ফিনল্যান্ডের সংসদীয় নির্বাচন – ০২/০৪/২০২৩

ফিনল্যান্ডের সংসদীয় নির্বাচন – ০২/০৪/২০২৩

এবার আমরা ফিনল্যান্ডে আসার পর ফিনল্যান্ডের সবচেয়ে বড় নির্বাচন অর্থাৎ সংসদীয় নির্বাচন দেখার সাক্ষী হলাম ।গতকাল অর্থাৎ ০২/০৪/২০২৩ তারিখ এখানকার সংসদীয় নির্বাচনে সকাল ৮ টা থেকে রাত ৯ টা অবধি ভোট দান চললো । ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে আমরা যেখানে থাকি তার খুব কাছেই একটা স্কুলে এখানকার ভোটদান কেন্দ্র ছিল । দেশের প্রধানমন্ত্রী নির্বাচন হতে চলেছে অথচ বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে দেশে সংসদীয় নির্বাচন চলছে । শহরের কোন দেওয়ালে নেই নির্বাচনী প্রচার বাঁ পোস্টার । শুধু কয়েকটা নিদিষ্ট জায়গায় ক্যান্ডিডেটদের পোস্টার দেখা যায় । রাস্তায় নেই কোন রাজনৈতিক দলের পতাকা । কোথাও দেখা যায় না রাজনৈতিক কর্মীদের ব্যস্ততা । কোথাও নেই কোন রাজনৈতিক দলের নির্বাচনী বুথ । ভোটাররা তাদের ভোট গ্রহন কেন্দ্রে যাচ্ছে আর সুন্দরভাবে নির্ভয়ে ভোট দিয়ে বেড়িয়ে আসছে ।ভোট গ্রহন কেন্দ্রে পুলিশি তৎপরতা একদম চোখে পড়লো না ।  ফিনল্যান্ডে অগ্রিম ভোট দেওয়ার একটি ব্যবস্থাও রয়েছে, যা ভোটারদের আনুষ্ঠানিক নির্বাচনের দিন আগে তাদের ব্যালট দেওয়ার অনুমতি দেয়। এটি প্রায়শই এমন লোকেরা ব্যবহার করে যারা অফিসিয়াল নির্বাচনের দিনে কাজ, ভ্রমণ বা অন্যান্য প্রতিশ্রুতির কারণে ভোট দিতে অক্ষম।ফিনল্যান্ডের নির্বাচনী ব্যবস্থা আনুপাতিক প্রতিনিধিত্বের উপর ভিত্তি করে। ফিনল্যান্ডকে 13টি নির্বাচনী জেলায় বিভক্ত করা হয়েছে, যেগুলো আবার মোট 200টি নির্বাচনী এলাকায় বিভক্ত। প্রতিটি নির্বাচনী এলাকার জনসংখ্যার ভিত্তিতে সংসদে বিভিন্ন সংখ্যক সদস্য নির্বাচন করে।

গতকাল সারাদিন ধরে সংসদীয় নির্বাচন হয়ে গেল অথচ কোথাও কোন গণ্ডগোলের খবর নেই ।নির্বাচনের সময় সহিংসতা বা অন্যান্য বিঘ্নিত আচরণের দৃষ্টান্ত ফিনল্যান্ডে খুব বিরল। দেশে অপরাধের হার কম এবং উচ্চ স্তরের সামাজিক সংহতি রয়েছে, যা নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হওয়া নিশ্চিত করতে সাহায্য করে।  ফিনিশ সংসদীয় নির্বাচন প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং সংসদের 200 জন সদস্য চার বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন। ফিনিশ পার্লামেন্টে বর্তমানে নয়টি রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করছে এবং অন্যান্য বেশ কয়েকটি দল প্রতিনিধিত্ব করছে না। তবুও কোন রাজনৈতিক সংঘাত দেখা যায় না ফিনল্যান্ডের  গণতান্ত্রিক নির্বাচনের দীর্ঘ ইতিহাসে । সামগ্রিকভাবে বলতে গেলে বলতে হয় যে  ফিনল্যান্ডের নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s