সপ্তাহের শেষে শনিবার আবার বেড়িয়ে পড়লাম সল্টলেক সিটি থেকে তিন ঘণ্টা ড্রাইভ করে IDAHO রাজ্যে TWIN FALLS দেখতে । অনেক জায়গায় অনেক ফলস দেখেছি কিন্তু এটা সবার থেকে আলাদা । চারিদিকে পাহাড় আর তার মধ্যেখানে লেক । লেকের জলের রঙ আর আকাশের রঙ যেন মিলে মিশে এক হয়ে গেছে । চারিপাশের পাহাড়টা মনে হচ্ছে কেউ অনেক সময় নিয়ে ধীরে ধীরে বানিয়েছে । লেকটাকে যেন চারপাশ দিয়ে পাহাড়টা কোলে তুলে রেখেছে । জলের রাশি এক জায়গায় দেখলাম অনেকটা জায়গা নিয়ে নিজস্ব ধারায় নীচে পড়ছে আর দেখলাম তার কিছুটা আগে গিয়ে হটাৎ করে তীব্র শব্দ করে প্রবল গতিতে নীচে নেমে আসছে । তারপর সেই জল একে বেঁকে মিলিয়ে যাচ্ছে পাহাড়ের কোলে । অনেকক্ষণ ধরে আনন্দ করে মন ক্যামেরায় পুরো পরিবেশটাকে সাথে নিয়ে আমরা রওনা হলাম ওখান থেকে আরও তিন ঘণ্টা দূরে UTAH রাজ্যেই লবণের মরুভূমি বা SALT FLATS দেখতে । গুজরাটের RANN OF KUTCH আর এই SALT FLATS প্রায় দেখতে একিরকম । যেদিকে তাকাই ধুধু করছে সাদা লবণের মরুভূমি । তবে পার্থক্য – রনে আছে উট কিন্তু এখানে নেই । রনে নেই কোন পাহাড় কিন্তু এই SALT FLATS কে দুদিক থেকে ঘিরে রেখেছে পাহাড় । রনে দেখেছি সূর্যাস্ত লবনের মধ্যে মিলিয়ে যেতে আর এখানে দেখলাম সূর্যকে পাহাড়ের আড়ালে গা ঢাকা দিতে ।চাঁদের আলোয় সাদা লবণের মরুভূমি আমাদের অনেকক্ষণ আটকে রেখেছিল ।তারপর মনটা খুব চা চা করছিল তাই একটু এগিয়েই একটা রেস্তরা পেলাম তাতেই ঢুকে পড়লাম । ও বাবা , দেখি ওটা পাঞ্জাবী ডাবা । মালাই দেওয়া বড় এক গ্লাস চা আর বড় সাইজের সিঙ্গারা, তার সাথে হিন্দিতে কথা বলা মনে হচ্ছিল দিল্লী বা চণ্ডীগড়ে বসে আছি ।
পরেরদিন সকালবেলা আবার প্রায় দেড় ঘণ্টা ড্রাইভ করে পৌঁছে গেলাম MIDWAY । এটাও UTAH রাজ্যের মধ্যেই । এটা PARK CITY ছাড়িয়ে যেতে হয় ।দুপাশে পাহাড় , বরফে ঢাকা পাইন গাছ আর তার মধ্যে দিয়ে রাস্তা । অসাধারন তার রূপ । MIDWAY পৌঁছে দেখলাম চারিদিকে শুধু বরফ আর বরফ । লেকের জল দেখলাম বরফ হয়ে গেছে । তার উপর দিয়ে অনেকটা হেঁটে যেতে দেখলাম বেশ কয়েকজনকে। বরফটাকে ড্রিল করে জল বেড় করে তারপরে মাছ ধরতে দেখলাম সেখানে ।দারুণ লাগছিল । তবে আমরা আর সময় নষ্ট না করে সোজা চলে গেলাম এক মজার খেলায় অংশ গ্রহণ করতে ।চারিদিকে বরফ । আমরা সবাই একটা করে রাবারের টিউব নিয়ে এস্কালেটারের সাহায্যে পৌঁছে গেলাম পাহাড়ের উপরে । তারপর টিউবে বসে উপর থেকে স্লিপের মতো দ্রুত গতিতে নীচে নেমে আসলাম । ভালই ভিড় ছিল । বাচ্ছা থেকে বয়স্ক, ছেলে মেয়ে সবাই মেতে উঠেছিলো এই খেলায় । পাশে দেখছিলাম অনেকে স্কিয়িং করছিল । এখানে শুনলাম একবার অলিম্পিক হয়েছিল । খুব সুন্দর শেষ হল আমাদের WEEK END VISIT .
Incredible ! Thanks a lot.
LikeLike
Thank you so much
LikeLike
Tapasi Banerjee
Apurbo description
Bani Paul
Khub valo laglo
Sucheta Sen
Khub bhalo laglo dada apnader bhomon kahini pore…. Ami to wait kore thaki apner lekher jonno
Prakash Chatterjee
Dada.aapni.onak.kichu.dakhia.dilan.jata.konodin.dakhini.darun.darun
Bijaya Chatterjee
Darun
Apurba Neogi
Wonderful Travel video superbly describing the weekend Tour of Twin Falls,Salt Flats and Midway . We enjoyed the video very much for which a lot of thanks to you.
Chanchal Bhattacharya
খুব সুন্দর উপস্থাপনা।
ভালো লাগলো।।
Rinki Sen
khub bhalo laglo — weekend r anondo amader o energy dilo next week er jonno
Soma Dasgupta
অপূর্ব বর্ণনা , মনের মধ্যে যেন গেঁথে গেল সঙ্গে ঐ ছবিগুলো যদি দেখতে পারতাম তাহলে যেন আরো ভালো লাগতো ।
Swapnesh Ghosh
dada ami lipir bandhobi malabika bolchi apnar lekha porte porte amar mone hochhe amrao oi jagai darea achi
Tapash Banerjee
Khub sundar
Kanti S
Darun khub bhalo pic and description
Soma Dasgupta
তুমি এত সুন্দর করে লেখা আর ছবিগুলো পাঠাও সেগুলো দেখে বোর লাগাতো দুরের কথা মনে হয় আমরা তোমার জন্যে প্রতিটা জায়গার এত সুন্দর বর্ণনা ও এত সুন্দর সুন্দর ছবি দেখার সুযোগ পাই ।
Soma Dasgupta
আমরা আর কিছু দেখতে ও জানতে পারবো জেনে খুশি হলাম ।
Alpana Roy
Apurbo.
Aparajita Sengupta
Khub sundar barnona……
Aloka Mitra
দারুন ভালো লাগলো মনে হয় নিজের চোখে দেখলাম
LikeLiked by 1 person
THANKS TO ALL
LikeLike