আমাদের দেশে চিকিৎসকদের সাদা কোটে আর আইনজীবীদের কালো কোটে দেখতে আমরা অভ্যস্ত । কিন্তু যতদূর জানা যায় আগে অর্থাৎ 19 শতকের সময় এই দুই পেশার লোকই কালো কোট ব্যবহার করতো । 1685 সালে ইংল্যান্ডে দ্বিতীয় চার্লসের মৃত্যুর শোক হিসেবে কাল কোট পড়ার প্রথা শুরু হয় । আরেকটা কারন ছিল ইংল্যান্ডের ঠান্ডা জলবায়ুর কারণে যেহেতু কালো পোশাক শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে , তাই । ব্রিটিশ আমলে কালো রঙের কোটই পরতেন আইনজীবীরা । এটি তখন সামাজিক মর্যাদার পরিচায়ক ছিল এবং পরবর্তীতে এই পোশাক পেশাগত পোশাক হিসেবে গৃহীত হয়।স্বাধীনতার পর ভারতীয় বিচারব্যবস্থা ব্রিটিশ ঐতিহ্যকে অনুসরণ করে চলেছে । তাই তারা চলে যাওয়ার পরেও পোশাকের এই রীতিতে খুব একটা বদল আসেনি।
যদিও অনেকের মতে কালো রঙকে আবেগহীন ও নিরপেক্ষ রঙ হিসেবে দেখা হয়, যা আদালতে আইনজীবীদের নিরপেক্ষ অবস্থান তুলে ধরে। কালো রঙ গম্ভীরতা, দৃঢ়তা এবং শৃঙ্খলার প্রতীক। এটি আইনের প্রতি আইনজীবীদের নিষ্ঠা এবং নিরপেক্ষতার প্রকাশ পায় ( বাস্তবে যাই হোক না কেন ) ।
তবে ডাক্তারদের সাদা পোশাক পরার পেছনে এক সুন্দর প্রতীকী কারণ রয়েছে। সাদা রঙ পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং নিরপেক্ষতার প্রতীক। এটি রোগীদের মধ্যে আস্থা তৈরি করে এবং জীবাণুমুক্ত পরিবেশের ধারণা দেয়। এছাড়া সাদা পোশাক আলোকে প্রতিফলিত করে, যা ডাক্তারদের দীর্ঘ সময় কাজ করার স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে ।সবচেয়ে বড় কথা সাদা পোশাকে দাগ বা ময়লা সহজে বোঝা যায়, যা দ্রুত পরিষ্কার বা প্রতিস্থাপন করতে সাহায্য করে, বিশেষত জীবাণু সংক্রমণ এড়াতে।