পরিবর্তন চাই

সামাজিক ঐতিহাসিক তত্ত্ব অনুসারে প্রায় ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে যখন মধ্য এশিয়া থেকে আর্যরা আমাদের দেশে আসে তখন থেকে আমাদের দেশে শুরু হয় বর্ণপ্রথা । চালু হয় ব্রাহ্মণ , ক্ষত্রিয় , বৈশ্য ও শূদ্র । যতদূর জানা গেছে অনার্যদের মধ্যে তখন কোন বর্ণভেদ বা জাতি ভেদ ছিল না । ধীরে ধীরে বাধ্য হয়েই হোক বা প্রভাবিত হয়েই হোক অনার্যদের মধ্যেও এর প্রভাব বিস্তার হয় । ঐতিহাসিকদের মত অনুযায়ী জাতের সৃষ্টি আরও দৃঢ় ভাবে আসে সেন বংশের রাজত্বকালে অর্থাৎ ১১৫৮-১১৭৯ সালে  যখন পদবি  আসে আমাদের নামের সাথে লেজ হিসাবে ।

কিন্তু তখনও তফসিলি জাতি(এসসি/SC ),  বা তফসিলি উপজাতি ( এসটি/ST )  বা অন্যান্য অনগ্রসর শ্রেণী(OBC) তৈরি হয়নি । ব্রিটিশ আমলের আইন থেকে ১৯৩১ সালে প্রবর্তিত হয়েছিল  তফসিলি উপজাতি(SCHEDULED TRIBE )   এবং ১৯৩৫ সালে প্রবর্তিত হয়েছিল তফসিলি জাতি( SCHEDULED CASTE) । তখন থেকে এই তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এই দুই সম্প্রদায়দের সরকারি চাকরিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ নীতি ও নানারকম সুযোগ সুবিধা দেওয়া শুরু হল  তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে  অগ্রগতির সুযোগ দেওয়ার জন্য ।ব্রিটিশরা আমাদের স্বাধীনতা দিয়ে চলে যাওয়ার পরও এই নিয়মই চলতে থাকে । আজকে আমরা যে আরও ব্যাপক এবং বিস্তৃত সংরক্ষণ নীতি দেখতে পাচ্ছি তা ভারতের সংবিধানের সাথে শুরু হয়েছিল, যা ২৬ জানুয়ারী, ১৯৫০ সালে কার্যকর হয়েছিল।তারপর ১৯৯২ সালে এই সকল সুবিধার আওতায় আসলো আরও অন্যান্য অনগ্রসর শ্রেণী(ওবিসি) । আবার ২০১৯ সালে, ভারত সরকার সাধারণ শ্রেণীর অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীগুলির জন্য  সংরক্ষণ চালু করলো । যেসকল নাগরিকদের পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম, কিন্তু তারা SC, ST, বা OBC  সংরক্ষণের আওতায় নয় বা তামিলনাড়ুর MBC-এর অন্তর্ভুক্ত নয়,  তাদেরকে  ভারত সরকার অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী(ইবিসি/ EBC: Economically Backward Classes বা EWS: Economically weaker section)  হিসাবে শ্রেণীবদ্ধ করে।বর্তমানে EWS / EBC দের পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ৮ লক্ষ্য টাকার কম ।যার ফলে বর্তমানে সকল সরকারী চাকরিতে নিদিষ্ট করে সংরক্ষণ থাকছে – EWS – 10%, SC – 15% , ST – 7.5% , OBC – 27% and Persons with Benchmark Disabilities – 04% তাহলে মোট সংরক্ষণ হোল –63.5% ।এটা রাজ্য অনুসারে সামান্য কিছুটা আলাদাও হয় । সংরক্ষণ ছাড়া বাকি অংশ সবার জন্য মানে EWS, SC, ST, OBC এবং GENERAL ।

তাই এই মুহূর্তে সবচেয়ে অসুবিধার মধ্যে আছে GENERAL CATEGORY এর আওয়াতায় মধ্যে যারা আছে । সরকারী চাকরির সংখ্যা দিন দিন কমছে। তার ফলে GENERAL CATEGORY এর আওয়াতায় মধ্যে যারা আছে , তাদের সরকারী চাকরি পাওয়া আরও কঠিন হয়ে যাচ্ছে । এই নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে । কিন্তু কোন রাজনৈতিক দল এর প্রতিকারে কোন উৎসাহ দেখাচ্ছে না কারণ আমরা বুঝি ভোট ব্যাঙ্ক হারাবার ভয় সব দলের আছে । চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক কম মেধার ছেলে – মেয়ে ভাল ভাল জায়গায় সুযোগ পেয়ে যাচ্ছে শুধু তারা SC, ST বা OBC বলে । অথচ তাদের পারিবারিক আয় বছরে ৮ লক্ষ্য টাকার থেকে অনেক বেশি।কারণ তাদের কাছে আছে বংশ পরম্পরায় SC, ST বা OBC র সার্টিফিকেট এবং There’s no income limit on reservation provided to candidates belonging to the Scheduled Castes or Scheduled Tribes। তাই তাদের পরিবারের সবাই অনেক বছর ধরে এই সুযোগ ভোগ করে চলেছে কিন্তু বাস্তবে তারা আর এখন অনগ্রসর শ্রেণী নয় ।

এটা বন্ধ হওয়া কি উচিত নয় ?  যেসকল SC, ST বা OBC পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ্য টাকার বেশি তাদের SC, ST বা OBC র সার্টিফিকেট বাতিল করা হোক । আর এটা করতে অসুবিধা থাকলে, সংরক্ষণ থাকুক শুধু তাদের জন্য যাদের পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ্য টাকার কম । শুধুমাত্র বংশ পরম্পরায় SC, ST বা OBC র সার্টিফিকেট আছে বলে সামর্থ্য থাকা সত্বেও অন্যদেরকে বঞ্চিত করে সুযোগ নেবে এটা মানতে পারা যাচ্ছে না । ৮৮ বছর ধরে এই সুযোগ চলে আসছে ।  এতদিনেও কি তারা যারা সুযোগ সুবিধা নিয়েছে তাদের অগ্রগতি হয় নি, তারা কি এখনও প্রান্তিক জনগোষ্ঠীতে পরে আছে ?  

সংরক্ষণ নীতির লক্ষ্য হল প্রান্তিক জনগোষ্ঠীর উন্নীত করা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির সুযোগ প্রদান করা। রিজার্ভেশন নীতি তো পরিবর্তনশীল , সামাজিক  চাহিদা এবং চাহিদা মেটাতে সময়ের সাথে সাথে সংশোধন প্রয়োজন এবং পরিবর্তন সাপেক্ষ । আমার মনে হয় বর্তমান ভারতীয় সমাজে এর কার্যকারিতা এবং প্রাসঙ্গিকতার কথা চিন্তা করে সংরক্ষণ নীতিটি পর্যালোচনা ও প্রয়োজন অনুসারে পরিবর্তন করা হোক ।

Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos

21 thoughts on “পরিবর্তন চাই

  1. ভারতবর্ষের যারা অশিক্ষিত সাধারণ মানুষ তাদের প্রজ্ঞা ও বোধ অনেক বেশী- আমাদের দেশের রাজনৈতিক ‘নেতা’দের থেকে! সাধারণ মানুষের ডিগ্রী নেই কিন্তু ব্যবহারিক শিক্ষায় তারা ‘শিক্ষিত’। সংরক্ষণ হোক মেধার ভিত্তিতে,গুণ,সততা,শিল্পী, খেলোয়াড় লেখকসহ দেশের সম্পদের রক্ষা করার জন্য। কিন্তু আমাদের দেশটা চলে ‘নিম্নস্তরের রাজনীতিকে সামনে রেখে- যার একমাত্র উদ্দেশ্য ভোটে জেতা! এই ভোটকেন্দ্রিক ব্যবস্থা আমাদের সরদিক থেক পঙ্গু ও অর্কমণ্য করে রেখেছে।
    জাতপাতের ভিত্তিতে সংরক্ষণ অবিলম্বে বন্ধ হোক! এ এক সামাজিক ক্যান্সার! যার ফলভোগ আমরা করে চলেছি প্রায় সাত-আট দশক ধরে!
    বাস্তববাদী,মরমী ও দরদী ‘নেতা’ না থাকাটাই ভারতবর্ষের চরম দুর্ভাগ্য । আমরা আলোচনা করব,কিন্তু তার বাস্তবায়ন – দূরের ‘ধ্রুবতারা’ হয়ে জ্বলজ্বল করবে ধরাছোঁয়ার বাইরে থেকে!

    Liked by 1 person

  2. Champak Mitra
    এই ঘটনা বহুল ভারতবর্ষ সমস্ত বিষয়ের স্বাক্ষি বহন করে চলেছে।প্রগতিশিল ভারত এখন বহুবিধ সমস্যা সৃষ্টি কোরতে পিছপা নয় শুধু নিজ নিজ রাজনৈতিক সুযোগ সুবিধা ব‍্যতিরেকে কার্যসিদ্ধি হাসিেলর তাগিদে।মেধার জলাঞ্জলি দিয়ে যুব সমাজকে এক অন্ধকার কারাগারে বন্দি কোরেছেন।মেধা কিনতে আজ বিদেশ যেতে হচ্ছে।on the name of economic developement many families belongs to sc/st/obc & other registered in regional base undeveloped categories usually used to hunt the govt. Job in the country barring real talented lot.All that are possible in India only.

    Like

  3. Sudhir Bagchi
    খুবই যুক্তিপূর্ণ আলোচনা। ভোট ব‍্যাঙ্কের রাজনীতি যতদিন চলবে ততদিন এর থেকে মুক্তি নেই। মেধাহীন লোকেরা উচ্চ পদে আসীন ফলে সমাজের বা দেশের কোন উন্নতি নেই। মেধাবী ছেলেরা তাই দেশ ছাড়া হচ্ছে। কেউ এদের জন্য বলার নেই

    Like

  4. Sukhendu Ray
    SC/ST প্রার্থীদের রিজার্ভ স্বাধীনতার আগে থেকেই চলছিল। আমাদের কলেজ জীবনে ইন্দিরা গান্ধী এটাকে 1990 সাল পর্যন্ত চলবে বলে গিয়েছিল। তার মৃত্যুর পর কেন্দ্রীয় সরকার আবার 1990 থেকে বেরিয়ে 2030 করেছে। অর্থাৎ ভারতবর্ষে কোটায় এই রিজার্ভ ক্যাটাগরির লোকেদের সরকারের সমস্ত উচ্চ আসনে বসিয়ে রেখেছে। তারা ধনী থেকে আরো ধনী হচ্ছে, তবুও বংশ পরম্পরায় sc/st/obc/ সুবিধা এরা এখনোপেয়েই যাচ্ছে। কোনো সরকার যদি এটা বলে যে মেধার ভিত্তিতে লোক নিয়োগ হবে বা অর্থনৈতিক ভাবে সচ্ছল তাদের বাদ দিয়ে মেধার ভিত্তিতে এসো বললেই সেই সরকার ক্ষমতায় আসতে পারবেনা। 60% রিজার্ভ ক্যাটাগরির লোক ভারতে বেশি তাই। আমাদের ব্যাংকে ও দেখেছি। সব সরকারি অফিসেও দেখেছি। জেনেরাল দের বঞ্চিত ছাড়া মুক্তির কোনো পথ নেই। এটা পুরোপুরি আমার নিজস্ব মত।

    Like

  5. Amalesh Kumar Ghosh
    যদিও এ বিষয়ে বলা কতটা ঠিক হবে, তবুও নিজের চোখ কান দিয়ে দেখা শোনা দুটি কথাঃ
    ১) আমার নর্থ ইস্টের চাকরির সময় এক অসমীয়া পত্রিকার মালিক বলেছিলেন, “বয়স হচ্ছে , ভয় হয়। Asset part চলে যাচ্ছে নর্থ ইস্টের বাইরে, তোমার বাংলাতে ১৯৭০ এই সমস্য ছিল”।
    আমি পৃথিবীর বিভিন্ন নামী ল্যাব রিসার্চার পিএইচডি ( প্রধান বিষয়ে) বাঙালী দেখি ভর্তি, তেমনি তামিল মারাঠী। সবার General Caste
    হয়তো ওরা দেশের জন্য বেশী দিতে পারতো

    Like

  6. Saktimay Chakraborty
    খুব ভাল লেখা।যুক্তির প্রয়োগ এবং বিশ্লেষণ এ সমৃদ্ধ হলাম। ভালো থাকিস।।

    Like

  7. Aloke Chakraborty
    Suprioda , Samarthn Janie bolchie .Amar mane hochche je dese sarkari chakri e nai sekhane sc ,st,obc ,gen .kono mulla ache bole mane hoi ki? Sarkari khetre
    .Age 10%—8%—6% prai aro kombe .sarkari ja kichu sab bekti maliker hate tule dichche Sarker . Sarkari khetra = Chakri , Chakri= 00. Sarkarer ai arthanitir paribartan,boka bananor rajniti, ar etake tikie rakhte dharmio unmadana,Ugra jatiwatabad,santras, bibhajan er rajniti ke rukhte mathe- maydane oyioko o sangram gore tule protirodh gorte habe , Sei din habe mukti ,joy ekdin asbei.

    Like

  8. Dilip Saha
    Sc/St enjoying these facilities generation after generation and the genuine candidates are depriving,victimised for not having this certificate.
    This previleage should be abolished forthwith.
    Let’s Use these talents for the betterment of the county otherwise we will retreat to ancient age.

    Like

  9. Partha Pratim Dasgupta
    তুমি যে বিষয়ের ওপর আলোকপাত করেছ সেটা প্রতিটা জেনারেল ক্যাটাগরির মানুষের এক পুরোনো চর্চিত বিষয়। মজাটা হলো,এসব রিজার্ভ ক্যাটাগরির সুযোগ-সুবিধা বন্ধ করার জন্য যাদের স্বার্থ আছে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি তাদের আবার ক্ষমতা নেই। আর যাদের ক্ষমতা আছে অর্থাৎ রাষ্ট্রশক্তি তাদের আবার স্বার্থ নেই। কারণ ঐযে বললে ‘ভোট ব্যংক’।
    এপ্রসঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করি, তাহলো আমাদের এক বন্ধু s.c.হওয়ার সুবাদে প্রায় সব ব্যাংকেই চাকরি করেছে। দুএক বছর বাদে বাদেই এই ব্যাংক থেকে ওই ব্যাংকে চাকরি বদল করছে। সব শেষে ইন্ডিয়ান ওভার-শিস থেকে অবসর নিয়েছে।

    Like

  10. Debjani Banerjee Chaudhuri
    Khub i proyojonio alochona. Reservation er nam e jotheshto onachar obosshoi cholche je bhalo nombor peyeo higher study ba chakri r sujog pacchena onek general caregory r medhabi chelemeyera. Reservation hoa dorkar shikkhar khetre jate takar obhabe shikkhar anginaye asha jeno bondho na hoye. Higher education er khetre economic situation er opor seta hoa uchit. Kintu chakrir khetre kono reservation na thakai banchoniyo, tobe sorkari chakri to sudhui komche, je kota ache se kotao beche debe🙁Somosshya ashole amader manoshikotaye ar rajnoitik nongrami te. Goraye golod- amader shikkha byabostha amader manush korena, samaj kothatar mullyo sekhayena, mohila purush er soman odhikar niye chotobela theke alochona korena, samajik dayittyo bodh sekhaye na. Sudhu number r pechone amra dourai ja diye degree ashbe ar tai dekhiye chakri paoa jabe. Education means education of the mind which can broaden our thoughts to the horizon. Sei shikkha koi? Fole doctor engineer lawyer hoyeo ajker dine lokera jat pat niye beche ache. Sohoher so called shikkhito ra boyoshko muchi ke payer juto khule chure dicche, jomadar nongra jat, touch lagle haihai kore uthche, gram er dike ajo dalit ba nichu jat bole bhoyaboho opoman protiniyoto sob dik theke face korte hocche. Tara to reservation chaibe bachar jonnyo.. Gramer obostha onek korun, bisheshoto onnannyo state e. Ar dolomot nirbiseshe rajnoitik lokera fyaida tulche er. Bhetorer amool poriborton na ashle reservation er ei somosshyao choltei thakbe!

    Like

  11. Subin Das
    আমার মতে, যে সমস্ত অনগ্রসর শ্রেণির মানুষ এতদিনে তাদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থায় সামাজিক দিক দিয়ে যথেষ্ট অগ্রসর হয়েছে। তারা এখন অন্যান্য জাতি গোষ্ঠীর সমকক্ষ হয়ে উঠেছে। কাজেই মনে হয় এই সমস্ত পরিবারের জন্য সংরক্ষণের আওতা থেকে বাদ দিলে কোনও অসুবিধা হবার কথা নয়। তবে ভোটের দিকে তাকিয়ে কোন রাজনৈতিক দল এই পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে না। কাজেই সংরক্ষণ থাকবে, আর মানুষের ক্ষোভ দিনদিন বৃদ্ধি পাবে।

    Like

  12. Amlan Roy Chowdhuri
    এটা আশ্চর্যের যে ৭৬ বছরের এক স্বাধীন দেশ এখনো সার্বিক উন্নতির ক্ষেত্রে হালে পানি না পেয়ে সংরক্ষণকে বেসাতি করে । এটা লজ্জার। কিছু মানুষের অপদার্থতা , কিছু মানুষের প্রাপ্য প্রাপ্তির সমীকরণ না মেলা — সাধারণ জনগনের বঞ্চিত রুপ, এক চরম নৈরাজ্য , চলছে , আমরা দেখছি। তোর লেখাটা বেশ ভালো হয়েছে।

    Like

  13. Sunil Kumar Kundu
    Thank you for this wise, judicious and informative write up. I never support caste based reservation,age relaxation and strongly oppose to the policy for reservation in
    higher education, employment and promotion.Minimum education facility upto school level should be provided, otherwise everything should be on merit basis.That is why quality in every sphere is detereorating . Today administration in the institutions,offices and even in political systems deter true progress and development of the country.Supriya , I agree with you absolutely that this obnoxious and undue type of reservation system is running long more than 80 years due to our unholy political leaders of all parties in the interest of their vote banks.This is no more now tolerable for any conscientious citizen of India.

    Like

  14. Mohan Lal Ghose
    Our constitution confers the reservation to them to promote themselves. They must have achieved progression in this 75 yrs from Independence. Progression achieved percentage should be reduced in percentage what they are getting now and then the policy “Right persons in right place”should be adopted for the betterment of our country

    Like

  15. Sanjukta Mohanty
    nobody is daring to place this problem in f b.actually it is horrible now.a student got admission in M.D under EWS where all family members r financially well paid.but his father is doing business,showing income less.so this is misutilused .general catagory does not mean a student wl score 100%,then only he wl get entrance exam ,service etc.a country can only develop by there top talents in every field.what our children hv done wrong that they wl suffer for the votebank politics of politicians.

    Like

  16. Lipika Roy
    যোগ‍্যতা অনুযায়ী মূল‍্যায়ন হওয়া উচিত জাতি সম্প্রদায় না দেখে। ইংরেজরা নিজের দেশে SC ST রাখেনি আমাদের দেশে এই নিয়ম তৈরি করে গেছে বিভাজন সৃষ্টি করার জন‍্য। Actually এখনকার দিনে এইসমস্ত থাকা উচিত না মানুষতো সবাই সমান।

    Like

  17. Chanchal Bhattacharya
    অত্যন্ত প্রাসঙ্গিক এবং একান্তই যুক্তিপূর্ণ একটি বিষয়।
    দল, মত নির্বিশেষে — সবাই এরই বোঝার সময় এসেছে যে অনির্দিষ্ট কাল ধরে এমন চলতে থাকলে, দেশের মেধা শক্তি হয় অন্যত্র চলে যাবে, যাতে অন্য দেশ-ই উপকৃত হবে তা না হলে, মেধা-শক্তির অপচয় হবে।
    এ ছাড়া, কম মেধা সম্পন্ন ব্যক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফল-স্বরূপ, দেশের সর্বক্ষেত্রে উৎকর্ষ যাবে তলানিতে, যা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি।
    নেতারা নিজ নিজ স্বার্থে মুখে কুলুপ এঁটেই থাকবেন।
    তাই সময় এসেছে, সোচ্চার হবার — নিজের স্বার্থে,
    দেশের স্বার্থে।
    সুন্দর পোষ্টটির জন্য অসংখ্য ধন্যবাদ ।।

    Like

  18. Chayan Sengupta
    অনবদ্য প্রবন্ধ। তথ্য সমৃদ্ধ এই লেখাটার জন্য আকন্ঠ সাধুবাদ জানাই ও শেয়ার করলাম

    Like

Leave a reply to supriyoroy Cancel reply