গতকাল, রবিবার অর্থাৎ ২০/০৮/২০২৩ তারিখ ফিনল্যান্ডের হেলসিঙ্কির বোটানিক্যাল গার্ডেনের পাশে একটা বড় পার্কে অনুষ্ঠিত হল ভারত দিবস বা India Day । ২০১৬ সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে ফিনল্যান্ডের মাটিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মজবুত করার জন্য ও ভারতীয় সংস্কৃতির প্রসারের জন্য । হেলসিঙ্কি ও তার আশে পাশের সমগ্র ভারতীয়রা ছাড়াও এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছিল বিভিন্ন কূটনৈতিক প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, ব্যবসায়ীরা এবং অবশ্যই ফিনিশ ও হেলসিঙ্কিতে বসবাসকারী বিভিন্ন দেশের জনগন ।সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা অবধি চলে এই অনুষ্ঠান । সারাদিন ধরে এখানকার ভারতীয়দের বিভিন্ন নাচের গ্রুপ মাতিয়ে রেখেছিল এই অনুষ্ঠান । এবারের এই অনুষ্ঠানের মাত্রা আরও বাড়িয়ে তুলেছিল কলকাতা থেকে আসা তনুশ্রী শঙ্করের নাচের গ্রুপ ।ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি এখানে ছিল ভারতের সব প্রদেশের রন্ধন শিল্পের ঐতিহ্য । সারা পার্ক ভারতীয় খাবারের সুগন্ধে ম ম করছিল । ভারতীয় ও বাংলাদেশীয়দের সাথে সাথে ফিনিশ ও অন্যান্য বিদেশীরাও রসিয়ে রসিয়ে ভারতীয় খাবারের স্বাদ গ্রহণ করছিল ।ভারতীয় জনগণ সমগ্র ফিনল্যান্ডে রয়েছে প্রায় ১১ হাজারের উপর আর হেলসিঙ্কি ও তার আশে পাশে রয়েছে প্রায় ৭ হাজারের কাছাকাছি । স্বভাবতই এই অনুষ্ঠানে সারাদিন ভিড় ছিল চোখে পড়ার মতো ।মাইকে ঘোষণা করলো যে এবছর সবচেয়ে বেশি ভিড় হয়েছে , প্রায় ২৫ হাজারের মতো আর এটাও শুনলাম যে সারা মাঠের রক্ষণাবেক্ষণে ছিল ৫০০ মতো ভলেনটিয়ার । সাংস্কৃতিক প্রচারের পাশাপাশি, ফিনল্যান্ডে ভারত দিবস একতা এবং বহুসংস্কৃতিকে উৎসাহিত করে। নাচ, সঙ্গীত, খাবার এবং কথোপকথনের মাধ্যমে, ভারত দিবস ফিনল্যান্ডের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এক সুন্দর বোঝাপড়া তৈরি করতে সাহায্য করে । এক কথায় বলতে গেলে ফিনল্যান্ডে ভারত দিবস একটি আনন্দদায়ক ও রঙিন অনুষ্ঠান যা ফিনিশ ল্যান্ডস্কেপে ভারতের চেতনা , ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রদর্শন করে । সারাদিন খুব ভাল কাটিয়ে বাড়ি ফিরে আসলাম । লেখাটা শেষ করার আগে একটা কথা উল্লেক না করে পারছি না – এখানে অর্থাৎ ফিনল্যান্ডে যতটা দেখেছি তাতে মনে হয় ভারতবর্ষ ও বাংলাদেশের বাঙালিরা ধর্মটাকে সরিয়ে রেখে এখানে প্রকৃত বাঙালি জাতিতে পরিণত হয়েছে । এখানে ভারতবর্ষ ও বাংলাদেশের বাঙালি্দের একতা চোখে পড়ার মতো । সমগ্র ফিনল্যান্ডের বাঙালিদের কাছে মনে হয় “ ধর্ম যার যার , বাঙালি সবার” ।
Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos