দাম্পত্য জীবনে দুজন মানুষ একসঙ্গে, একই ছাদের নিচে থাকতে গিয়ে অনেক সময় মতের অমিল হয় , আর তার থেকে তর্ক আর তারপর শুরু হয় ঝগড়া। তাড়াতাড়ি ঝগড়া মিটতে না চাওয়ার কারণ বেশীরভাগ সময়ে যুক্তির থেকে ইগো বড় হয়ে যায় । অথচ রাগ , অভিমান , ঝগড়া এগুলো আমাদের একটা স্বাভাবিক অনুভূতি। যাদের মধ্যে এগুলো নেই তাদের মধ্যে সম্পর্কটা মনে হয় মেকি । তাই বলা যায় ঝগড়া আর ভালবাসা দাম্পত্য জীবনের অবিচ্ছেদ্য অংশ আর দাম্পত্য জীবনে রাগ-অভিমান খুবই সাধারণ ব্যাপার।আজকের শ্রুতি নাটকের বিষয় বস্তু এটাই ।