সবকিছুতে যদি GST applicable হতে পারে তবে পেট্রোল ও  ডিজেলের ক্ষেত্রে GST applicable হবে না কেন ?

সবকিছুতে যদি GST applicable হতে পারে তবে পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে GST applicable হবে না কেন ?

আমরা জানি 1st July 2017 সালের পর থেকে কেন্দ্রীয় সরকার GST অর্থাৎ Goods and Services Tax সারা দেশে চালু করেছে । যার ফলে সারা দেশে কেন্দ্রের ও রাজ্যের Indirect Tax(পরোক্ষ কর)এর একটা সমতা এসেছে অর্থাৎ সারা দেশে নিদিষ্ট কোন জিনিসের উপর কেন্দ্রের ও রাজ্যের Indirect Tax এর rate এখন এক । 1st July 2017 সালের আগে যেটা ছিল, নিদিষ্ট কোন জিনিসের দামের উপর যোগ হতো বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা Indirect Tax বা VAT( Value added tax )তার সাথে কেন্দ্রের Sales Tax (CST) । আর 1st July 2017 সালের পর যেটা হোল, খুব সহজভাবে বলতে গেলে বলা যায় কোন জিনিসের বিক্রয় মুল্য = সেই জিনিসের Original cost + GST। এইবার GST যদি হয় 18% তাহলে রাজ্য পাবে SGST(STATE GST) হিসাবে  9% এবং কেন্দ্র পাবে CGST(CENTRAL GST)হিসাবে 9% । তাহলে মোটামুটি নিদিষ্ট কোন পন্যের দাম সব রাজ্যেই প্রায় একইরকম হবে । ব্যতিক্রম শুধু alcohol, crude petroleum, motor spirit, diesel, aviation turbine fuel and natural gas. এখনও পর্যন্ত এইসব পন্যের উপর আগের নিয়মই বলবত আছে অর্থাৎ VAT( Value added tax ) , CST ( Central sales tax ) and excise duty is still applicable to them । আর সামান্য কিছু সার্ভিসের( services)  ক্ষেত্রে GSTএর ছাড় আছে যেমন Salary and wages, Electricity, Interest, Government Fees (such as MCA fees, land registration fees etc.)। এখন পর্যন্ত সারা দেশে GST rates যা আছে তা হোল 0% (necessity items like milk, wheat flour),0.25% (rough diamonds),3%(gold, silver etc.),5%,12%,18% এবং সর্বোপরি 28%। বেশীরভাগ জিনিসের উপর 5%,12%,18% GST রেটই দেখা যায় । সামান্য কিছু জিনিসের উপর আছে 28% রেট যেমন - cement, car, tobacco । Petrol এবং diesel এর উপর যদি GST রেট 28% ও হোতো, তাহলে সারা দেশে Petrol ও dieselএর দাম প্রায় এক হোতো এবং এখনকার থেকে অনেক কম দাম হোতো । কারণ Petrol ও dieselএর দামে এখনও রয়েছে আগের নিয়ম অর্থাৎ GST applicable নয় । তাহলে Petrol ও dieselএর দাম নির্ধারণ হয় কি ভাবে । কোন একটা রাজ্যের এক লিটার Petrolএর দামের  হিসাব দিয়ে বোঝানোর চেষ্টা করছি ।  
Petrol base price – Rs. 29.7, State Tax – Rs. 26.9, Central Tax – Rs. 33, Dealer Commission – Rs. 3.69 তাহলে সেই রাজ্যে এক লিটার পেট্রলের দাম হবে Rs. 93.29। আরেকটা রাজ্যে হিসাবে দেখা যায় Petrol base price – Rs. 29.7, State Tax – Rs. 20, Central Tax – Rs. 33, Dealer Commission – Rs. 3.69 তাহলে সেই রাজ্যে এক লিটার পেট্রলের দাম হবে Rs. 86.39।এইরকমভাবে প্রতিটা রাজ্যে পেট্রোল আর ডিজেলের দাম আলাদা আলাদা । এইবার যদি ধরে নেওয়া হয় যে পেট্রোল আর ডিজেল GSTএর আওতায় পড়বে, তাহলে প্রতিটি রাজ্যে পেট্রলের দাম কি হত? ধরে নিচ্ছি GST সবচেয়ে বেশি নেওয়া হবে অর্থাৎ 28% । তাহলে হবে Petrol base price – Rs. 29.7, SGST (STATE GST) – Rs. 4.16, CGST (CENTRAL GST) – Rs. 4.16, Dealer Commission – Rs. 3.69 তাহলে প্রতিটা রাজ্যে এক লিটার পেট্রলের দাম হোত Rs. 41.71। অর্ধেকেরও কম ।ঠিক এইভাবে ডিজেলেরও হিসাব করলে দেখা যাবে কেন্দ্র ও রাজ্যের Tax এর জন্য পেট্রোল ও ডিজেলের দাম দ্বিগুণেরও বেশি হয়ে যাচ্ছে । যেটার কুফল সবচেয়ে বেশি ভোগ করছে সাধারণ মানুষ । বলা যায় সাধারণ মানুষের পকেট কেটে রাজস্ব বৃদ্ধি করা হচ্ছে । পেট্রোল ও ডিজেলের দাম কমলে যে সব জিনিসের দাম কমবে সেটা সবাই জানে ।সুতরাং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হছে দেশের বৃহৎ জনসংখ্যার ।এমন অনেক জায়গা আছে যেখান থেকে সরকার তার রজস্ব বেশি করে আদায় করতে পারে ।Tax যারা ফাকি দিয়ে বহাল তবিয়তে আছে , Bank এর টাকা লুট করে যারা দিব্যি আছে তাদের দিকে নজর দিলেই সরকারের রাজস্বের ঘাটতি পূরণ হয়ে যেতে পারে বলে আমার বিশ্বাস। তাই চীৎকার করে বলতে ইচ্ছা করছে পেট্রোল আর ডিজেল এই দুটি পণ্যকে GSTএর আওতায় আনা হোক ।  

3 thoughts on “সবকিছুতে যদি GST applicable হতে পারে তবে পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে GST applicable হবে না কেন ?

  1. Chanchal Bhattacharya
    নি:সন্দেহে শুভ প্রস্তাব।।
    Tapash Banerjee
    খুব ভালো প্রস্তাব বেশ কিছু
    জিনিসের দাম কমতো
    Tanima Goswami
    নি:সন্দেহে ভালো প্রস্তাব।

    Like

Leave a comment