আমাদের পারিবারিক পিকনিকে আমরা পুজালিতে

গত ২৩ শে ফেব্রুয়ারি রবিবার সকাল সকাল বাসে করে গড়িয়া থেকে রওনা দিলাম সদলবলে গঙ্গা নদীর তীরে বজবজের কাছে পুজালিতে, আমাদের পারিবারিক পিকনিক উদযাপন করতে । গড়িয়া থেকে তারাতলা হয়ে ৭ কিমি লম্বা সম্প্রীতি ফ্লাই ওভারের ওপর দিয়ে ৪০কিমি পৌঁছে গেলাম দেড় ঘণ্টায় । পুজালি গেস্টহাউস রাজনৈতিক কারনে বুক থাকায় আমরা আমাদের পিকনিক সারলাম নদীর ধারে আরেকটা পিকনিক স্পট নেতাজি পার্কে । রান্না করার জায়গা , অ্যাটাচড টয়লেট সহ সাধারন একটা ঘর বারান্দা সহ , নদীর ধারে ঘরের সামনে বেশ কিছুটা জায়গা আমাদের দেওয়া হল ৩৫০০ টাকার বিনিময়ে । যেহেতু আমরা কুক আর utensil সাথে নিয়ে গেছিলাম , তাই শুধু চেয়ার টেবিল আর sound box ওখান থেকে ভাড়া নিয়েছিলাম । জায়গাটি নিরাপদ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা (বাথরুম, ছায়াযুক্ত স্থান, খেলার জায়গা) ছিল । তাই আরও অনেক পিকনিক পার্টি এসে ভিড় জমিয়েছিল এই বিশাল পার্কে । শুনলাম একসাথে ২৮ টা পিকনিক করার মত ব্যবস্থা রয়েছে এখানে । তবে সবকটি ঘরে অ্যাটাচড টয়লেট  নেই । ব্রেকফাস্টের কিছু সময় পর গরম গরম পাকোড়া আর কফি খেয়েই আমরা বেশ কজন বেড়িয়ে পড়লাম টোটো নিয়ে পুজালিকে পরিক্রমা করতে । নদীর ধারে পুজালি গেস্ট হাউস আর ইন্দিরা পার্ক খুব ভাল লাগলো ।ওদের ওয়েব সাইডে দেখলাম পুরো পুজালি গেস্ট হাউস including All Cottages & Picnic Space (Full Zone)নিয়ে ভাড়া পরে ১০০০০/ টাকা Per Day , আর কমার্শিয়াল হোলে সেটাই হবে ১৫০০০ টাকা । আমরা সবাই যার যার মোবাইলে মুহূর্তগুলো বন্দী করে নিলাম । নাচে , গানে , সুস্বাদু আহারের সাথে খুব মজার মধ্যে কাটলো আমাদের পারিবারিক পিকনিক । নেতাজি পার্ক যেহেতু বিকাল সাড়ে পাঁচটায় বন্ধ করে দেয় , তাই আমরা চা খেয়ে বিকাল পাঁচটার মধ্যে রওনা দিলাম বাড়ির উদ্দেশে । সুন্দর একটা আনন্দময় দিনের মজার মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে আমাদের ক্যামেরা ও মোবাইল দারুন কাজ করেছে ।

Leave a comment