কাঁটাতারের এ পারে আমি, ওপারে তুমিও মানুষ – সুপ্রিয় রায়

কাঁটাতারের এ পারে আমি,
ওপারে তুমিও মানুষ।
ভাষা আলাদা হতে পারে,
কিন্তু চোখের জল তো এক রকম।

রাজনীতির খরচা বাড়ে,
সীমান্তে ওঠে কড়াকড়ি,
তবু শিশুদের হাসিতে
বন্দুক চলে না, চলে ভালবাসাবাসি ।

সংবাদে যুদ্ধের শিরোনাম,
কিন্তু মাটির গন্ধ তো এক।
তুমি যেমন স্বপ্ন দেখো,
আমিও খুঁজি শান্তির পথ।

এসো, দেয়াল নয় —
ভবিষ্যতের জন্য বানাই সেতু।
দুই রাষ্ট্র থাকুক ঠিকই,
মানুষ যেন হারায় না বন্ধু।

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব চলতে পারে — সেটা ইতিহাসে বহুবার দেখা গেছে। কিন্তু তাতে জনগণ যেন শত্রু না হয়, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রের সীমান্তে কাঁটাতার থাকতে পারে, কিন্তু হৃদয়ের বন্ধনে যেন না থাকে কোনো দেয়াল।

আমরা চাই — রাষ্ট্রীয় স্তরে সমাধান হোক, আর জনগণের স্তরে সম্পর্ক আরও গভীর হোক।

31 thoughts on “কাঁটাতারের এ পারে আমি, ওপারে তুমিও মানুষ – সুপ্রিয় রায়

  1. Nani Gopal Majumder

    যুদ্ধ শাসকের বিলাস, বলিদান সাধারণের।সিমান্তে সিমান্তে মৃত্যুর হাহাকারে শাসকের প্রাসাদে বিজয় উল্লাস।

    Like

  2. Dipanwita Ganguly

    সত্যিই আপনি খুব সুন্দর লেখেন দাদা।

    এইভাবে লিখতে আরম্ভ করলে আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন। আপনাকে আমরা কুর্নিশ জানাই।

    Like

  3. Aparna Delahiri

    সবাই যদি আপনার মত এত উদার মনোভাবের অধিকারী হতো তাহলে পৃথিবীতে কোন সমস্যাই থাকতো না। 🙏🙏🙏

    Like

Leave a reply to supriyoroy Cancel reply