আধুনিকতা বনামঐতিহ্য- সুপ্রিয় রায়

মানবসভ্যতা ক্রমাগত পরিবর্তনশীল। এই পরিবর্তনের মূল চালিকাশক্তি হলো আধুনিকতা, যা নতুন চিন্তা, প্রযুক্তি ও সামাজিক রীতিনীতির মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে, ঐতিহ্য হলো অতীত থেকে প্রাপ্ত সংস্কৃতি, মূল্যবোধ ও আচার-অনুষ্ঠান, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত হয়ে আসছে।

একটি সমাজের সুস্থ ও টেকসই বিকাশের জন্য আধুনিকতা ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি। নতুনকে গ্রহণ করতে হবে, তবে শেকড়ের প্রতি সম্মান রেখেই। ঐতিহ্যের ওপর ভিত্তি করেই আধুনিকতার পথে এগিয়ে গেলে সমাজ প্রকৃত অর্থে উন্নত হবে। এর ওপর ভিত্তি করে আজ আমাদের এই শ্রুতি নাটক – আধুনিকতা বনাম  ঐতিহ্য  ।

Leave a comment