আমাদের মতো নিশ্চয় সবার চোখেই পড়েছে যে বাইক বা স্কুটারে শিশুদের নিয়ে যাতায়াত করার সময় বড়দের মাথায় হেলমেট থাকে , কিন্তু শিশুদের মাথায় কোন হেলমেট থাকে না । তার প্রধান কারণ শিশুদের মাথায় হেলমেট না থাকলে পুলিশ ধরে না । অথচ মোটর ভেহিকেল আইনের ১২৯ ধারা অনুসারে চার বছরের বেশি বয়সী সকল ব্যক্তি যারা দুই চাকার যানবাহন চালান বা বহন করেন তাদের অবশ্যই “প্রতিরক্ষামূলক টুপি” পরতে হবে। এই নিয়মটি রাইডার এবং পিলিয়ন রাইডার উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া শুধু হেলমেট-ই নয় বাইকের পিলিওন রাইডার যদি কোনও শিশু থাকে তাহলে সর্বোচ্চ গতি 40 কিমির বেশি থাকা যাবে না। আইন অনুযায়ী এই সমস্ত নিয়ম ভঙ্গ করলে 1,000 টাকা চালান কাটা হবে এবং তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে।যেসব জায়গায় আইনের কড়াকড়ি নেই সেখানে তো দুই চাকার যান নিয়ে যাতায়াতের সময় বেশীরভাগ মানুষ হেলমেট পড়ে না । অথচ , শুধু আইন বাঁচানোর জন্যই নয়, নিজের প্রাণ বাঁচাতেও হেলমেট পরাটা যে কতটা জরুরি সেটাই কেউ চিন্তা করে না । সবচেয়ে অবাক লাগে যখন দেখি দুই চাকার যান চালানোর সময় বাবা , মার মাথায় রয়েছে হেলমেট কিন্তু সন্তানদের মাথায় কোন হেলমেট নেই । একবারের জন্যও কি বাবা – মা-র হেলমেট পড়া কেন জরুরী সেটা মাথায় আসে না । শুধু পুলিশ যাতে না ধরে সেটাই একমাত্র কারণ । একবারের জন্যও কি তারা ভাবে না যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে তাদের সন্তানেরা , কারণ তাদের মাথায় হেলমেট নেই । হেলমেট মাথার খুলি ও মস্তিষ্ককে সুরক্ষিত রাখে, যা গুরুতর ইনজুরি বা স্থায়ী শারীরিক ক্ষতি থেকে বাঁচাতে পারে। অনেক উন্নত দেশে শিশুদের হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে, যা দুর্ঘটনার হার কমাতে সাহায্য করেছে। ছোটবেলা থেকেই যদি শিশুরা হেলমেট পরার অভ্যাস গড়ে তোলে, তবে ভবিষ্যতে তারা সবসময় সুরক্ষার বিষয়ে সচেতন থাকবে। শিশুদের নিরাপত্তার জন্য অভিভাবকদের সচেতন করা এবং অভিভাবকদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করা খুব দরকার যাতে শিশুদের নিয়মিত হেলমেট পরতে তারা উৎসাহিত করে । এছাড়া সর্বোপরি আইন লঙ্ঘনের ক্ষেত্রে উপযুক্ত শাস্তি বা জরিমানার ব্যবস্থা রাখতে হবে, যাতে সবাই বিষয়টিকে গুরুত্ব দেয়। দুই চাকার যানে যাতায়াতের সময় শিশু থাকলে অবশ্যই যেন সে বা তারা হেলমেট পড়ে । এটা দেখার দায়িত্ব হওয়া উচিৎ তার বাব – মা-র কেননা সব সন্তানেরা তাদের বাবা – মা র কাছে সবচেয়ে প্রিয় ।
Tapas Banerjee
খুব প্রয়োজনীয় পোস্ট।
LikeLike
Sudhir Bagchi
খুব ভাল লাগল। বাবা মার কাছে সন্তানের থেকে প্রিয় আর কী আছে ? জানি না।
LikeLike
Mohan Lal Ghose
We should rigidly follow the law for our child
LikeLike
Mitali Samadder
একদম ঠিক কথা। এই ব্যপারে সাবধান হওয়া উচিত।
LikeLike
Ratnabali Chatterjee
খুব বাস্তবোচিত বিষয় নিয়ে লেখা এবারের পোস্টটি খুব ভাল লাগল।এমনিতেই তো দুচাকার গাড়িতে দুর্ঘটনা খুব বেশি হয়ে গেছে চালকের অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর জন্য ,তার ওপর প্রায়শই দেখা যায় হেলমেট বিহীন শিশুদের নিয়ে দ্রুত গতিতে চালানো।অভিভাবকরা যে কেন এমন দায়িত্বহীনতার পরিচয় দেন
জানি না।নিজেদের সন্তানদের সুরক্ষার
কথা সব অভিভাবকদেরই মাথায় রাখা উচিত।
LikeLike
Tanima Goswami
Akdom thik katha.Helmate protyeker bebohar kora uchit.
LikeLike
Kanti S
Bhalo laglo post
LikeLike
Santwana Bhattacharyya
Akdom thik kotha
khub valo laglo post ta. 

LikeLike
Apurba Neogi
Helmets must be worn as per rules for safety.
LikeLike
Tapashi Banerjee
Ekdom thik katha likhecho.
LikeLike
Aparna Mukherjee
Akdam thik katha likhechho. Kano je eta vabe na ta jani na
LikeLike
Chaitalee Roy
Ak dam thik kotha Lalda
LikeLike
Jp Bose
Good explanation
LikeLike
Saikat Sengupta
Ha ata ami khub frequently notice korechi maa baba helmet poreche but bacha sishu ta poreni .eder nijer dose I accident gulo hoche .sochetonotar ovab r kichu noy .1st kotha baba maa r nijder to careful hote hobe in this regard .sudhu boro der noy chotoder o helmet pora uchit .thank you meso ato sundor ekta protibedon debar jonno .khub bastobochito
LikeLike
গীতশ্রী সিনহা
গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর লেখা পড়লাম গো দাদা, মানুষের অজ্ঞনতার দরজা খুলে যাবে এমন বিষয়নির্ভর লেখা পড়ে।
দাদা শ্রুতিনাটকের লিঙ্ক টা দিও না গো প্লিজ, শুনেছি কিন্তু পরে মন্তব্য করবো বলে আর খুঁজে পাইনি, এটা মনে হয় তোমার নতুন YouTube চ্যানেল !
LikeLike
Ananda Ghosh
Atay bastab dada
LikeLike
Kanika Dasgupta
Bastab r proyojonio post dada
LikeLike
Prokash Bhowmick
Chhabi saha bastab abastha r sathik barnana o upadeshmulak lekha
LikeLike
Dalia Deb
Akdom thik likhechis!!



LikeLike
Gobinda Chakravarty
জেগে ঘুমিয়ে থাকে যারা তাদের জাগাতে আপনার প্রয়াস ধন্যবার্দহ..
LikeLike
Saikat Sengupta
Vlo laglo post ta .khub juktisangata
LikeLike