গতকাল শনিবার অর্থাৎ এখানকার ২০/০৫/২০২৩ বিকালে চলে গেছিলাম প্রশান্ত মহাসাগরের Alki সৈকতে । সারা সৈকত জুড়ে ছিল অনেক মানুষের ভিড়। কেউ পরিবারের সাথে আবার কেউ পরিজনদের সাথে যে যার মতো আনন্দে মেতে ছিল । সূর্যের পড়ন্ত আলোয় অস্বাভাবিক সুন্দর এক পরিবেশ তৈরি হয়েছিল । দৃশ্যমান Downtown এর আলো যখন এক এক করে জ্বলে উঠছিল সৈকত থেকে সে দৃশ্য ছিল ছবির মতো সুন্দর । এরকম আমরা দেখেছিলাম সান দিয়াগোতে ।বছরের যে কোনো সময় দীর্ঘ হাঁটার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা।এই সমুদ্র সৈকতে আড়াই মাইল দীর্ঘ পথচারী চলার পথ রয়েছে । গ্রীষ্মে এখানে জগার, রোলারব্লেডার, ভলিবল খেলোয়াড়, সানবাথার্স, সাইকেল চালক এবং স্ট্রলারদের বেশি করে দেখা যায় । Puget Sound-এর বেশিরভাগ সৈকত রক এবং শেল দ্বারা আচ্ছাদিত, কিন্তু Alki-তে রয়েছে বালি ।
অপূর্ব সুন্দর এক ভাললাগা স্মৃতি নিয়ে ফিরে আসলাম পরবর্তী আকর্ষণের অপেক্ষায় ।
Like this:
Like Loading...