“অবঙ্গ পতিতং ক্লিবা দশ দোশ বিমর্জিতা,
তুভ্যং কন্যা পদস্বামী দেবাগ্নি দ্বিজ সান্নিধ্যৌ”
যার মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে সাক্ষী রেখে আমি আমার কন্যাকে তোমার নিকট সমর্পন করলাম যা অনেকদিন ধরে বিবাহের মন্ত্রে চলে আসছে কন্যা সম্প্রদান বা কন্যাদান করার সময় । যার মাধ্যমে কন্যাকে সম্প্রদান বা দান করা হয় বরের কাছে । আমরা দেখেছি সামাজিক বিয়ের ক্ষেত্রে সবচেয়ে ঐতিহ্যবাহী আচার হিসাবে বিবাহের মন্ডপে পুরোহিতের উপস্থিতিতে কনের পিতা কিংবা পিতৃস্থানীয় কেউ এই কাজটি সম্পন্ন করে থাকেন । সম্প্রদানকর্তা মন্ত্রোচ্চারণ করে পাত্রের হাতে সারাজীবনের জন্য পাত্রীকে সম্প্রদান করে থাকেন। এসময় বরও নিয়মানুযায়ী তার স্ত্রীর সারাজীবনের দায়িত্বভার গ্রহণ করে থাকে।কারণ এর পর থেকে পদবী পরিবর্তন হোক বা না হোক মৃত্যু পর্যন্ত বা তারপরেও(শ্রাদ্ধে) তার নামের সঙ্গে ঐ গোত্রই (পূজা পাঠ ইত্যাদিতে) উল্লেখ করা হবে।এই জন্যই কন্যার নিজ বংশের (বা গোত্রের)কেউ কন্যাদান করে থাকেন।অনেকের ধারনা বাল্য বিবাহ যখন থেকে প্রচলিত হয়েছে তখন থেকই কন্যা সম্প্রদান প্রথাও চালু করা হয়েছে । কারন অনেক গুণীজনদের মতে বৈদিক যুগে এই প্রথা ছিল না । বাল্য বিবাহর সময় মেয়েদের আট-নয় বছরে বা তার চেয়েও ছোট বয়সে বিয়ে দেওয়া হতো। স্বামীটি কিন্তু সেই তুলনায় বয়স্ক। বয়সের এই বিপুল ফারাকে স্বামী যে তার ছোট স্ত্রীয়ের দায়িত্ব নেবে সেটাই তো স্বাভাবিক। তাই হয়ত সেই সময় বাবার হাত থেকে মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়া বা সম্প্রদান করার রীতি প্রচলিত হয় । এখন তো সমাজ অনেক পালটেছে । আইনত ১৮ বছরের নীচে কোন মেয়ে বিয়ে করতে পারে না । মেয়েরা এখন স্বাবলম্বি হয়েই বিয়ে করে । তাই যুক্তিবাদীরা মনে করেন আধুনিক যুগে অবিলম্বে এই প্রাচীন রীতি বন্ধ হওয়া উচিত । তাঁদের মতে, মাতৃজঠরে ন মাস থাকার পর সেই বন্ধন কোনও রীতি দিয়েই ছিন্ন করা যায় না। এছাড়া মেয়েরা কোনো পন্য নয় বা দান করার সামগ্রীও নয়। আজ নারী শিক্ষিতা । আজ নারী স্বনির্ভর। শিক্ষা ও স্বনির্ভরতা তাহলে নারীকে কি পূর্ণ স্বাধীনতা দিতে ব্যর্থ ? তাই আজও প্রথামতে বিবাহের মন্ত্রে কন্যাকে সম্প্রদান করা হয় পাত্রের কাছে। কন্যাদানের পাশাপাশি সাবলম্বী মেয়েদের ভাত-কাপড়ের আনুষ্ঠানিকতারও বিরোধিতা করেন যুক্তিবাদীরা । তাদের মতে দুজনই দুজনের দায়িত্ব নেওয়া উচিৎ কেননা তারা উভয়েই স্বাবলম্বী ।
তাই আমারও মনে হয় আজকের দিনে কন্যা সম্প্রদান ও ভাত কাপড়ের অনুষ্ঠান’ যে নেহাতই অমূলক তা বলাই বাহুল্য ।
Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos