আমার ভারত – সুপ্রিয় রায়

আমার মাটি, আমার আকাশ, আমার প্রাণের দেশ,

শত ভাষার মিলনধ্বনিতে বাজুক ঐক্যের রেশ।

গঙ্গা-যমুনার স্রোতে বাজুক সভ্যতার গান,

হিমালয়ের চূড়ায় লেখা হোক শক্তির প্রমাণ।

সমুদ্রের ঢেউয়ে শোনা যাক গৌরবের কথা,

এই মাটি দিয়েছে জন্ম, অমর বীর গাথা ।

স্বপ্নে গড়া স্বদেশ আমার, স্বাধীনতার বাণী,

লেখা আছে রক্ত দিয়ে অমর গাথার খনি।

প্রজাতন্ত্রের উৎসব আজ, গণতন্ত্রের জয়,

একতার বীজ বুনতে তবু মনে কেন সংশয় ।

প্রজাতন্ত্রে শপথ হোক যা বাজুক চিরকাল,

ধর্ম নয় মানবতার মন্ত্র হোক অটল ভিত্তিস্থল।

Leave a comment