এই মাসের প্রথম দিকে জামশেদপুর গিয়ে আবার একদিন চলে গেছিলাম ডিমনা লেক ঘুরতে । সারাদিন খুব সুন্দর সময় কাটালাম আর অনেক ছবি/ভিডিও তুললাম । তাই আমাদের চোখে ডিমনা লেককে সবার সামনে তুলে ধরতে ইচ্ছা করলো – যারা এত সুন্দর ডিমনা লেকের মনোরম পরিবেশ দেখেনি তাদের জন্য ।