কলকাতার দুর্গোৎসব আমাদের জীবনে এক চিরচেনা ছবি। শুধু কলকাতা নয়, ভারতের নানা প্রান্তে, এমনকি ইউরোপের শহরেও দুর্গাপুজোর মহিমা উপভোগ করার সৌভাগ্য আমাদের হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে এই প্রথম দুর্গোৎসবের সময় উপস্থিত থাকতে পারলাম। আর সেই অভিজ্ঞতা সত্যিই ছিল অন্যরকম।
এবার গিয়েছিলাম আমেরিকার সিয়াটেল ও বেলেভিউতে আয়োজিত বেশ কটি দুর্গাপুজোর স্বাদ নিতে। পুরো ব্যবস্থাপনা দেখে সত্যিই মন ভরে গেল। এতদূরে থেকেও কী সুন্দরভাবে ওনারা সংস্কৃতিকে আগলে রেখেছেন—এ দৃশ্য সত্যিই অনুপ্রেরণা জোগায়। মণ্ডপে প্রবেশ করে দেখলাম — ভিড় জমে উঠেছে, চারিদিকে ব্যস্ততা ও আনন্দের আবহ। কেউ বসে, কেউ দাঁড়িয়ে ভোগ গ্রহণ করছেন, আর সবার মুখে একরাশ তৃপ্তির হাসি। ভোগ নেওয়ার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে-মুখেও ছিল উৎসবের খুশি। মাইকে একজনকে দেখলাম অত্যন্ত আন্তরিকভাবে সবাইকে আহ্বান জানাচ্ছিলেন—তার কণ্ঠেই যেন ফুটে উঠছিল আয়োজনের উষ্ণতা।
ভারতের অর্থাৎ আমাদের দেশের বাইরে বহু দেশে দুর্গাপূজা চারদিনের বদলে দুদিনেই হয়। সময়ের সীমাবদ্ধতা আর ব্যস্ত জীবনের কারণে পূজো সাধারণত শনিবার বা রবিবারে আয়োজন করা হয়। এখানেও পুজা ছিল গত শনিবার আর রবিবার । এখানকার পুজোয় নেই আড়ম্বরের বিশাল মণ্ডপ বা ঝলমলে আলোকসজ্জা , বরং আন্তরিকতার উষ্ণতায় ভরা এই উৎসব হয়ে ওঠে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এক অনন্য মিলনমেলা। সবাই একসঙ্গে জড়ো হয়, মাতৃমূর্তির আরাধনা করে, নাচ-গান-আড্ডায় উৎসবের আবহ তৈরি হয়।
বিদেশের পূজোর একটি বড় দিক হলো—সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। দুদিনের পূজা শেষ হলে প্রতিমাকে সযত্নে বাক্সে রেখে দেওয়া হয়, যেন পরের বছর আবার প্রাণপ্রতিষ্ঠা করে পূজা করা যায়। এভাবেই একই প্রতিমা কয়েক বছর ভক্তি ও আনন্দের সঙ্গে পূজিত হয়।
এই অভিজ্ঞতা আমাদের নতুন করে মনে করিয়ে দিল, দুর্গাপুজো শুধু পূজা নয়, এটা আমাদের ঐক্যের, সংস্কৃতির আর অসীম আনন্দের উৎসব।
Prokash Bhowmick
Apurba sundar chhabigulo saha USA er puja rbishesh o bistarita barnana khub bhalo laglo Shuva Mahastami r subhechchha janai Anande katao
LikeLike
Krishnasis Chatterjee
খুব ভালো লাগলো লেখা এবং ছবি
তুমি ঠিকই অনুভব করেছো বিদেশে পুজোর আন্তরিকতা অনুভব করা যায় . সহজ সরল ভাবে সবাই নিজেদের মধ্যে আনন্দ বিনিময় করে. আমার একবার সুযোগ হয়েছিলো. অপরিসীম আনন্দ যেটা এখন কলকাতায় বিরল. ভালো থেকো সুস্থ থেকো
LikeLike
Tapashi Banerjee
খুব ভালো লাগলো। এক অনন্য অনুভূতির ছোয়া। enjoy করো।
LikeLike
Mamata Sengupta
সবাই কে জানাই শারদীয়া শুভেচ্ছা। খুব সুন্দর ছবিগুলো ও লেখা।
LikeLike
Tapas Banerjee
খুব ভালো লাগলো ছবি ও লেখা।
LikeLike
Naru Mahato
জয় মা দূর্গা।
খুব ভালো লাগলো ওখানকার পুজোর ব্যবস্থাপনা দেখে।
LikeLike
Aparajita Sengupta
সিয়াটেল ও বেলেভিউ এর পুজো দেখে খুব ভালো লাগল। দারুণ লাগছে তোমাদের। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ও ভালবাসা ।

LikeLike
Sudhir Bagchi
খুব সুন্দর ছবি ও লেখা। দারুন দারুন।
LikeLike
Mitali Samadder
লিপি বেশ ভালো লাগছে তোদের দেখে । খুব আনন্দ করে পূজো কাটা। তোদের কে শারদ শুভেচ্ছা।
LikeLike
Aparna Mukherjee
Shuvo Sharodiyar Shuvechchha janai. Pujo khub anondo kore upovog korechho jene khub khushi hoechhi. Tomader khub shundar lagchhe.
LikeLike
Ratnabali Chatterjee
সত্যিই দূর্গাপূজো আমাদের এক আনন্দের বন্ধনে বেঁধে দেয়।সারা বছরের পৌনঃপুনিক জীবনের বাইরে এক আনন্দের উৎস ,যা পূজোর চারদিন আমাদের অন্তর এক ঐশ্বরিক আলোয় উদ্ভাসিত করে দেয়।
খুব ভাল লাগল লিপি তোদের এই বিদেশে দুর্গাপূজো উদযাপন। খুব আনন্দের ছবি।
LikeLike
Apurba Neogi
Very nice. Enjoy to the fullest.
LikeLike
Partha Pratim Dasgupta
দেশের সাথে বিদেশের তুলনা হয়না। দেশে সবাই রাজা তাই প্রতিযোগিতা, রেষারেষি, সর্বোপরি নোংরা রাজনীতি। আর বিদেশে সবকিছুতেই একটা সীমাবদ্ধতা আছে। একটা অন্য অনুভূতি কাজ করে। যাই হোক তোমার ছেলে কে দেখলাম। ভোগ সাজিয়ে বসে আছে। তাতে কি কি ছিল ?
LikeLike
Dalia Deb
Ki valo lagche tomader….khub enjoy koro….lalboudi tomar boyos kome gache 10 years….darun lagche


LikeLike
Mohan Lal Ghose
Probase pujo r aanondoi aalada ! Khub bhalo thakun
LikeLike
Samarendra Nath Sarkar
Enjoy your day more precious
LikeLike