আত্মপ্রকাশ নাকি আত্মপ্রচার – সুপ্রিয় রায়

এক সময় ছিল, যখন সৃজনশীল কাজের পরিচিতি নির্ভর করত প্রিন্ট বা নিউজ মিডিয়ার ওপর। কেবল তারাই সামনে আসতেন, যাদের কাজ সেই মাধ্যমগুলো তুলে ধরত। কিন্তু আজকের সোশ্যাল মিডিয়ার যুগে এই চিত্র বদলে গেছে। এখন প্রত্যেকেই নিজের সৃষ্টি সরাসরি সবার সামনে তুলে ধরতে পারে – সাহসের সঙ্গে, স্বাধীনভাবে।
আমরা বিশ্বাস করি, সৃজনশীলতা লুকিয়ে রাখার নয়। নিজের কাজকে গোপন রাখা মানেই নিজের সৃষ্টি ও শ্রমের প্রতি অন্যায় করা। কারণ প্রতিটি সৃষ্টি আলো চায়, শুধু প্রচার নয় – কেবল স্বীকৃতি আর সংবেদনশীল পাঠকের হৃদয় খোঁজে। তাই নিজের ভাবনা, কল্পনা আর কাজকে সাহসের সঙ্গে প্রকাশ করাই সৃষ্টির প্রতি সত্যিকারের শ্রদ্ধা। এই বিষয়টি নিয়েই আজ আমরা উপস্থাপন করছি আমাদের চিত্রনাট্য ‘ আত্মপ্রকাশ নাকি আত্মপ্রচার’

21 thoughts on “আত্মপ্রকাশ নাকি আত্মপ্রচার – সুপ্রিয় রায়

  1. Mitali Samadder
    অসাধারণ অসাধারণ 👌👌👌 এত ভালো অভিনয় সকলের কিছু বলার নেই।সব কিছুই সুপ্রিয় দার জন্য।

    Like

  2. Dipanwita Ganguly

    “আজ কি আনন্দ আকাশে বাতাসে”—- দাদা —

    (সুপ্রিয় দা) এত সুন্দর ভাবে আমরা করতে পেরেছি আপনার জন্য।

    আজ সুপ্রিয় দা সুন্দর ভাবে “আত্মপচার না কি আত্মপ্রকাশ ” সুন্দর করে আমাদের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন আমরা নিজেরাই বুঝতে পারছি না আমরা কি করে ফেললাম : দাদাকে অনেক প্রণাম জানাই। 🙏

    আপনারা যারা দেখছেন তারা আমাদের ঠিক ও ভুল ধরিয়ে দেবেন কমেন্ট মাধ্যমে তাহলে আমরা আরো শিখব ভালোবাসা ও শ্রদ্ধা রইল সবার কাছে নমস্কার 🙏💚💚💚🎄

    Like

  3. গীতশ্রী সিনহা

    আমাদের দাদা সুপ্রিয় রায়ের কর্ম দক্ষতার ফসল “সহচরী” গ্রুপের দ্বিতীয় প্রকাশ।

    গল্প, পরিচালনা, ক্যামেরা এবং অতি অবশ্যই চিত্রনাট্য – এডিটিং সব টা-ই আমাদের দাদা সুপ্রিয় দা – এর ব্যবস্থাপনায়।

    আমরা সহচরী সখীরা খুব আনন্দিত উৎফুল্ল।

    সকল দর্শকদের কাছে আবেদন —- আপনারা দেখুন এবং মতামত জানান !

    অবশ্যই আগামীর পথ প্রশস্ত হবে আমাদের !

    Like

  4. Ratnabali Chatterjee

    সুপ্রিয়দার প্রতিভা বিচিত্রগামী। প্রত্যেকবারই নতুন নতুন বিষয়ের উপস্থাপনা করে আমাদের মুগ্ধ করেন। এবারো তার ব্যতিক্রম হয়নি। আমাদের সবার মধ্যেই কিছু না কিছু গুণ ও প্রতিভা থাকে , কিন্তু অনেকেই অনুকূল পরিবেশের অভাবে অথবা লজ্জা দ্বিধায় নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারেন না। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার আনুকূল্যে সে সমস্যার সমাধান সম্ভব হয়েছে।তাই এই নতুন একটা বিষয়ের উপস্থাপনা খুব প্রাসঙ্গিক মনে হল।তবে অনেক সময় আত্মপ্রকাশ অত্মপ্রচারের রূপ নেয়,যা কাম্য নয়।

    সহচরীর সদস্যারা খুব স্বাভাবিক অভিনয় করেছেন যা অভিনয় বলে মনেই হয় না।সবাই এত উদ্দীপ্ত ছিলেন যে একসঙ্গে সবাই কথা বলায় অনেক সময় সবার কথা বুঝতে একটু অসুবিধে হয়েছে।এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত।

    পরিশেষে বলি সুপ্রিয়দার কবিতাটি অসাধারণ।কবিতা পাঠও ভাল লেগেছে।

    Like

  5. Tapashi Banerjee

    খুব সুন্দর সকলের সহজ সাবলীল অভিনয় সত্য ই মন কেড়ে নিয়েছে। সহচরী র সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর আমার দাদার এত সুন্দর পরিচালনা র কোনো তুলনা হয় না। আমার দাদার জন্য আমি গর্বিত

    Like

  6. Papia Kargupta

    বেশ ভালো লাগলো সকলের অভিনয় আর লালদার লেখা এবং পরিচালনা র তুলনা নেই

    সবাইকে জানাই অনেক শুভেচ্ছা

    Like

  7. Lipika Roy

    আমাদের পরিশ্রম তখনই স্বার্থক হবে যখন তোমাদের ভালো লাগাটা আমরা অনুভব করতে পারবো।

    Like

  8. আমার মনে হয়, যারা নিজের সৃজনশীল কাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন, তাদের প্রধান উদ্দেশ্য থাকে একটি বিষয়েই—তাদের কাজটির যথাযথ মূল্যায়ন পাওয়া। তারা চায়, কাজটিকে ঘিরেই সক্রিয় হোক আলোচনা, উৎসাহ এবং মতামত। কারণ, সুচিন্তিত ও গঠনমূলক প্রতিক্রিয়া শুধু সম্মানই বাড়ায় না, বরং ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রেরণাও জোগায়।

    Like

  9. Gautam Chaki

    সহচরী শিল্পীদের জানাই আন্তরিক অভিনন্দন।আড্ডার মাধ্যমে যে বিষয়বস্তুটাকে তুলে ধরা হয়েছে অতীব সুন্দর খুব ভালো লাগলো ,সুপ্রিয় কে কুর্নিশ জানাই।

    Like

  10. যেকোন ব্যক্তির কথা বা তারই যেকোন কর্মকান্ড সেই ব্যক্তির আত্মকথা বা আত্মপরিচয়। আর প্রকাশ ও প্রচার কথা দুটি খুবই অন্তরঙ্গ। তাই এদের মধ্যে দুরত্ব খুবই কম। অর্থাৎ তুমি যখনই তোমার কোন সাংস্কৃতিক কর্মকান্ড আত্মপ্রকাশ করছো তখনই সহজেই তার আত্মপ্রচার হয়। তুমি কিন্তু প্রচারের জন্য বিজ্ঞাপন করছো না।

    যাইহোক, এই বিষয়ের ওপরই তোমার এবারের উপস্থাপনা। কলাকুশলীদের প্রত্যেকেই সুন্দরভাবে তদের যুক্তিপূর্ণ কথার জাল বুনে আত্মপ্রচারের মানসিক দুর্বলতা কে সরিয়ে আত্মপ্রকাশের প্রয়োজনীয়তা কে Established করতে সফল হয়েছে।

    পরিশেষে, প্রত্যেকের মনের নানা বিষয়ের নানা প্রশ্ন ক্ষুদ্রপরিসরে সুচারু পরিচালনায় পরিচালক হিসেবে যেভাবে জনসমক্ষে নিয়ে আসছো তারজন্য তোমাকে বিশেষভাবে “অভিনন্দন”।

    Like

  11. Aparajita Sengupta

    তোমাদের সৃষ্টিশীল কাজ সত্যি ই অনবদ্য, এর মাধ্যমে আমরা যে শুধু আনন্দিত হই তাই নয় আমরা অনেক কিছু জানতে পারি। তাই আমার মনে হয় তোমাদের এটা আত্মপ্রকাশ। সহচরী র সকল সদস্য কে জানাই খুব ভালো হয়েছে তোমাদের উপস্থাপনা। লালদা তোমার লেখা ও পরিচালনা খুব ভালো হয়েছে। কবিতা ও গান সুন্দর হয়েছে। আগামী তে আরও দেখার আশায় রইলাম। 🧡❤

    Like

Leave a reply to supriyoroy Cancel reply