সল্টলেক সিটি থেকে প্রায় দু ঘণ্টা গাড়ি চালিয়ে পাহাড় ডিঙ্গিয়ে পৌঁছে গেলাম Antelope island । সারা পাহাড় সাদা হয়ে আছে । তাপমাত্রা ছিল -৩ । যথেষ্ট প্রস্তুতি নিয়েই আমরা বেড়িয়েছিলাম । আমার ছেলেদের আর বৌমার এই রকম ঠাণ্ডার অভ্যাস আছে , শুধু আমাদের একটু বেশী প্রস্তুতি নিতে হয়েছে । কয়েকটা লেয়ার বাড়িয়েছি । খুব মোটা লাগছে আমাদের দুজনকেই । সল্টলেক ঘিরে রেখছে এই দ্বীপকে । কিন্তু মনে হয় সমুদ্র ঘিরে রেখেছে । অনেক জায়গায় জলের রঙ সাদা হয়ে আছে । বোঝাই যাচ্ছে না ওটা লবণ না বরফ ।অপূর্ব প্রাকৃতিক শোভা ।বেশ লম্বা বীচ । ফেরার পথে সারং বা এন্তিলোপের দেখা মিলল । হরিণের মতো , শিংটা বাঁকা ।একদল বাইসন দেখলাম ঘুরে বেড়াচ্ছে । হঠাৎ মাথায় একটু দুষ্টু বুদ্ধি চাপলো । একটু এগিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম । গাড়ি থেকে নেমে সবাই বাঁদিকে দূরে দেখতে লাগলাম । আমাদের দেখাদেখি আরও অনেক গাড়ি আমাদের পিছনে দাঁড়িয়ে গেল । সবাই নেমে আমরা যেদিকে দেখছি সেদিকেই তাকাতে লাগলো । কিছুই দেখতে পারছে না অথচ কেউ জিজ্ঞেসও করবে না । মজাই লাগছিল । ভাবছিলাম পৃথিবীর সব মানুষের নেচার এক । তবে পার্থক্য একটাই আমাদের দেশে লোকে জানতে চাইত কি দেখছি । আমরাও আর দেরী না করে রওনা দিলাম ।
সাবলীল লেখা।
ছবির জন্য অন্য মাত্রা পেয়েছে।
খুব ভালো লাগলো।।
Tapasi Banerjee
Very nice
Soma Dasgupta
লেখা ও ছবি দুটোই অপূর্ব ।
Ashis Dutta
Excellent place. Hope enjoying entire beauty whole heartedly.
Tanima Goswami
Apurbo. Darun likhecho. Khub valo laglo.
Kanti S
Ato sundar place samner theke dakhar anondi alada khub bhalo laglo
Maguni Charan Mahanta
Perhaps your son is editing the video presentation. Good place to cheris. Enjoy with family 😀👍
Apurba Neogi
Superb video. I liked it very much and your description is very nice. My best wishes to you all and enjoy to your hearts content.
Reena Dasgupta
Apurbo
LikeLiked by 1 person
THANKS TO ALL
LikeLike