বন্ধুত্ব…
কখনও শুধু পাশে থাকা নয়—
এ যেন মনের গোপন পথের দু’পাশে
দু’টি হাঁটা মানুষের নীরব মিলন;
যাদের চলার ছন্দে লুকিয়ে থাকে
অদৃশ্য এক সুর।
কখনও শৈশবের ধুলোবালিতে,
স্কুলের বেঞ্চে,
বৃষ্টিভেজা মাঠে,
কলেজের হাসিতে,
আড্ডার অলস দুপুরে—
নিঃশব্দেই গড়ে ওঠে
বন্ধুত্বের সত্যিকারের বাঁধন।
এই বন্ধনে ধর্ম নেই, জাতপাত নেই,
ধনী–দরিদ্র বা শিক্ষার ভেদাভেদ নেই;
অফিসের পদমর্যাদার দাপট—
একটুও জায়গা পায় না।
কারণ…
বন্ধুত্বে সম্মান আসে মানুষ দেখে,
ডিগ্রি বা পদ দেখে নয়।
সত্যিকারের বন্ধু কখনো ছেড়ে যায় না।
ঝড় উঠলেও হাতে হাত রেখে বলে—
“আমরা একসঙ্গেই পার হবো।”
স্বার্থের বাইরে খোঁজ নেয় সে,
ব্যস্ততার ভিড়েও মনে রাখে
বন্ধুর ছোট ছোট ভালো লাগা,
বন্ধুর বিশেষ দিন,
আর বন্ধুর অদেখা দুঃখ।
মতের অমিল হলেও
ভালোবাসা কখনো কমে না—
কারণ তর্ক নয়, আন্তরিকতাই
বন্ধুত্বের আসল ভাষা।
বন্ধুই চায় বন্ধুর সেরা সংস্করণ,
বন্ধুই রক্ষা করে বিশ্বাসের মর্যাদা,
বন্ধুই বন্ধুর আড়ালে
কখনো বিষ উগরে দেয় না।
যে আঘাত করে অজান্তে,
যে অন্যের সামনে বন্ধুকে ছোট করে,
বা অনুপস্থিতিতে অপমানের গল্প বোনে—
সে বোঝেনি,
বন্ধুত্ব নামের আলো কাকে বলে।
সত্যিকারের বন্ধু খুব কম—
তবে যারা থাকে,
তাদের উপস্থিতিই
জীবনের সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসার প্রমাণ।
বন্ধুত্ব হল এক টুকরো মুক্ত আকাশ—
যেখানে বন্ধুর পরিচয় ডিগ্রি নয়, পদ নয়…
শুধুই—
বন্ধু।
সরল, সত্য, নিরাভরণ।
Prema Majumder
সত্যিই বলেছেন
LikeLike
Sukhendu Ray
খুব ভালো লেখার হাত আছে তোর। বন্ধুত্ব নিয়ে বাস্তব ল্লিখেছিস। অনেক ধন্যবাদ। তার সাথে ফটোটাও সুন্দর হয়েছে। ভালো থাকিস।
LikeLike
Dalia Deb
Kichu bolar vasa khuje pachchi na.,…ashadharon


LikeLike
Samarendra Nath Sarkar
Very nice picture!! Content is too good so far as friendship is concerned..
LikeLike
Susama Chakraborty
একদম ঠিক। বন্ধু হলো মনের অক্সিজেন।
LikeLike
Abhijit Samadder
তোমার রামধনু প্রতিভার একটা সুন্দর উজ্জ্বল রং। খুব ভালো লাগলো
LikeLike
Lipika Roy
বন্ধুত্ব হচ্ছে একটা উন্মুক্ত আকাশ যেখানে প্রাণভরে নিঃশ্বাসে নেওয়া যায় অক্সিজেন। বন্ধুত্বের মাঝে জাতিধর্ম,
শিক্ষা দীক্ষা বড়লোক গরিবলোক,পদ মর্যাদা কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না
LikeLike
Partha Pratim Dasgupta
বন্ধু আর বন্ধুত্ব একনয়। বন্ধু সবাই। চলারপথে পুরোনো বা নতুন আলাপে অনেকেই আসে তার একমাত্র পরিচয় বন্ধু। অর্থাৎ বন্ধু সবাই। আর বন্ধুত্ব হলো বন্ধুর সাথে আত্মার যোগ বা ‘বন্ধুত্ব’। আর এই আত্মার যোগ কিভাবে তৈরি হয় সেটা আর বললাম না কারণ এর নির্যাস তোমার কবিতার শরীরেই ছড়িয়ে আছে। খুব ভালো লাগলো।
LikeLike
Kanika Dasgupta
Bah, khub sundor kore bondhuti niye likhechen dada
LikeLike
Rupa Bhattacharjee
দারুণ লেখা..খুব সত্যি কথাগুলো লিখেছো দাদা….পড়ে খুব ভালো লাগলো

LikeLike
Bani Paul
Khub sundor bondhuter bornona…. bhalo theko tomra.
LikeLike
Soma Paul
Bah…khubbbb valo laglo lekhata



Baby n Supriyo da(made 4 each other Jodi) always stay happy

LikeLike
Sudhir Bagchi
বাহ্ দারুন দারুন খুব সুন্দর খুব সুন্দর লিখেছ। আর দুই বন্ধুর চির সবুজ ছবিটাও খুব সুন্দর লাগছে । খুব ভাল থাকো তোমরা সবাইকে নিয়ে।
LikeLike
Udayan Kumar Mukherjee
Khub sundar lekhata
LikeLike
Mamata Sengupta
” বন্ধু তুমি রহো সাথে “— খুব সুন্দর বিশ্লেষণ।
LikeLike
Aparajita Sengupta
খুব ভালো লাগল বন্ধুত্বের উপর লেখা টা পড়ে।



LikeLike
Biman Kumar Chatterjee
অপূর্ব লেখা। সুন্দর গভীরতা। চালিয়ে যাও।
LikeLike
Suparna Bhattacharjee
Ekdom sothik kotha..nilam lekhoni ti
LikeLike
Gautam Chaki
অপূর্ব লাগলো লেখাটা।
LikeLike
Aparna Mukherjee
Ki shundar kore satyo ta barnona korechho. Apuurbo. Akdam satti.
LikeLike
Jp Bose
Friendship defined in your writing
Is liked by me
LikeLike
Naru Mahato
সুন্দর বিশ্লেষণ।
খুব ভালো লাগলো।
LikeLike
Santwana Bhattacharyya
Opurboo likhecho



LikeLike
Asit Deb
ভালো থাকুন সবসময়।
LikeLike
Tapashi Banerjee
খুব সুন্দর লিখেছ। অপূর্ব
LikeLike
Bhabani Pramanik
বেশ ভালো
LikeLike
Prokash Bhowmick
Sathik upalabddhi niye bandhutwa r asaadharan bislesion Jibane r dui bandhur apurba sundar chhabi khub bhalo laglo
LikeLike