আমাদের চোখে ভ্যাটিকান সিটি/ Vatican City through our lens

আমাদের চোখে ভ্যাটিকান সিটি/ Vatican City through our lens

07/04/2023 রাতের ট্রেনে করে আমরা চারজন ভোর থাকতেই এসে পৌছালাম ইতালির রাজধানী এবং সবচেয়ে বড় শহর  রোমে । সোজা চলে গেলাম হোটেলে । যেহেতু আমাদের ভ্যাটিকান সিটিতে গাইডেড ট্যুর বুক করা ছিল দুপুর সাড়ে ১২ টা থেকে , তাই ভালমতো ফ্রেস হয়ে ব্রেকফাস্ট খেয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম তিবের নদীর পশ্চিম তীরে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে যেটা বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে অলঙ্কৃত গির্জাগুলির মধ্যে একটি।দিল্লীর রাজপথের অনেক দূর থেকে যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি ভবন দেখা যায় , ঠিক তেমনি অনেকদুর থেকে দেখা যায় সেন্ট পিটার্স ব্যাসিলিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে । পুরো ভ্যাটিকান সিটি একটা উঁচু পাচিল( আমাদের আলিপুর জেলের পাঁচিল থেকেও অনেক উঁচু )  দিয়ে ঘেরা ।  

ভ্যাটিকান সিটি হল একটি স্বাধীন শহর-রাষ্ট্র যা ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ, মাত্র 44 হেক্টর এলাকা জুড়ে। ভ্যাটিকান ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক কেন্দ্র এবং এখানে পোপের বাড়ি, যিনি ক্যাথলিক চার্চের নেতা। ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় কিন্তু সেনজেন ভিসায় যাওয়া যায় । তবে এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।

আগে থেকে যেহেতু আমাদের ভ্যাটিকান সিটির গাইডেড ট্যুরের টিকিট কাটা  ছিল , তাই আর আমাদের ভিড়ের মধ্যে দাঁড়াতে হল না ।সিকিউরিটি চেক করে ভ্যাটিকান সিটির ভিতর প্রবেশ করলাম । গাইডেড ট্যুর ছাড়াও ভ্যাটিকান সিটির ভিতরটা দেখা যায় । তবে গ্রুপ গাইডেড ট্যুর নিলে সবকিছু ভালমতো বোঝা যায় ।ভ্যাটিকান মিউজিয়ামের সংগ্রহে 70,000 টিরও বেশি পেইন্টিং এবং ভাস্কর্য রয়েছে, যা 54 টিরও বেশি গ্যালারিতে বিশিষ্টভাবে প্রদর্শিত হচ্ছে । সবচেয়ে বড়  কথা এখানে অপূর্ব সুন্দর ক্লাসিক্যাল ভাস্কর্য, ট্যাপেস্ট্রি এবং রেনেসাঁর মহান ব্যক্তিদের যেমন রাফেল, ক্যারাভাজিও, মাইকেলেঞ্জেলো, বার্নিনি এবং দা ভিঞ্চির আঁকা দারুন সব ছবি প্রদর্শিত হচ্ছে যা দেখা ভাগ্যের ব্যাপার । 
ভ্যাটিকানের আরেকটি বিখ্যাত ল্যান্ডমার্ক হল সিস্টিন চ্যাপেল, যা ভ্যাটিকান মিউজিয়ামের মধ্যে অবস্থিত। সিস্টিন চ্যাপেল তার অত্যাশ্চর্য দেওয়াল চিত্রের জন্য পরিচিত, যার মধ্যে মিকেলেঞ্জেলোর বিখ্যাত সিলিং পেইন্টিং এর ক্রিয়েশন অফ অ্যাডাম রয়েছে।
আমাদের দুঘণ্টার গাইডেড ট্যুর শেষ করে আমরা কিছুক্ষণ অপূর্ব সুন্দর ভ্যাটিকান গার্ডেনের মধ্যে সময় কাটিয়ে বেড়িয়ে আসলাম পৃথিবীর সবচেয়ে ছোট দেশ যার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব ছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র। ভ্যাটিকানের সারা বিশ্বের দেশগুলির সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।দরজা দিয়ে বেড়িয়ে আসতেই পা রাখলাম ইতালির রাজধানী রোমের মাটিতে যার বর্ণনা দেবো আমাদের পরবর্তী লেখনী ‘ আমাদের চোখে রোমে’। 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s