তারপর ওখান থেকে আট মাইল দূরে চলে গেলাম মার্সার দ্বীপের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত, 73 একরের লুথার বারব্যাঙ্ক পার্কে( Luther Burbank Park ) , ওয়াশিংটন লেকের আরও দর্শনীয় দৃশ্য দেখতে । এই পার্কে সাঁতার, বোটিং এবং মাছ ধরা সহ বিভিন্ন জল-ভিত্তিক কার্যকলাপের সুবিধা রয়েছে। 135 প্রজাতির পাখি, 50 প্রজাতির জলপাখি, র্যাকুন, বীভার, মাসক্র্যাটস, ব্যাঙ এবং খরগোশ সহ বিভিন্ন ধরণের বন্যপ্রাণী পালনের জন্য পার্কের বেশিরভাগ অংশই অনুন্নত রাখা হয়েছে। এই প্রাণীদের মধ্যে অনেকগুলি জলাভূমিতে বাস করে যা পার্কের উত্তর এবং দক্ষিণ প্রান্ত দখল করে রেখেছে । এখানকার প্রতিটা পার্কই এক একটা বড় বোটানিক্যাল গার্ডেন ।
Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos