কলেজ জীবনে এই চার বান্ধবী খুব ভাল বন্ধু ছিল । ইন্টারনেটের কল্যানে চার বান্ধবীর দেখা হল অনেক বছর বাদে যখন তাদের সবার সন্তানেরা সুপ্রতিষ্ঠিত । এই চার বান্ধবীরাও নেমে পড়েছে তাদের নিজস্ব জগত তৈরি করতে সাংস্কৃতিক আঙিনায় । আজকের গল্প এই চার সহচরীদের নিয়ে ।