আমি মনে প্রাণে বিশ্বাস করি বেশিরভাগ মানুষই তার মাতৃভাষাকে ভালবাসে এবং চায় না তার প্রিয় মাতৃভাষাকে হারিয়ে যেতে দিতে । অনেক ভাষা এখন শুধু ইতিহাস । পালি ভাষাকে আমরা দেখতে পাই শুধু জৈন ও বৌদ্ধ ধর্ম গ্রন্থে । আর সংস্কৃত ভাষার প্রচলন পাওয়া যায় কেবলমাত্র হিন্দুদের মন্ত্র উচ্চারণে । প্রাচীন বৈদিক ভাষাতে যে কাব্য়গ্রন্থ বা ধর্মগ্রন্থ লেখা হয়েছিল তার ভাষা যখন বেশিরভাগ মানুষের কাছেই দুর্বোধ্য হয়ে উঠেছিল তখন সৃষ্টি হয়েছিল সংস্কৃত ভাষার , প্রাকৃত ভাষাকে নানাভাবে সংস্কার করে । অথচ আজ সে ভাষা কথ্য় ভাষা নয় । একটা ভাষাকে সংস্কার করে বা সহজ করে সর্বজনগ্রাহ্য় করে তোলাই তো সংস্কৃতি , হারিয়ে দেওয়া তো সংস্কৃতি নয় ।
নিজের মাতৃভাষা ছেড়ে নিজেদের মধ্যে মুসলিম রাজত্বকালে উর্দু ভাষায় এবং ইংরেজদের রাজত্বকালে ইংরাজি ভাষায় কথা বলাকে অনেকে অভিজ্যাতের ব্যাপার বলে মনে করত । যেমন আজও দেখা যায় অনেকেই নিজের মাতৃভাষা ছেড়ে ইংলিশ বা হিন্দিতে কথা বলতে বেশি সাচ্ছন্দ্য বোধ করে । যদিও আমরা সবাই জানি অন্য যেকোন ভাষার থেকে মাতৃভাষা শিখতে অনেক কম সময় লাগে যদি ইচ্ছা থাকে । নিজেদের প্রয়োজনে অন্য ভাষা নিশ্চই শিখতে হবে তাই বলে মাতৃভাষাকে উপেক্ষা করলে পারতপক্ষে আমার মাতৃভাষাকে হারিয়ে যেতে আমি সাহায্য করছি না কি ?
ভাষা রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেন্টারের মতে, গত ৫০ বছরে ২২০টি ভারতীয় ভাষা বিলুপ্ত হয়ে গেছে এবং পরবর্তী অর্ধশতাব্দিতে আরও ১৫০টি বিলুপ্ত হতে পারে কারণ বক্তারা মারা যায় এবং তাদের সন্তানরা তাদের পূর্বপুরুষের ভাষা শিখতে ব্যর্থ হয়।
1992 সালে, ফরাসি ভাষাবিদ ক্লদ হ্যাগেজ(Claude Hagege) ভবিষ্যদ্বাণী করেছিলেন যে 2100 সালের মধ্যে বিশ্বের 90% জীবিত ভাষা হারিয়ে যাবে। অতি সম্প্রতি, মাত্র 4 বছর আগে দক্ষিণ-পশ্চিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুও কিং চুং ( Luo Qing Chung ) ভবিষ্যদ্বাণী করেছিলেন যে 90% জীবিত ভাষা অর্ধেকের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। সময় 2050 সালে।
ইতিহাসে, খুব বড় ভাষাগুলিও কখনও কখনও তলিয়ে যায়। ল্যাটিন একটি উদাহরণ। (প্রাচীন) গ্রীক ভাষা অন্য, সংস্কৃত তৃতীয়টি। জাতিসংঘ রেকর্ড করেছে যে বর্তমানে 6,000 টিরও বেশি জীবন্ত ভাষা রয়েছে। যাইহোক, বিশ্বের জনসংখ্যার 96% মানুষ বিশ্বের 3% ভাষায় কথা বলে। এটিকে প্রধানত অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিশ্বায়নের জন্য দায়ী করা যেতে পারে, এবং এর ফলে প্রায় সমস্ত আধুনিক ভাষায় ব্যাপক পুনর্গঠন এবং পরিবর্তন হচ্ছে।
আমার মাতৃভাষা বাংলা । আমিও ভালবাসি আমার মাতৃভাষাকে । এটা ভাবতে কষ্ট হয় যে কোনোদিন আমার মাতৃভাষাও হারিয়ে যেতে পারে । কত মানুষের রক্তের ও আন্দোলনের বিনিময়ে আমাদের প্রিয় বাংলা ভাষা পৃথিবীতে তার অধিকার অর্জন করেছে । বাংলা ভাষাকে যারা ভালবাসে তারা সবাই আন্তরিক ভাবে স্বরণ করবে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী (৮ই ফাল্গুন ১৩৫৮ ) ভাষা আন্দোলনের সেই দিনটিকে যাকে ১৯৯৯ সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছিল । তাই ২১শে ফেব্রুয়ারী ভাষা দিবস হিসাবে গভীর শ্রদ্ধার সাথে পালন করা হয় । আমরা গেয়ে উঠি “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী , আমি কি ভুলিতে পারি “।