আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদ — উদ্দেশ্য ভিন্ন কিন্তু পথ একই – সুপ্রিয় রায়

আমরা প্রায়শই খবরের কাগজে বা টিভির পর্দায় দেখি—সন্ত্রাসী হামলা, আতঙ্কবাদী কার্যকলাপ, অথবা কোনো শক্তিশালী দেশের আগ্রাসন অন্য দেশে। শব্দগুলো আলাদা, পরিস্থিতিগুলো ভিন্ন মনে হলেও, একটু গভীরভাবে ভাবলে দেখা যায়, এই তিনটি ধারণার মাঝে রয়েছে অদ্ভুত এক মিল। আতঙ্কবাদ (terrorism), সন্ত্রাসবাদ (militancy/terrorism), ও সাম্রাজ্যবাদ (imperialism) বলতে আমরা বুঝি

  • আতঙ্কবাদ: নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় লক্ষ্য অর্জনের জন্য হঠাৎ আক্রমণ চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।
  • সন্ত্রাসবাদ: মূলত সশস্ত্র দল বা গোষ্ঠীর মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা বা প্রভাব অর্জনের চেষ্টা, যার মধ্যে হিংস্রতা অপরিহার্য উপাদান।
  • সাম্রাজ্যবাদ: একটি রাষ্ট্র বা জাতি অন্য রাষ্ট্র বা জাতির ওপর আধিপত্য বিস্তার করে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে শোষণ চালায়, যা প্রয়োজনে সামরিক শক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

এই তিনটি ধারারই সাক্ষ্য রয়েছে সারা পৃথিবী জুড়ে এমনকি রয়েছে আমাদের দেশের ইতিহাসে । কিন্তু সবচেয়ে কষ্টের কথা হলো—এই তিনটি ধারার সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ। কোথাও ধর্মের নামে, কোথাও নিরাপত্তার নামে—মানবাধিকার ভূলুণ্ঠিত হয়। আতঙ্কবাদ ও সন্ত্রাসবাদে নিরীহ মানুষ মারা যায় বা আতঙ্কে দিন কাটায়। আর সাম্রাজ্যবাদে বিদেশি বা উপনিবেশিত জনগোষ্ঠী বহু বছর ধরে শোষিত হয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদ—তিনটিই মূলত আধিপত্য বিস্তারের হাতিয়ার। এরা আলাদা মোড়কে আসে, কিন্তু ভিতরে একই ছায়া—ভয়, সহিংসতা আর শোষণ। লক্ষ্য বা কাঠামো আলাদা হলেও, এদের মৌলিক কৌশলে রয়েছে জোর-জবরদস্তি ও কর্তৃত্ব স্থাপন।
আমরা যদি সত্যিই শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই, তবে আমাদের আগে চিনতে হবে এই তিনটি বিষাক্ত রূপকে এবং প্রতিরোধ গড়তে হবে জ্ঞান, মানবতা আর সচেতনতার শক্তি দিয়ে।

তিন ছায়া (আতঙ্ক, সন্ত্রাস ও সাম্রাজ্যবাদ নিয়ে)

ভয়ের পোশাক পরে আসে,
তিন ছায়া রক্তে ভেজা—
একটি বলে “ধর্মের ডাকে”,
একটি বলে “স্বাধীন দেশ”।
আরেকটি, দূর দুরন্তে,
শাসন চায় স্বর্ণ-মেশ।

কে কার চেয়ে বেশি ভয়ংকর,
জানতে চায় না জনতা—
শুধু দেখে, শিশুর মুখে
ভাতের বদলে আতঙ্ক গাঁথা।

বিস্ফোরণে কাঁপে আকাশ,
ট্যাঙ্ক গর্জে সীমান্ত চিরে,
তিনটি নাম আলাদা ঠিকই,
তিনটিই আসে একই ঘিরে।

নামে ভিন্ন, পথে এক,
সহিংস ছায়ায় খেলা—
মানবতা আজ পায় না ঠাঁই,
লাশে ঢাকা মেলা।

18 thoughts on “আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদ — উদ্দেশ্য ভিন্ন কিন্তু পথ একই – সুপ্রিয় রায়

  1. Ratnabali Chatterjee

    আপনার নতুন নতুন নানা বিভিন্ন বিষয় নিয়ে সুচিন্তিত মতামত ভারি মনোগ্রাহী।

    একটা নিষ্ঠুর সত্যি আপনার সুন্দর কবিতায় গেঁথে পরিবেশন খুব ভাল লাগল।

    Like

  2. Partha Pratim Dasgupta

    ঠিকই বলেছো। সবই একসূত্রে বাঁধা। আর সবকিছুর উদ্দেশ্য একই। তা হলো “রাষ্ট্র ক্ষমতা”। আর সেই ক্ষমতা প্রয়োগ করে শুরু হয় অন্য দেশের প্রতি সাম্রাজ্যবাদী আগ্রাসন। সর্বোপরি কবিতাটা খুব ভালো লাগলো।

    Like

  3. Udayan Kumar Mukherjee

    একদম মনের কথা লিখেছো। একদম ঠিক। কিন্তু সাধারণ মানুষেরতো ব্রেন ওয়াশ করে দিয়েছে নেতাগুলো। ওদের চোখে এখন বিধর্মী মানেই তাকে মারো।

    Like

Leave a comment