কোন ডাক্তারের কাছে যাব / which doctor should we go to

কোন ডাক্তারের কাছে যাব / which doctor should we go to





শরীর থাকলে শারীরিক সমস্যা থাকবেই । সমস্যা তো শুধু একধরণের হয় না , নানা ধরণের হয় । কখনো হতে পারে মাথা ব্যাথা , কখনো হতে পারে পেটে ব্যাথা, কখনো হতে পারে জ্বর।এরকম নানা রকমের সমস্যা হতে পারে । যেহেতু শারীরিক সমস্যা বা অসুস্থতায় যার-তার পরামর্শ না নিয়ে একজন ডাক্তারের (তিনি জেনারেল ফিজিশিয়ানও  হতে পারেন) পরামর্শ নেওয়াই ভালো , তাই কোন সমস্যায় কোন ডাক্তারের কাছে যাব সেটা যদি আমাদের জানা থাকে তাহলে অনেক সময় রুগীকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া যায় । কোন সময়ে কোন ডাক্তারের কাছে যাব সে ব্যাপারে ধারণা থাকাটা খুব দরকার । যাদের এই ব্যাপারে ধারণা কম আছে তাদের জন্য আমার একটা ছোট্ট প্রচেষ্টা ।

কোন ডাক্তারের কাছে কোন সমস্যায় যাব/ We will select the doctor according to the problem
Sl No. বা সংখ্যাDoctor বা ডাক্তারSpecialist বা বিশেষজ্ঞ
1Allergists/Immunologistsবা এলার্জিস্ট/ইমিউনোলজিস্ট Asthma, eczema, food allergies, insect sting allergies and some autoimmune diseases বা অ্যাজমা, একজিমা, খাদ্যের অ্যালার্জি, পোকার স্টিং অ্যালার্জি এবং কিছু অটোইমিউন রোগ
2Anaesthesiologists বা অ্যানাস্থেসিওলজিস্টConcerning pain relief before surgery বা অস্ত্রোপচারের আগে ব্যাথা উপশম সংক্রান্ত
3Cardiologists বা কার্ডিওলজিস্টHeart disease, blood vessels, high blood pressure, high cholesterol, irregular heartbeat etc. বা হৃদরোগ, রক্তনালী, উচ্চ রক্তচাপ, উচ্চ কলেস্টেরল, অনিয়মিত হৃদস্পন্দন ইত্যাদি
4Dentist বা ডেন্টিস্টTeeth, gums, jaw, mouth etc. বা দাঁত, মাড়ি, চোয়াল,মুখের ক্ষয় ইত্যাদি
5Dermatologists বা ডার্মাটোলজিস্টSkin, hair, nails, moles, Body scars, acne or skin allergies etc. বা ত্বক, চুল, নখ, মোল, শরীরের দাগ, ব্রণ বা ত্বকের অ্যালার্জি ইত্যাদি
6Endocrinologists বা এন্ডোক্রিনোলজিস্টHormonal and metabolic diseases বা হরমোন এবং বিপাক সংক্রান্ত রোগ
7ENTবা ইএনটিAll diseases related to ears, nose, and throat বা নাক, কান ও গলা সংক্রান্ত সব রোগ
8Gastroenterologists বা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট Diseases of the digestive organs including stomach, intestines, pancreas, liver and gallbladder বা পেট, অন্ত্র, অগ্ন্যাশয়, যকৃত এবং পিত্তথলি সহ পাচন অঙ্গগুলির সংক্রান্ত রোগ
9Gynaecologists বা গাইনিকোলজিস্টFemale disease বা স্ত্রী বা মহিলা রোগ বিশেষজ্ঞ
10Haematologists বা হেমাটোলজিস্টBlood related diseases including thalassemia, blood cancer বা থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার সহ রক্ত সংক্রান্ত রোগ
11Nephrologists বা নেফ্রোলজিস্টKidney related diseases বা কিডনি সংক্রান্ত রোগ
12Neurologists বা নিউরোলজিস্টBrain, spinal cord, nerves, epilepsy, Parkinson’s, Alzheimer’s etc. বা মস্তিষ্ক, মেরুদণ্ড, স্নায়ু, মৃগী, পারকিনসন, আলঝাইমার ইত্যাদি
13Oncologists বা অনকোলজিস্টConcerning cancer বা ক্যান্সার সংক্রান্ত
14Ophthalmologists বা অপথালমোলজিস্টAll kinds of eye diseases বা চোখের সব ধরণের রোগ
15Orthopaedic বা অর্থোপেডিস্টBones, muscles, ligaments, arthritis etc. বা হাড়, পেশী, লিগামেন্টস , বাত ইত্যাদি
16Otolaryngologists বা অটোল্যারিঙ্গোলজিস্টDiseases of the ear, nose, throat, sinuses, head, neck and respiratory system বা কান, নাক, গলা, সাইনাস, মাথা, ঘাড় এবং শ্বাসযন্ত্র সংক্রান্ত রোগ
17Paediatricians বা পেডিয়াট্রিশিয়ানDiseases of children from birth to adolescence বা জন্ম থেকে অল্প বয়স্ক পর্যন্ত শিশুদের রোগ
18Podiatrists বা পডিয়াট্রিস্টDiseases related to ankle and foot problems বা গোড়ালি এবং পায়ের সমস্যা সংক্রান্ত রোগ
19Psychiatrists বা সাইক্রিয়াট্রিস্ট  Psychiatric disorders বা মনোরোগ সংক্রান্ত রোগ
20Pulmonologists বা পালমোনোলজিস্টLung cancer, pneumonia, asthma, emphysema, respiratory problems, sleep problems, etc. বা ফুসফুসের ক্যান্সার, নিউমোনিয়া, হাঁপানি, এম্ফেসিমা,  শ্বাসকষ্টজনিত সমস্যা,ঘুমের সমস্যা ইত্যাদি  
21Radiologists বা রেডিওলজিস্টExamination and treatment through radiation বা রেডিয়েশনের মাধ্যমে পরীক্ষা ও চিকিৎসা করা
22Rheumatologists বা রিউমাটোলজিস্টJoint pain, muscle, bone, arthritis, gout etc.বা জয়েন্টের ব্যাথা, পেশী, হাড়, বাত, গাউট ইত্যাদি
23Urologists বা ইউরোলজিস্টUrinary tract diseases বা মূত্রনালী সংক্রান্ত রোগ 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s