের মাঝে যেখানে ভাগ্য ভাল থাকলে তিমি দেখা যায় । আমাদের ভাগ্য ভাল ছিল আমরা দেখলাম অনেকগুলো তিমি মাঝে মাঝেই জলের ওপর লাফ দিয়ে উঠছে আবার জলের মধ্যে ডুব দিচ্ছে । আমাদের গাইড বলল এগুলোর সব হোল Orca known as killer whale । ও একটা জিনিস লেখতে ভুলে গেছিলাম । আমরা সমুদ্রের মধ্যে এতটাই চলে গেছিলাম যে ওখান থেকে কানাডা খুব পরিষ্কার দেখা যাচ্ছিল । প্রায় সাড়ে তিন ঘণ্টা জলের ওপর কাটিয়ে ফিরে আসলাম হারবারে ।
Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos