মোবাইল ফোন আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের কাজ সহজ করে, দূরত্ব কমায় এবং সম্পর্কের সংযোগ বজায় রাখতে সাহায্য করে। কিন্তু প্রযুক্তির এই আশীর্বাদ অনেক সময় সম্পর্কের মধ্যে নতুন দ্বন্দ্বের কারণও হয়ে দাঁড়ায়। মোবাইল ও সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি বা ব্যবহার অনেক সময় বাস্তব জীবনের সম্পর্কগুলোতে দূরত্ব তৈরি করে। আমরা পাশে থাকা প্রিয় মানুষটির চেয়ে স্ক্রিনে বেশি মনোযোগ দিই। মোবাইল এবং সম্পর্কের এই যাত্রায়, প্রযুক্তিকে আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করাই উচিৎ । প্রিয় মানুষগুলোর সাথে হৃদয়ের সংযোগ ধরে রাখতে স্ক্রিনের চেয়ে বাস্তবের সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন।
তাই মোবাইল আর সম্পর্ককে মাথায় রেখে আমরা তৈরি করে ফেললাম আমাদের আরেকটি শ্রুতি নাটক – ‘মোবাইল ও সম্পর্ক’ ।সবার কাছে অনুরোধ রইলো সবটা শোনার ।