আমাদের চোখে সিয়াটেলের স্নোক্যালমি জলপ্রপাত / Snoqualmie Falls

শুক্রবার অর্থাৎ ২৬/০৫/২০২৩ তারিখ বিকাল বেলা আমরা বেড়িয়ে পড়লাম সিয়াটেল থেকে, আর প্রায় ২৯ মাইল দূরে ৩৫ মিনিট জার্নি করে পৌঁছে গেলাম স্নোক্যালমি জলপ্রপাতে । সমুদ্রের মতো ওয়াশিংটন লেকের উপর দিয়ে ডান হাতে পাহাড়কে রেখে সবুজ অরন্যের মধ্য দিয়ে পৌঁছে গেলাম অসাধারণ পরিবেশ সমৃদ্ধ অনেকটা জায়গা জুড়ে অবিরাম বয়ে চলেছে আন্তর্জাতিকভাবে পরিচিত  স্নোক্যালমি জলপ্রপাত যা গ্রানাইট ক্লিফের উপরে 268 ফুট উঁচুতে রয়েছে। এটি নায়াগ্রা জলপ্রপাতের চেয়ে দ্বিগুণেরও বেশি উঁচু ।এটি  ওয়াশিংটনের  মধ্যে স্নোক্যালমি (Snoqualmie) নদীর উপর সিয়াটেলের পূর্বে অবস্থিত। এটি ওয়াশিংটনের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান।অন্যান্য জলপ্রপাতের মতো যখন জলের ধারা তীব্র গতিতে নিচে এসে পড়ছে সেখানে অনেকটা জায়গা জুড়ে তৈরি হচ্ছে ধোঁয়ার আকাশ । জলপ্রপাতকে নিয়ে অনেকটা জায়গা ধরে তৈরি হয়েছে খুব সুন্দর একটা পার্ক । সারাদিন সময় কাটানোর আদর্শ জায়গা । শুনলাম প্রতিদিন প্রচুর পর্যটক আসে ।

Leave a comment