আমদের চোখে সিয়াটেলের ডিসেপশন পাস (Deception Pass)

আমদের চোখে সিয়াটেলের ডিসেপশন পাস (Deception Pass)

পরেরদিন রবিবার অর্থাৎ এখানকার ২১/০৫/২০২৩ তারিখ ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়লাম প্রায় ৭০ মাইল দূরে Deception Pass দেখতে ।  ডিসেপশন পাস হলো একটি প্রণালী যা হুইডবে দ্বীপকে, ফিডালগো দ্বীপ থেকে পৃথক করেছে এবং জুয়ান ডি ফুকা প্রণালীকে স্কাগিট উপসাগরের সাথে সংযুক্ত করেছে । পাহাড়, সমুদ্র আর দ্বীপ নিয়ে অসাধারণ সৌন্দর্যে ভরা প্রশান্ত মহাসাগরীয় একটা বিচ ।আমার জীবনে দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনে হচ্ছিল ছবি আঁকা । ডিসেপশন পাসের সবচেয়ে আইকনিক বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল ডিসেপশন পাস ব্রিজ, যার নীচ দিয়ে অবিরাম বয়ে চলেছে উত্তাল জলরাশি । আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এতো সুন্দর যে মনে হয় শান্ত হয়ে তাকিয়ে বসে থাকি ।ব্রিজটা অনেকটা শিলিগুড়ির করনেশন ব্রিজের মতো দেখতে ।তবে এটি ইস্পাতের ,  অনেক বড় এবং অনেক উঁচু ।নানাবিধ বহিরঙ্গন অ্যাডভেঞ্চারের সাথে বাঞ্জি জাম্পিংয়ের জন্য এই স্থান অতি জনপ্রিয় ।দূরে দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকটা পাহাড় । ছেলে বললো ঐ জায়গাটা কানাডার মধ্যে পরে । তারপর ওখান থেকে খেতে আসলাম একটা জাপানি রেস্তরেন্তে । ছেলের কাছে শুনলাম এখানে ভারতীয় সিঙ্গারা পাওয়া যায় । অন্য খাবারের সাথে সিঙ্গারাও নেওয়া হোল । দারুন , একদম আমাদের বেঙ্গলের সিঙ্গারার মতো । আমেরিকায় জাপানি রেস্তরেন্তে ভারতীয় খাবার পাওয়া যাচ্ছে এই ভেবে খুব ভাল লাগলো । ফিরে আসলাম বাসায় পরবর্তী আকর্ষণের অপেক্ষায় ।    

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s