ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি

ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি

গত সোমবার (১৮ জুলাই) আমাদের দেশে  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ পর্ব শেষ হোল । আজ বৃহস্পতিবার হবে গণনা । ভোট দেন  লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩ জন , রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা ২৩৩ জন  আর ৩০টি বিধানসভার মোট বিধায়কের বর্তমান সংখ্যা ৪,১২৩ জন । ১৯৭১ সালের জনগণনার রিপোর্টকে ভিত্তি করে সাংসদ ও বিধায়কদের ভোটমূল্য নির্ধারিত হয়। ২০২৬ সাল পর্যন্ত ওই জনগণনার ভিত্তিতেই সাংসদ ও বিধায়কদের ভোটের মূল্য নির্ধারিত হবে। তার পর হতে পারে নতুন মূল্যায়ন। ওই রিপোর্টের ভিত্তিতে সাংসদ এবং বিধায়কদের সম্মিলিত ভোটমূল্য বর্তমানে ১০ লক্ষ ৯৮ হাজার ৭৮২। সাংসদ ও বিধায়কদের সম্মিলিত ভোটমূল্য প্রায় সমান। রাজ্যওয়াড়ি বিধায়কদের ভোটমূল্য হিসাবের পদ্ধতিটাও অনেকটা একই রকম। কোনও রাজ্যের জনসংখ্যাকে প্রথমে সেই রাজ্যের বিধায়ক সংখ্যা দিয়ে ভাগ করা হয়। তার পর সেই ভাগফলকে ১০০০ দিয়ে ভাগ করা হয়। এতে যে সংখ্যা, সেটাই ভোটমূল্যের ভিত্তি। ১৯৭১ সালে আদমশুমারির হিসাবে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল ৪ কোটি ৪৩ লক্ষ ১২ হাজার ১১। বিধায়ক সংখ্যা ২৯৪। তাই নির্বাচন কমিশন নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে পশ্চিমবঙ্গের প্রত্যেক বিধায়কের ভোটমূল্য হয় ১৫১। ভোটমূল্যের হিসাবে শীর্ষে উত্তরপ্রদেশ। সে রাজ্যের এক জন বিধায়কের ভোটমূল্য ২০৮। সবচেয়ে কম ভোটমূল্য সিকিমের বিধায়কদের। মাত্র ৭ । ( সংগৃহীত )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s