Gift দিলে Cash দিও

কাউকে উপহার দেওয়ার সময় মাথায় রাখা উচিৎ, সবার পছন্দ বা প্রয়োজন একরকম নাও হতে পারে। তাই সেরা উপহার হতে পারে, Cash — যা দিয়ে যে কেউ নিজের প্রয়োজনীয় জিনিস বা ইচ্ছা অনুযায়ী জীবনের সবচেয়ে জরুরি জিনিস কেনার সুযোগ পেতে পারে । এটা শুধু একটা উপহার নয়, বরং প্রিয়জনকে নিজের ইচ্ছামতো আনন্দ করার স্বাধীনতা দেওয়া।

আপনার দেওয়া ক্যাশ হতে পারে সত্যিকারের উপকারী আর অর্থবহ উপহার। অন্য আরও কিছু ম্যাসেজের সাথে এই ম্যাসেজটা সবার মধ্যে ছড়িয়ে দিতে আমরা তৈরি করেছিলাম আমাদের প্রথম Short Film “ Gift দিলে Cash দিও”।যারা দেখেনি বা আবার দেখতে চায় – তাদের জন্য ।

Leave a comment