বন্ধ হোক ধর্ষণ বা যৌন নির্যাতন (Rape or sexual assault)

একটু ইতিহাস ঘাটলেই জানতে পারা যায় যে অনেক সময় ধরে ধর্ষণ বা যৌন নির্যাতন সারা বিশ্বে নিয়মিত ঘটে চলেছে ।এই আধুনিক যুগে আজও এটা একটা মারাত্বক সামাজিক ব্যাধি । গতবছরের পরিসংখ্যান ঘাটলে দেখা যায় যে বিশ্বের তাবড় তাবড় উন্নত দেশগুলিতে ধর্ষণ বা যৌন নির্যাতনের সংখ্যা উন্নতশীল বা অনুন্নত দেশেগুলি থেকে অনেক বেশী । এর একটা বড় কারন উন্নত দেশের মেয়েরা অনেক বেশী স্বাবলম্বী ও আত্মনির্ভর এবং পারিপার্শ্বিক সমাজ নির্যাতিতার ওপর মানসিকভাবে আঘাত করে না , তাই তারা এগিয়ে এসে প্রতিবাদ করে এবং ঘটনাটি রিপোর্ট করে । আর উন্নতশীল বা অনুন্নত দেশেগুলিতে দেখা যায় লোকলজ্জা বা সমাজের ভয়ে বেশীরভাগ victim ঘটনাটা  চেপে যায় বা চেপে যেতে বাধ্য হয় । নির্যাতিতার মৃত্যু হলেই ঘটনাটা সবার সামনে আসে । অথচ প্রতিদিন দেশে অসংখ্য  ধর্ষণ বা যৌন নির্যাতন হয়েই চলেছে যার খবর আমরা সাধারন জনগণ জানতেই পারিনা ।

কিছুদিন আগে R G Kar হাসপাতালে যে নিদারুন ভয়াভয় ঘটনাটা ঘটে গেল যার প্রতিবাদ দেশে তো বটেই বিশ্বের অনেক দেশে সংঘটিত হতে দেখলাম । এটা তো পরিষ্কার যে সমাজের সকল স্তরের মানুষের সন্মিলিত  প্রচেষ্টা ছাড়া ধর্ষণ বা যৌন নির্যাতনের মত অপরাধ বন্ধ করা বা কম করা যাবে না ।

আমার মনে হয় সরকারের যেটা করা উচিৎঃ-  

  • ধর্ষণের আইনগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন এবং আপডেট করা । বর্তমানের আইনে কোন দুর্বলতা থাকলে তা সংশোধন করা । ধর্ষণের জন্য কঠোর শাস্তি প্রদান করা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা । ধর্ষণের মামলাগুলি দ্রুত বিচার  করার জন্য দ্রুত বিচার আদালত স্থাপন করা ৷ নাহলে বিচারে বিলম্ব ভুক্তভোগীদের রিপোর্ট করা থেকে নিরুৎসাহিত করতে পারে এবং অপরাধীদের উৎসাহিত করতে পারে।
  • নারীদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন বৃদ্ধি করা যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে ।
  • সমাজে ধর্ষণ সম্পর্কে সকল স্তরে সচেতনতা বাড়ানো এবং নৈতিক শিক্ষা প্রদান করা ।
  • পাবলিক প্লেসে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি, এবং হেল্পলাইন কার্যকর করা।
  • ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে এবং ঘটনার দ্রুত রিপোর্টিং সক্ষম করতে মোবাইল অ্যাপস এবং জিপিএস ট্র্যাকিংয়ের মতো প্রযুক্তির বিকাশ ও ব্যবহার ।

আর আমরা যারা সাধারন জনগণ তাদের সবচেয়ে আগে প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ছোটবেলা থেকে যদি মহিলাদের সন্মান দেওয়াটা না শেখানো যায় বা যেখানে মহিলাদের অসন্মান করা হচ্ছে সেখানে সন্মিলিত ভাবে প্রতিবাদ না করা যায় তাহলে এই ভয়ঙ্কর অপরাধ কোনদিন বন্ধ হবে না ।

কঠোর শাস্তি , প্রশাসনের অন্তরিক ইচ্ছা  ও সাধারন মানুষের মধ্যে সচেতনতাই পারে এই অপরাধকে নির্মূল করতে । সারা বিশ্ব একসাথে আওয়াজ তুলুক – দুনিয়ার যত নির্যাতিতা তারা সবাই সঠিক বিচার পাক আর সব ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তি হোক ………………

2 thoughts on “বন্ধ হোক ধর্ষণ বা যৌন নির্যাতন (Rape or sexual assault)

Leave a comment