DATE/TIME | অনুষ্ঠান | উপকরণ |
| আশীর্বাদ | ধান, দুব্বা ,থালা , ঘি, প্রদীপ, চন্দন , আসন |
বিয়ের দিন | বৃদ্ধির জন্য | ১ টি থালা, সিন্দুর , বরন ঢালা |
বিয়ের দিন | তত্ত | ট্রে , সেলফেন কাগজ,সেল টেপ , কাঁচি -, সোলার বল, গোল্ডেন টেপ , , আঠা , ফুলের টেপ, তত্ত্ব সূচি , চেলি -১ , মাছের জন্য গহনা , টিকলি ছবির জন্য , মেরুন টিপ -, , দই , তেল , তেলের ঘটি ,কাঁসার বাটি , শাড়ি |
বিয়ের দিন | গঙ্গা নিমন্ত্রণ | বরন ঢালা (চিত্র করা কুলা, এক ছড়া কলা ,পান সুপারি , গোটা হলুদ , পঞ্চ সস্য, পাঁচটা ছোট ঘট , শ্রী , ৫টা করি , প্রদীপ , , বাতাসা , মুচি , ঢাকা দেওয়া প্রদিপের সরা ,)ছুরি,পান , বাতাসা , সুপারি , ধান, দুব্বা |
বিয়ের দিন | দধি মঙ্গল | দই, চিরা , মাছ |
বিয়ের দিন | জল সইতে যাওয়া | বরন ঢালা (চিত্র করা কুলা, এক ছড়া কলা ,পান সুপারি , গোটা হলুদ , পঞ্চ সস্য, পাঁচটা ছোট ঘট , শ্রী , ৫টা করি , প্রদীপ , , বাতাসা , মুচি , ঢাকা দেওয়া প্রদিপের সরা ,)ছুরি, পান , বাতাসা , সুপারি , ধান, দুব্বা, আম প্ললব ,গামছা–২, কলসি , শাড়ি |
বিয়ের দিন | হলুদ কোটা | হামল দিস্তা ( আতপ ধান কুটে চাল বের করে বৃদ্ধিতে লাগবে), কাঁচা হলুদ , ধান, দুব্বা , গন্ধ তেল, ৫ এয়ো , বেজোড় পান ও ২ মিষ্টি , ঘট, পান সুপারি বাতাসা , শীল নোড়া |
বিয়ের দিন | বৃদ্ধি | ঘট , বরন ঢালা , ঠাকুর মশাই , আসন , নতুন কাপড় ( ফেলে দেওয়া হবে), পিড়ি |
বিয়ের দিন | গায়ে হলুদ | হলুদ , তেল , গামছা , কলসি , মুচি , ধুতি |
বিয়ের দিন | তত্ত | |
বিয়ের দিন | বরযাত্রী | বরন ঢালা, ২ মালা , মুকুট , দর্পণ ও সিন্দুর( ঠাকুর মশাই আনবে , লজ্জা বস্ত্র , যজ্ঞ – ঠাকুর মশাই |
বিয়ের দিন | বর বরন | মেয়ের বাড়িতে |
বিয়ের দিন | পট বস্ত্র | মেয়ের বাড়িতে |
বিয়ের দিন | সাতপাক | মেয়ের বাড়িতে |
বিয়ের দিন | শুভ দৃষ্টি | মেয়ের বাড়িতে |
বিয়ের দিন | মালা বদল | দুটো মালা |
বিয়ের দিন | সম্প্রদান | মেয়ের বাড়িতে(বাবা ও মায়ের তিন পুরুষের পিতৃকুল , মাতৃকুলের নাম লাগবে, গোত্র ) |
বিয়ের দিন | যজ্ঞ | মেয়ের বাড়িতে , বেল কাট -২ kg |
বিয়ের দিন | সপ্তপদী | মেয়ের বাড়িতে |
বিয়ের দিন | অঞ্জলি | মেয়ের বাড়িতে |
| সিন্দুর দান | দর্পণ ও সিন্দুর, মেয়ের বাড়িতে ,লজ্জাবস্ত্র |
| বাসি বিয়ে | মেয়ের বাড়িতে |
বিয়ের পরেরদিন | বিদায় | মেয়ের বাড়িতে |
বিয়ের পরেরদিন | বউ বরন | বরন ঢালা , থালা , দুধ , আলতা , ৫ মাটির মুচী , নতুন কাপড় লাল পার কোরা , ধানদুব্বা , প্রদীপ– আশীর্বাদ্মধু , মাছ ,ঘি |
বিয়ের পরেরদিন | কাল রাত্রি | |
বৌভাতের দিন | খেলার জন্য | পাটি , মাটির হাড়ি ঢাকনা দেওয়া , করি , চাল , |
| বউ ভাত | ২ থালা , খাবার , আলতা , সিন্দুর , কাপড় , রুপোর বাটি ও চামচ |
| ফুল শয্যা | ফুল |
| দ্বিরা গমন | |
| শ্রীর জন্য | কাঁধ উঁচু থালা, চালের গুরা , সরষের তেল , রঙ (লাল, হলুদ, সবুজ আর কমলা , গোলাপি ) |
তোমার এই লেখাটি খুব কাজের আর প্রাত্যহিক জীবনে দারুণ দরকারী এক নির্দেশিকা।
এটা খুব সাহায্য করবে বর্তমান প্রজন্মকে -যারা বিবাহ-অনুষ্ঠান সম্পর্কে
অনভিজ্ঞ।
এই সুন্দর নির্দেশিকা তাদের পথ দেখাবে।
শুভেচ্ছাসহ-
প্রভাত
LikeLiked by 1 person
অনেক অনেক ধন্যবাদ বন্ধু
LikeLike
Very helpful indeed !
Please enlighten me on
1. basi biye .
2.Can the mother of the bridegroom participate in all the rituals ,like holud kota , Ganga nimontron , dhodhi mongol , gaye holud etc.
LikeLiked by 1 person
সিঁদুর দান পর্বটা সাধারণত বাসি বিয়েতে হয় । বিয়ের আচার অনুষ্ঠানে পাত্রীর মা যোগদান করলে কোন ক্ষতি হয়না বলে আমি মনে করি । কারন মা সবসময় সন্তানদের ভাল চায় ।
LikeLike
ধন্যবাদ
LikeLike