শরীর থাকলে শারীরিক সমস্যা থাকবেই । সমস্যা তো শুধু একধরণের হয় না , নানা ধরণের হয় । কখনো হতে পারে মাথা ব্যাথা , কখনো হতে পারে পেটে ব্যাথা, কখনো হতে পারে জ্বর।এরকম নানা রকমের সমস্যা হতে পারে । যেহেতু শারীরিক সমস্যা বা অসুস্থতায় যার-তার পরামর্শ না নিয়ে একজন ডাক্তারের (তিনি জেনারেল ফিজিশিয়ানও হতে পারেন) পরামর্শ নেওয়াই ভালো , তাই কোন সমস্যায় কোন ডাক্তারের কাছে যাব সেটা যদি আমাদের জানা থাকে তাহলে অনেক সময় রুগীকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া যায় । কোন সময়ে কোন ডাক্তারের কাছে যাব সে ব্যাপারে ধারণা থাকাটা খুব দরকার । যাদের এই ব্যাপারে ধারণা কম আছে তাদের জন্য আমার একটা ছোট্ট প্রচেষ্টা ।
কোন ডাক্তারের কাছে কোন সমস্যায় যাব/ We will select the doctor according to the problem
Sl No. বা সংখ্যা | Doctor বা ডাক্তার | Specialist বা বিশেষজ্ঞ |
1 | Allergists/Immunologistsবা এলার্জিস্ট/ইমিউনোলজিস্ট | Asthma, eczema, food allergies, insect sting allergies and some autoimmune diseases বা অ্যাজমা, একজিমা, খাদ্যের অ্যালার্জি, পোকার স্টিং অ্যালার্জি এবং কিছু অটোইমিউন রোগ |
2 | Anaesthesiologists বা অ্যানাস্থেসিওলজিস্ট | Concerning pain relief before surgery বা অস্ত্রোপচারের আগে ব্যাথা উপশম সংক্রান্ত |
3 | Cardiologists বা কার্ডিওলজিস্ট | Heart disease, blood vessels, high blood pressure, high cholesterol, irregular heartbeat etc. বা হৃদরোগ, রক্তনালী, উচ্চ রক্তচাপ, উচ্চ কলেস্টেরল, অনিয়মিত হৃদস্পন্দন ইত্যাদি |
4 | Dentist বা ডেন্টিস্ট | Teeth, gums, jaw, mouth etc. বা দাঁত, মাড়ি, চোয়াল,মুখের ক্ষয় ইত্যাদি |
5 | Dermatologists বা ডার্মাটোলজিস্ট | Skin, hair, nails, moles, Body scars, acne or skin allergies etc. বা ত্বক, চুল, নখ, মোল, শরীরের দাগ, ব্রণ বা ত্বকের অ্যালার্জি ইত্যাদি |
6 | Endocrinologists বা এন্ডোক্রিনোলজিস্ট | Hormonal and metabolic diseases বা হরমোন এবং বিপাক সংক্রান্ত রোগ |
7 | ENTবা ইএনটি | All diseases related to ears, nose, and throat বা নাক, কান ও গলা সংক্রান্ত সব রোগ |
8 | Gastroenterologists বা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট | Diseases of the digestive organs including stomach, intestines, pancreas, liver and gallbladder বা পেট, অন্ত্র, অগ্ন্যাশয়, যকৃত এবং পিত্তথলি সহ পাচন অঙ্গগুলির সংক্রান্ত রোগ |
9 | Gynaecologists বা গাইনিকোলজিস্ট | Female disease বা স্ত্রী বা মহিলা রোগ বিশেষজ্ঞ |
10 | Haematologists বা হেমাটোলজিস্ট | Blood related diseases including thalassemia, blood cancer বা থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার সহ রক্ত সংক্রান্ত রোগ |
11 | Nephrologists বা নেফ্রোলজিস্ট | Kidney related diseases বা কিডনি সংক্রান্ত রোগ |
12 | Neurologists বা নিউরোলজিস্ট | Brain, spinal cord, nerves, epilepsy, Parkinson’s, Alzheimer’s etc. বা মস্তিষ্ক, মেরুদণ্ড, স্নায়ু, মৃগী, পারকিনসন, আলঝাইমার ইত্যাদি |
13 | Oncologists বা অনকোলজিস্ট | Concerning cancer বা ক্যান্সার সংক্রান্ত |
14 | Ophthalmologists বা অপথালমোলজিস্ট | All kinds of eye diseases বা চোখের সব ধরণের রোগ |
15 | Orthopaedic বা অর্থোপেডিস্ট | Bones, muscles, ligaments, arthritis etc. বা হাড়, পেশী, লিগামেন্টস , বাত ইত্যাদি |
16 | Otolaryngologists বা অটোল্যারিঙ্গোলজিস্ট | Diseases of the ear, nose, throat, sinuses, head, neck and respiratory system বা কান, নাক, গলা, সাইনাস, মাথা, ঘাড় এবং শ্বাসযন্ত্র সংক্রান্ত রোগ |
17 | Paediatricians বা পেডিয়াট্রিশিয়ান | Diseases of children from birth to adolescence বা জন্ম থেকে অল্প বয়স্ক পর্যন্ত শিশুদের রোগ |
18 | Podiatrists বা পডিয়াট্রিস্ট | Diseases related to ankle and foot problems বা গোড়ালি এবং পায়ের সমস্যা সংক্রান্ত রোগ |
19 | Psychiatrists বা সাইক্রিয়াট্রিস্ট | Psychiatric disorders বা মনোরোগ সংক্রান্ত রোগ |
20 | Pulmonologists বা পালমোনোলজিস্ট | Lung cancer, pneumonia, asthma, emphysema, respiratory problems, sleep problems, etc. বা ফুসফুসের ক্যান্সার, নিউমোনিয়া, হাঁপানি, এম্ফেসিমা, শ্বাসকষ্টজনিত সমস্যা,ঘুমের সমস্যা ইত্যাদি |
21 | Radiologists বা রেডিওলজিস্ট | Examination and treatment through radiation বা রেডিয়েশনের মাধ্যমে পরীক্ষা ও চিকিৎসা করা |
22 | Rheumatologists বা রিউমাটোলজিস্ট | Joint pain, muscle, bone, arthritis, gout etc.বা জয়েন্টের ব্যাথা, পেশী, হাড়, বাত, গাউট ইত্যাদি |
23 | Urologists বা ইউরোলজিস্ট | Urinary tract diseases বা মূত্রনালী সংক্রান্ত রোগ |